Ajker Patrika

‘সহোদর’ সুশান্তের মৃত্যুতে বহুদিন শোকাহত ছিলেন ভূমিকা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৩: ৪৩
Thumbnail image

ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে ভূমিকা চাওলা অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। সিনেমাটিতে সুশান্তের বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ভূমিকা। পর্দায় সুশান্তের সঙ্গে অল্প সময় দেখা গেলেও ভাই-বোনের মধুর সম্পর্ক দর্শকদের মন কেড়েছিল। সুশান্তের সঙ্গে কাজ করার সুবাদে তাঁকে বেশ কাছ থেকেই দেখার ও জানার সুযোগ হয়েছিল ভূমিকার। সম্প্রতি ভূমিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সহোদর’ সুশান্তের মৃত্যুতে বহুদিন শোকাহত ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সুশান্তের প্রতি ভূমিকার স্মৃতিচারণ উঠে এসেছে। 

সাক্ষাৎকারে সুশান্তকে সিং রাজপুতে একজন মাটিতে পা রেখে চলা মানুষ হিসাবেই বর্ণনা করেছেন ভূমিকা। ভূমিকার কথায়, ‘রাঁচিতে শুটিংয়ের সময় সুশান্ত আমাকে জীবনযাপন ও নানান বিষয়ে কথা বলতেন। আমি শুধুই সেগুলো বসে বসে শুনতাম। তখন আমার মনে হয়েছিল অভিনেতারাও তো মানুষ, তাঁরাও অনেক আবেগের মধ্য দিয়ে যান।’ ভূমিকা জানান, তাঁরও সুশান্তের মৃত্যুর কথা মেনে নিতে অনেক সময় লেগেছিল। 

ভূমিকা চাওলা আরও জানান, সুশান্ত সিং-এর মৃত্যুর পর যেভাবে সেটাকে নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছিল, তাতে তিনি বিরক্ত হয়েছিলেন। ভূমিকা চাওলার বলেন, ‘আমার শুধুই মনে হচ্ছিল চ্যানেলগুলিতে এসব কী দেখানো হচ্ছে! কেনই বা হচ্ছে? দেশে আসলে কী ঘটছে তা ওরা দেখাতে চায় না, শুধুই মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা। আমার মনে হয়েছিল, আপনি জনসাধারণের আদালতকে পরিচালনা করতে পারবেন না। আগে তদন্ত করুন, তারপর জানান কী হয়েছে! এ ধরনের খবরে কোনো শালীনতা ছিল না। অথচ সে সময় গত চার মাস ধরে মহামারির সঙ্গে দেশ লড়াই করছিল।’ 

ভূমিকা আরও বলেন, ‘সুশান্তের বয়স অনেক কম ছিল, আর দুর্ভাগ্যবশত অনেক বিতর্কে জড়িয়ে পড়েছিল। কেউ বলেছিল এটা একাকিত্ব, কেউ বলেছিল এটি অবসাদ। আমি জানি না ঠিক কী হয়েছিল।’ 

ছোট ক্যারিয়ারে অনেক অর্জন সুশান্তের। ভক্তদের ভালোবাসা থেকে ব্যবসাসফল সিনেমা সবই ছিল তাঁর ক্যারিয়ারে। ‘কেদারনাথ’, ‘এমএস ধনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’ দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ সিনেমা ছিল ‘দিল বেচারা’। ২০২০ সালে তাঁর মৃত্যুর পর মুক্তি পায় সিনেমাটি। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছর বয়সী সুশান্তের মরদেহ। অভিনেতার মৃত্যুর কারণ অনুসন্ধানে তৎপর হয় মুম্বাই পুলিশ। এর পর বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তরিত হয় সুশান্ত মৃত্যুর তদন্তভার। চলে একের পর এক জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হয় প্রয়াত অভিনেতার নেট মাধ্যমের নানা অ্যাকাউন্ট। এভাবে তিন বছর পার হলেও মামলার অবস্থা অপরিবর্তিত। আপাতত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সিবিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত