হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরন নাকি গোবিন্দকে ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ শোয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে শুটিং করতে হবে, তাই অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এমনকি এ সিনেমার নামও নাকি তাঁর দেওয়া। সাক্ষাৎকারে এমন অদ্ভুত দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয় গোবিন্দকে। কয়েক বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন পেহলাজ নিহালনি। তিনি জানালেন, গোবিন্দর দাবি মিথ্যা। হলিউডের অ্যাভাটার নয়, বরং ‘অবতার’ নামের এক হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গোবিন্দকে।
পেহলাজ নিহালনি বলেন, ‘অবতার নামে আমি একটি সিনেমা তৈরি করছিলাম। তাতে গোবিন্দকে নেওয়া হয়েছিল। ৪০ মিনিট শুটিংও করা হয়েছিল এ সিনেমার। তবে গোবিন্দের কারণে সিনেমাটির শুটিং আর হয়নি। দুই সিনেমার একই রকম শিরোনাম হওয়ার কারণে হয়তো গুলিয়ে ফেলেছেন গোবিন্দ।’ নিহালনির দাবি, ওই সময় গোবিন্দর মাথা খারাপ হয়ে গিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পেহলাজ নিহালনি আরও বলেন, ‘তিনি বলিউডের অবতারকে হলিউডের বলে চালিয়ে দিয়েছেন। আমরা ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে চাইছিলাম। তবে গোবিন্দ একদিন শুটিংয়ে চায়ের সঙ্গে কিছু একটা খাওয়ার পর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখনও সিনেমার গানের দৃশ্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। কিন্তু তিনি কিছুতেই আর শিডিউল দিচ্ছিলেন না। এভাবে শুটিংয়ের তারিখ পেছাতে থাকে। শেষ পর্যন্ত গোবিন্দ আর সময় দেননি। আমাদের সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি।’
হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরন নাকি গোবিন্দকে ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ শোয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে শুটিং করতে হবে, তাই অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এমনকি এ সিনেমার নামও নাকি তাঁর দেওয়া। সাক্ষাৎকারে এমন অদ্ভুত দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয় গোবিন্দকে। কয়েক বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন পেহলাজ নিহালনি। তিনি জানালেন, গোবিন্দর দাবি মিথ্যা। হলিউডের অ্যাভাটার নয়, বরং ‘অবতার’ নামের এক হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গোবিন্দকে।
পেহলাজ নিহালনি বলেন, ‘অবতার নামে আমি একটি সিনেমা তৈরি করছিলাম। তাতে গোবিন্দকে নেওয়া হয়েছিল। ৪০ মিনিট শুটিংও করা হয়েছিল এ সিনেমার। তবে গোবিন্দের কারণে সিনেমাটির শুটিং আর হয়নি। দুই সিনেমার একই রকম শিরোনাম হওয়ার কারণে হয়তো গুলিয়ে ফেলেছেন গোবিন্দ।’ নিহালনির দাবি, ওই সময় গোবিন্দর মাথা খারাপ হয়ে গিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পেহলাজ নিহালনি আরও বলেন, ‘তিনি বলিউডের অবতারকে হলিউডের বলে চালিয়ে দিয়েছেন। আমরা ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে চাইছিলাম। তবে গোবিন্দ একদিন শুটিংয়ে চায়ের সঙ্গে কিছু একটা খাওয়ার পর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখনও সিনেমার গানের দৃশ্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। কিন্তু তিনি কিছুতেই আর শিডিউল দিচ্ছিলেন না। এভাবে শুটিংয়ের তারিখ পেছাতে থাকে। শেষ পর্যন্ত গোবিন্দ আর সময় দেননি। আমাদের সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি।’
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
৪ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
৫ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
৮ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
৯ ঘণ্টা আগে