ভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ পোশাকের কারণে খুবই আলোচিত। বিচিত্র পোশাকের জন্য প্রায়ই তিনি হোন সংবাদের শিরোনাম। এবার তার বিতর্কিত পোশাক নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি কারিনা কাপুরের শো মির্চি প্লাস-এ অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর। উদ্দেশ্য নিজের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারণা। সেখানেই কারিনা প্রশ্ন করেন রণবীরকে, উরফিকে তিনি চেনেন কিনা? এতে সম্মতি জানান অভিনেতা। এরপরই উরফির পোশাক নিয়ে জানতে চান কারিনা। কৌশলে উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন রণবীর। কিন্তু এরপরই রণবীরকে এক কথায় উত্তর দিতে বলেন কারিনা। কারিনা প্রশ্ন রাখেন উরফি পোশাক কি ভালো রুচির পরিচয় বহন করে, না কি তা নিম্ন রুচির পরিচয় বহন করে? এমন প্রশ্নে খুব বেশি সময় না নিয়েই রণবীরের উত্তর নিম্ন রুচির পরিচয় বহন করে উরফির পোশাক।
যদিও রণবীরের এই মন্তব্যে এখনো কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি উরফির জাভেদের।
বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি। মুক্তির মাত্র নয় দিনে শত কোটির ক্লাবে প্রবেশ করে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমাটিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ পোশাকের কারণে খুবই আলোচিত। বিচিত্র পোশাকের জন্য প্রায়ই তিনি হোন সংবাদের শিরোনাম। এবার তার বিতর্কিত পোশাক নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি কারিনা কাপুরের শো মির্চি প্লাস-এ অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর। উদ্দেশ্য নিজের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারণা। সেখানেই কারিনা প্রশ্ন করেন রণবীরকে, উরফিকে তিনি চেনেন কিনা? এতে সম্মতি জানান অভিনেতা। এরপরই উরফির পোশাক নিয়ে জানতে চান কারিনা। কৌশলে উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন রণবীর। কিন্তু এরপরই রণবীরকে এক কথায় উত্তর দিতে বলেন কারিনা। কারিনা প্রশ্ন রাখেন উরফি পোশাক কি ভালো রুচির পরিচয় বহন করে, না কি তা নিম্ন রুচির পরিচয় বহন করে? এমন প্রশ্নে খুব বেশি সময় না নিয়েই রণবীরের উত্তর নিম্ন রুচির পরিচয় বহন করে উরফির পোশাক।
যদিও রণবীরের এই মন্তব্যে এখনো কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি উরফির জাভেদের।
বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি। মুক্তির মাত্র নয় দিনে শত কোটির ক্লাবে প্রবেশ করে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমাটিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৫ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৮ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৮ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১১ ঘণ্টা আগে