প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিং চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। তবে জানেন কি, সিনেমাটির জন্য অভিনেত্রীকে দিতে হয়েছে অডিশন? আর তাঁর অডিশন নেন স্বয়ং অস্কার বিজয়ী সুরকার এ আর রাহমান।
মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুম কলে এ আর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুম কলে অডিশন দিতে হবে, তা-ও আবার এ আর রাহমানের সামনে! সেই সময় মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’
সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতি বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই। তিনি জানতে চান আমি ফ্রি আছি কি না। তখন তিনি আমাকে জুম কলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এ আর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এ আর রাহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কি না। তাঁকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’
পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এ আর রাহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এ আর রাহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই আমাকে অডিশন দিতে হয়েছিল।’
প্রসঙ্গত, গতকাল প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে একাধিক চিত্রনাট্য তৈরি হয়েছে বলিউডে। এবার সেই তালিকার নতুন সংযোজন আটের দশকের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী অমর সিং চমকিলা। ‘এলভিস প্রিসলি অব পাঞ্জাব’ বলা হতো অমর সিং চমকিলাকে। ২৭ বছর বয়সেই গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন গায়ক। শূন্য থেকে শুরু করা চমকিলা কীভাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন, সেই কাহিনিই আবর্তিত হবে ইমতিয়াজের নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’য়।
প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিং চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। তবে জানেন কি, সিনেমাটির জন্য অভিনেত্রীকে দিতে হয়েছে অডিশন? আর তাঁর অডিশন নেন স্বয়ং অস্কার বিজয়ী সুরকার এ আর রাহমান।
মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুম কলে এ আর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুম কলে অডিশন দিতে হবে, তা-ও আবার এ আর রাহমানের সামনে! সেই সময় মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’
সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতি বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই। তিনি জানতে চান আমি ফ্রি আছি কি না। তখন তিনি আমাকে জুম কলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এ আর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এ আর রাহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কি না। তাঁকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’
পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এ আর রাহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এ আর রাহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই আমাকে অডিশন দিতে হয়েছিল।’
প্রসঙ্গত, গতকাল প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে একাধিক চিত্রনাট্য তৈরি হয়েছে বলিউডে। এবার সেই তালিকার নতুন সংযোজন আটের দশকের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী অমর সিং চমকিলা। ‘এলভিস প্রিসলি অব পাঞ্জাব’ বলা হতো অমর সিং চমকিলাকে। ২৭ বছর বয়সেই গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন গায়ক। শূন্য থেকে শুরু করা চমকিলা কীভাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন, সেই কাহিনিই আবর্তিত হবে ইমতিয়াজের নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’য়।
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
৬ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
৬ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১৭ ঘণ্টা আগে