অনেক দিন ধরেই বলিউডে জল্পনা, বাবা হতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। সাম্প্রতিক সময়ে স্ত্রীকে নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে যেতেও দেখা গেছে অভিনেতাকে। তবে এত দিন এ বিষয় এড়িয়ে গেলেও, আজ রোববার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন বরুণ। বাবা হতে চলেছেন তিনি, অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী নাতাশা দালালা।
বরুণের পোস্ট করা সাদা-কালো ছবিতে হাঁটু গেড়ে বসে বরুণকে নাতাশার বেবি বাম্পে চুমু দিতে দেখা গেছে। নাতাশার পরনের পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি।
বরুণের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে সহকর্মীরা। সামান্থা রুথ প্রভু, মৌনি রায়, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা, সোনাম কাপুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন, শোভিতা ধুলিপালা, রোহান শ্রেষ্ঠা, ম্রুণাল ঠাকুর থেকে চিত্রাঙ্গদাসহ আরও অনেকে হবু মা-বাবাকে ভালোবাসায় ভাসিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালাকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। আরব সাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসোর্টে বসেছিল বিয়ের আসর।
উল্লেখ্য, বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে সামান্থা রুথ প্রভুর বিপরীতে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে।
অনেক দিন ধরেই বলিউডে জল্পনা, বাবা হতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। সাম্প্রতিক সময়ে স্ত্রীকে নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে যেতেও দেখা গেছে অভিনেতাকে। তবে এত দিন এ বিষয় এড়িয়ে গেলেও, আজ রোববার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন বরুণ। বাবা হতে চলেছেন তিনি, অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী নাতাশা দালালা।
বরুণের পোস্ট করা সাদা-কালো ছবিতে হাঁটু গেড়ে বসে বরুণকে নাতাশার বেবি বাম্পে চুমু দিতে দেখা গেছে। নাতাশার পরনের পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি।
বরুণের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে সহকর্মীরা। সামান্থা রুথ প্রভু, মৌনি রায়, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা, সোনাম কাপুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন, শোভিতা ধুলিপালা, রোহান শ্রেষ্ঠা, ম্রুণাল ঠাকুর থেকে চিত্রাঙ্গদাসহ আরও অনেকে হবু মা-বাবাকে ভালোবাসায় ভাসিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালাকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। আরব সাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসোর্টে বসেছিল বিয়ের আসর।
উল্লেখ্য, বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে সামান্থা রুথ প্রভুর বিপরীতে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১০ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১০ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১০ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১০ ঘণ্টা আগে