বিনোদন ডেস্ক
বলিউড অ্যাকশন ছবির বরপুত্র সানি। অ্যাকশন ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বাকি সবার থেকে আলাদা জায়গা করে দিয়েছে। নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী তারকাও সানি। ছয়টি ব্লকবাস্টার, যার মধ্যে দুটি অলটাইম ব্লকবাস্টার, পাঁচটি রেকর্ড ওপেনিং, ১১টি বাম্পার ওপেনিং রেকর্ড রয়েছে তাঁর ছবির। ৮৫টি ছবি করেছেন, যার প্রায় ৩০টি ব্যবসাসফল। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। মাঝে খ্যাতিমান কোনো পরিচালকের ছবিতেও দেখা মেলেনি, ফ্লপের তালিকাও লম্বা হচ্ছিল। তবে আবার নতুন নতুন খবর আসছে সানির। সর্বশেষ চমক দিলেন আর বালকির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। ছবির নাম ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। আর বালকি বলিউডের অন্যতম প্রশংসিত পরিচালক। অমিতাভ বচ্চনকে নিয়ে ‘পা’, ‘চিনিকম’-এর মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি পাওয়া যাবে পূজা ভাট ও মালয়ালম সুপারস্টার দুলকার সালমানকেও।
খুব শিগগিরই সানি শুরু করবেন ‘আপনে ২’ ছবির কাজ। নতুন ছবিতে আবারও পর্দায় একসঙ্গে হাজির হবেন ধর্মেন্দ্র, সানি ও ববি। চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল ‘আপনে’ ছবির শুটিং। কিন্তু সেটা পিছিয়ে নতুন তারিখের অপেক্ষায় আছে। ‘আপনে ২’ ছবির কাজ শেষ হলে অলটাইম ব্লকবাস্টার ‘গাদার’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন পরিচালক অনীল শার্মা। ছবিতে আগের মূল অভিনয়শিল্পীরাই থাকবেন। সানি দেওল, আমিশা প্যাটেল ও তাঁদের সেই ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মাকে (যিনি এখন বড় হয়েছেন) নিয়েই বানানো হবে। সানি দেওলের সঙ্গে বিবাদ মিটেছে রাজ কুমার সন্তোষির। এই পরিচালকের ‘ঘাতক ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি দেওল। নব্বইয়ের দশকে এই জুটি বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছে।
বলিউড অ্যাকশন ছবির বরপুত্র সানি। অ্যাকশন ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বাকি সবার থেকে আলাদা জায়গা করে দিয়েছে। নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী তারকাও সানি। ছয়টি ব্লকবাস্টার, যার মধ্যে দুটি অলটাইম ব্লকবাস্টার, পাঁচটি রেকর্ড ওপেনিং, ১১টি বাম্পার ওপেনিং রেকর্ড রয়েছে তাঁর ছবির। ৮৫টি ছবি করেছেন, যার প্রায় ৩০টি ব্যবসাসফল। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। মাঝে খ্যাতিমান কোনো পরিচালকের ছবিতেও দেখা মেলেনি, ফ্লপের তালিকাও লম্বা হচ্ছিল। তবে আবার নতুন নতুন খবর আসছে সানির। সর্বশেষ চমক দিলেন আর বালকির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। ছবির নাম ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। আর বালকি বলিউডের অন্যতম প্রশংসিত পরিচালক। অমিতাভ বচ্চনকে নিয়ে ‘পা’, ‘চিনিকম’-এর মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি পাওয়া যাবে পূজা ভাট ও মালয়ালম সুপারস্টার দুলকার সালমানকেও।
খুব শিগগিরই সানি শুরু করবেন ‘আপনে ২’ ছবির কাজ। নতুন ছবিতে আবারও পর্দায় একসঙ্গে হাজির হবেন ধর্মেন্দ্র, সানি ও ববি। চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল ‘আপনে’ ছবির শুটিং। কিন্তু সেটা পিছিয়ে নতুন তারিখের অপেক্ষায় আছে। ‘আপনে ২’ ছবির কাজ শেষ হলে অলটাইম ব্লকবাস্টার ‘গাদার’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন পরিচালক অনীল শার্মা। ছবিতে আগের মূল অভিনয়শিল্পীরাই থাকবেন। সানি দেওল, আমিশা প্যাটেল ও তাঁদের সেই ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মাকে (যিনি এখন বড় হয়েছেন) নিয়েই বানানো হবে। সানি দেওলের সঙ্গে বিবাদ মিটেছে রাজ কুমার সন্তোষির। এই পরিচালকের ‘ঘাতক ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি দেওল। নব্বইয়ের দশকে এই জুটি বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছে।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে