বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আমিশা প্যাটেলের। আর হৃতিক রোশনও প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এতে। অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি শুরু করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এর পরে এটি আমিশার কাছে চলে আসে। এত দিন কারিনার ছেড়ে আসার কথা শোনা গেলেও আমিশা এবার জানিয়েছেন ভিন্ন কথা।
আমিশা প্যাটেলের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আমিশার কথায়, সিনেমাটির পরিচালক রাকেশ রোশন কারিনা কাপুরকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন।
আমিশা বলেন, ‘কারিনা মোটেও কাহো না প্যায়ার হ্যায় ছেড়ে দেননি। আমি রাকেশজির কাছ থেকে শুনেছি তাঁরা কারিনাকে শুটিং সেট ছেড়ে চলে যেতে বলেছিলেন, কারণ দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। পিঙ্কি আন্টি (হৃতিকের মা, রাকেশ রোশনের স্ত্রী) আমাকে বলেছিলেন তাঁরা দুশ্চিন্তায় একপ্রকার নাওয়া-খাওয়া ভুলেছিলেন। কারণ শুটিং সেটে তখন কোটি কোটি রুপি ঢালা হয়ে গেছে।’
আমিশা আরও বলেন, ‘সোনিয়াকে খুঁজে বের করতে তাদের হাতে তখন ৩ দিন সময় ছিল। এরপর এক বিয়েবাড়িতে রাকেশজি আমাকে দেখেন। শুনেছি সারা রাত উত্তেজনায় তিনি ঘুমোতে পারেননি। আমি যদিও ছবি সাইন করার সময় পেছনের এই গল্পগুলো জানতাম না।’
এর আগে এক সাক্ষাৎকারে রাকেশ রোশনও জানিয়েছিলেন, কাহো না প্যায়ার হ্যায় থেকে কারিনাকে বাদ দেওয়ার কারণ ওর মা ববিতা। সব ব্যাপারে নাক গলাতেন তিনি।
কয়েক বছর আগে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা আবার বলেছিলেন, তিনি কাহো না প্যায়ার হ্যায় থেকে বেরিয়ে যাওয়াতে খুব খুশি হয়েছিলেন।
বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আমিশা প্যাটেলের। আর হৃতিক রোশনও প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এতে। অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি শুরু করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এর পরে এটি আমিশার কাছে চলে আসে। এত দিন কারিনার ছেড়ে আসার কথা শোনা গেলেও আমিশা এবার জানিয়েছেন ভিন্ন কথা।
আমিশা প্যাটেলের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আমিশার কথায়, সিনেমাটির পরিচালক রাকেশ রোশন কারিনা কাপুরকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন।
আমিশা বলেন, ‘কারিনা মোটেও কাহো না প্যায়ার হ্যায় ছেড়ে দেননি। আমি রাকেশজির কাছ থেকে শুনেছি তাঁরা কারিনাকে শুটিং সেট ছেড়ে চলে যেতে বলেছিলেন, কারণ দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। পিঙ্কি আন্টি (হৃতিকের মা, রাকেশ রোশনের স্ত্রী) আমাকে বলেছিলেন তাঁরা দুশ্চিন্তায় একপ্রকার নাওয়া-খাওয়া ভুলেছিলেন। কারণ শুটিং সেটে তখন কোটি কোটি রুপি ঢালা হয়ে গেছে।’
আমিশা আরও বলেন, ‘সোনিয়াকে খুঁজে বের করতে তাদের হাতে তখন ৩ দিন সময় ছিল। এরপর এক বিয়েবাড়িতে রাকেশজি আমাকে দেখেন। শুনেছি সারা রাত উত্তেজনায় তিনি ঘুমোতে পারেননি। আমি যদিও ছবি সাইন করার সময় পেছনের এই গল্পগুলো জানতাম না।’
এর আগে এক সাক্ষাৎকারে রাকেশ রোশনও জানিয়েছিলেন, কাহো না প্যায়ার হ্যায় থেকে কারিনাকে বাদ দেওয়ার কারণ ওর মা ববিতা। সব ব্যাপারে নাক গলাতেন তিনি।
কয়েক বছর আগে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা আবার বলেছিলেন, তিনি কাহো না প্যায়ার হ্যায় থেকে বেরিয়ে যাওয়াতে খুব খুশি হয়েছিলেন।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৯ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৯ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৯ ঘণ্টা আগে