বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।
বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।
বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বিগ বস মাতিয়ে তুলেছেন। শিল্পা শেঠির বোন শমিতা। তবে বড় বোনের মতো এত পরিচিতি মেলেনি। এই বছর বিগ বসের ঘরে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন। রোজই এমনসব কীর্তি করছেন শমিতা, যা দেখে দর্শকরা একেবারে হতবাক। কখনও বিগ বসের ঘরের প্রতিযোগী রাকেশ বাপাটের সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ছেন শমিতা, তো কখনও রাকেশের সঙ্গে সবার থেকে আড়ালে গিয়ে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে শমিতা বিগ বস জমিয়ে তুলেছেন।
বোন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি তৈরির মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন শমিতা। এমনকি, রাজের কাণ্ডে নাম জড়িয়ে যায় শমিতারও। বিগ বস কর্তৃপক্ষ শমিতার এই শিরোনামে আসা কাজে লাগিয়েছেন। সব বিতর্ককে পাশে রেখে বিগ বসের নয়নের মণি এখন সেই শমিতা শেঠি।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, বিগ বসের ঘরে নাকি আজকাল প্রেম খুঁজছেন শমিতা। অন্তত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই রটেছে। অনেকে বলছেন, ‘মহব্বতে’ ছবির নায়িকা নাকি এতদিনে রাকেশের মধ্যেই প্রেম খুঁজে পেয়েছেন। তাই তো বিগ বসে ঢোকার পর থেকেই রাকেশের প্রতি প্রেম দেখাচ্ছেন। আর তাই তো কখনও বিছানায়, কখনও সোফায়, কখনও বিগ বসের বাগানে শমিতা-রাকেশের চুপি চুপি প্রেম, এখন বিগবসের টিআরপি বাড়িয়ে তুলছে। দর্শক এসব বুঝলেও, বিগ বসের কাছে কিন্তু রাকেশ-শমিতা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আর বিগ বসের ঘরের লোক কিছু বললেই, কেঁদে ভাসাচ্ছেন শমিতা শেঠি!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে শমিতা শেঠি ও রাকেশ বাপাটের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একই কম্বলের তলায় শুয়ে আছেন শমিতা ও রাকেশ। কম্বলের তলায় শুয়েই হাসি ঠাট্টা করছেন রাকেশ ও শমিতা। শুধু তাই নয়, রাকেশের পাশ থেকে শমিতা উঠতে গেলে, রাকেশ সোজা শমিতার হাত ধরে টেনে ফের বিছানায় ডাকছেন।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে