প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিং চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। তবে জানেন কি, সিনেমাটির জন্য অভিনেত্রীকে দিতে হয়েছে অডিশন? আর তাঁর অডিশন নেন স্বয়ং অস্কার বিজয়ী সুরকার এ আর রাহমান।
মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুম কলে এ আর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুম কলে অডিশন দিতে হবে, তা-ও আবার এ আর রাহমানের সামনে! সেই সময় মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’
সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতি বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই। তিনি জানতে চান আমি ফ্রি আছি কি না। তখন তিনি আমাকে জুম কলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এ আর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এ আর রাহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কি না। তাঁকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’
পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এ আর রাহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এ আর রাহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই আমাকে অডিশন দিতে হয়েছিল।’
প্রসঙ্গত, গতকাল প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে একাধিক চিত্রনাট্য তৈরি হয়েছে বলিউডে। এবার সেই তালিকার নতুন সংযোজন আটের দশকের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী অমর সিং চমকিলা। ‘এলভিস প্রিসলি অব পাঞ্জাব’ বলা হতো অমর সিং চমকিলাকে। ২৭ বছর বয়সেই গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন গায়ক। শূন্য থেকে শুরু করা চমকিলা কীভাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন, সেই কাহিনিই আবর্তিত হবে ইমতিয়াজের নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’য়।
প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিং চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। তবে জানেন কি, সিনেমাটির জন্য অভিনেত্রীকে দিতে হয়েছে অডিশন? আর তাঁর অডিশন নেন স্বয়ং অস্কার বিজয়ী সুরকার এ আর রাহমান।
মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুম কলে এ আর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুম কলে অডিশন দিতে হবে, তা-ও আবার এ আর রাহমানের সামনে! সেই সময় মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’
সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতি বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই। তিনি জানতে চান আমি ফ্রি আছি কি না। তখন তিনি আমাকে জুম কলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এ আর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এ আর রাহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কি না। তাঁকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’
পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এ আর রাহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এ আর রাহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই আমাকে অডিশন দিতে হয়েছিল।’
প্রসঙ্গত, গতকাল প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে একাধিক চিত্রনাট্য তৈরি হয়েছে বলিউডে। এবার সেই তালিকার নতুন সংযোজন আটের দশকের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী অমর সিং চমকিলা। ‘এলভিস প্রিসলি অব পাঞ্জাব’ বলা হতো অমর সিং চমকিলাকে। ২৭ বছর বয়সেই গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন গায়ক। শূন্য থেকে শুরু করা চমকিলা কীভাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন, সেই কাহিনিই আবর্তিত হবে ইমতিয়াজের নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’য়।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৪ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৯ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
৯ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
৯ ঘণ্টা আগে