বলিউড অ্যাকশন ছবির বরপুত্র সানি। অ্যাকশন ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বাকি সবার থেকে আলাদা জায়গা করে দিয়েছে। নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী তারকাও সানি। ছয়টি ব্লকবাস্টার, যার মধ্যে দুটি অলটাইম ব্লকবাস্টার, পাঁচটি রেকর্ড ওপেনিং, ১১টি বাম্পার ওপেনিং রেকর্ড রয়েছে তাঁর ছবির। ৮৫টি ছবি করেছেন, যার প্রায় ৩০টি ব্যবসাসফল। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। মাঝে খ্যাতিমান কোনো পরিচালকের ছবিতেও দেখা মেলেনি, ফ্লপের তালিকাও লম্বা হচ্ছিল। তবে আবার নতুন নতুন খবর আসছে সানির। সর্বশেষ চমক দিলেন আর বালকির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। ছবির নাম ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। আর বালকি বলিউডের অন্যতম প্রশংসিত পরিচালক। অমিতাভ বচ্চনকে নিয়ে ‘পা’, ‘চিনিকম’-এর মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি পাওয়া যাবে পূজা ভাট ও মালয়ালম সুপারস্টার দুলকার সালমানকেও।
খুব শিগগিরই সানি শুরু করবেন ‘আপনে ২’ ছবির কাজ। নতুন ছবিতে আবারও পর্দায় একসঙ্গে হাজির হবেন ধর্মেন্দ্র, সানি ও ববি। চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল ‘আপনে’ ছবির শুটিং। কিন্তু সেটা পিছিয়ে নতুন তারিখের অপেক্ষায় আছে। ‘আপনে ২’ ছবির কাজ শেষ হলে অলটাইম ব্লকবাস্টার ‘গাদার’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন পরিচালক অনীল শার্মা। ছবিতে আগের মূল অভিনয়শিল্পীরাই থাকবেন। সানি দেওল, আমিশা প্যাটেল ও তাঁদের সেই ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মাকে (যিনি এখন বড় হয়েছেন) নিয়েই বানানো হবে। সানি দেওলের সঙ্গে বিবাদ মিটেছে রাজ কুমার সন্তোষির। এই পরিচালকের ‘ঘাতক ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি দেওল। নব্বইয়ের দশকে এই জুটি বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছে।
বলিউড অ্যাকশন ছবির বরপুত্র সানি। অ্যাকশন ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বাকি সবার থেকে আলাদা জায়গা করে দিয়েছে। নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী তারকাও সানি। ছয়টি ব্লকবাস্টার, যার মধ্যে দুটি অলটাইম ব্লকবাস্টার, পাঁচটি রেকর্ড ওপেনিং, ১১টি বাম্পার ওপেনিং রেকর্ড রয়েছে তাঁর ছবির। ৮৫টি ছবি করেছেন, যার প্রায় ৩০টি ব্যবসাসফল। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। মাঝে খ্যাতিমান কোনো পরিচালকের ছবিতেও দেখা মেলেনি, ফ্লপের তালিকাও লম্বা হচ্ছিল। তবে আবার নতুন নতুন খবর আসছে সানির। সর্বশেষ চমক দিলেন আর বালকির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। ছবির নাম ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। আর বালকি বলিউডের অন্যতম প্রশংসিত পরিচালক। অমিতাভ বচ্চনকে নিয়ে ‘পা’, ‘চিনিকম’-এর মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি পাওয়া যাবে পূজা ভাট ও মালয়ালম সুপারস্টার দুলকার সালমানকেও।
খুব শিগগিরই সানি শুরু করবেন ‘আপনে ২’ ছবির কাজ। নতুন ছবিতে আবারও পর্দায় একসঙ্গে হাজির হবেন ধর্মেন্দ্র, সানি ও ববি। চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল ‘আপনে’ ছবির শুটিং। কিন্তু সেটা পিছিয়ে নতুন তারিখের অপেক্ষায় আছে। ‘আপনে ২’ ছবির কাজ শেষ হলে অলটাইম ব্লকবাস্টার ‘গাদার’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন পরিচালক অনীল শার্মা। ছবিতে আগের মূল অভিনয়শিল্পীরাই থাকবেন। সানি দেওল, আমিশা প্যাটেল ও তাঁদের সেই ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মাকে (যিনি এখন বড় হয়েছেন) নিয়েই বানানো হবে। সানি দেওলের সঙ্গে বিবাদ মিটেছে রাজ কুমার সন্তোষির। এই পরিচালকের ‘ঘাতক ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি দেওল। নব্বইয়ের দশকে এই জুটি বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে