হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরন নাকি গোবিন্দকে ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ শোয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে শুটিং করতে হবে, তাই অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এমনকি এ সিনেমার নামও নাকি তাঁর দেওয়া। সাক্ষাৎকারে এমন অদ্ভুত দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয় গোবিন্দকে। কয়েক বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন পেহলাজ নিহালনি। তিনি জানালেন, গোবিন্দর দাবি মিথ্যা। হলিউডের অ্যাভাটার নয়, বরং ‘অবতার’ নামের এক হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গোবিন্দকে।
পেহলাজ নিহালনি বলেন, ‘অবতার নামে আমি একটি সিনেমা তৈরি করছিলাম। তাতে গোবিন্দকে নেওয়া হয়েছিল। ৪০ মিনিট শুটিংও করা হয়েছিল এ সিনেমার। তবে গোবিন্দের কারণে সিনেমাটির শুটিং আর হয়নি। দুই সিনেমার একই রকম শিরোনাম হওয়ার কারণে হয়তো গুলিয়ে ফেলেছেন গোবিন্দ।’ নিহালনির দাবি, ওই সময় গোবিন্দর মাথা খারাপ হয়ে গিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পেহলাজ নিহালনি আরও বলেন, ‘তিনি বলিউডের অবতারকে হলিউডের বলে চালিয়ে দিয়েছেন। আমরা ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে চাইছিলাম। তবে গোবিন্দ একদিন শুটিংয়ে চায়ের সঙ্গে কিছু একটা খাওয়ার পর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখনও সিনেমার গানের দৃশ্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। কিন্তু তিনি কিছুতেই আর শিডিউল দিচ্ছিলেন না। এভাবে শুটিংয়ের তারিখ পেছাতে থাকে। শেষ পর্যন্ত গোবিন্দ আর সময় দেননি। আমাদের সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি।’
হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরন নাকি গোবিন্দকে ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ শোয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে শুটিং করতে হবে, তাই অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এমনকি এ সিনেমার নামও নাকি তাঁর দেওয়া। সাক্ষাৎকারে এমন অদ্ভুত দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয় গোবিন্দকে। কয়েক বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন পেহলাজ নিহালনি। তিনি জানালেন, গোবিন্দর দাবি মিথ্যা। হলিউডের অ্যাভাটার নয়, বরং ‘অবতার’ নামের এক হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গোবিন্দকে।
পেহলাজ নিহালনি বলেন, ‘অবতার নামে আমি একটি সিনেমা তৈরি করছিলাম। তাতে গোবিন্দকে নেওয়া হয়েছিল। ৪০ মিনিট শুটিংও করা হয়েছিল এ সিনেমার। তবে গোবিন্দের কারণে সিনেমাটির শুটিং আর হয়নি। দুই সিনেমার একই রকম শিরোনাম হওয়ার কারণে হয়তো গুলিয়ে ফেলেছেন গোবিন্দ।’ নিহালনির দাবি, ওই সময় গোবিন্দর মাথা খারাপ হয়ে গিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পেহলাজ নিহালনি আরও বলেন, ‘তিনি বলিউডের অবতারকে হলিউডের বলে চালিয়ে দিয়েছেন। আমরা ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে চাইছিলাম। তবে গোবিন্দ একদিন শুটিংয়ে চায়ের সঙ্গে কিছু একটা খাওয়ার পর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখনও সিনেমার গানের দৃশ্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। কিন্তু তিনি কিছুতেই আর শিডিউল দিচ্ছিলেন না। এভাবে শুটিংয়ের তারিখ পেছাতে থাকে। শেষ পর্যন্ত গোবিন্দ আর সময় দেননি। আমাদের সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি।’
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
৭ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
৭ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে