বিনোদন ডেস্ক
বিনোদন জগতে পরিণীতির পা রাখা বেশ কিছুটা অপ্রত্যাশিতই বলা যায়। মাত্র ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন তিনি। ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিণীতি, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স ও অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেওয়ার পর চলে আসেন ভারতে। সেটা ২০০৯ সালের কথা। ভারতে এসে অবশ্য জড়িয়ে পড়েন সিনেমা–দুনিয়ার সঙ্গে। জনসংযোগ পরামর্শক হিসেবে যোগ দেন যশ রাজ ফিল্মসে।
ইংল্যান্ডে লেখাপড়া করাকালীনই রাঘব চাড্ডার সঙ্গে পরিচয় পরিণীতির। তখন লন্ডন স্কুল অব ইকোনমিকসে লেখাপড়া করতেন রাঘব। সেই সময়ের বন্ধুত্বই বছর খানিক আগে গড়ায় প্রেমে। ইমতিয়াজ আলি পরিচালিত ‘চমকিলা’ ছবিতে অভিনয় করেছেন পরিণীতি। পাঞ্জাবে ওই ছবির শুটিংয়ের সময় ছবির সেটে একাধিক বার গিয়েছিলেন রাঘব। সেখানেই প্রেম রাঘব ও পরিণীতির। প্রেমের বছর খানিকের মধ্যে গাঁটছড়া বাঁধছেন যুগল। তবে এর আগে কি প্রেমে পড়েননি অভিনেত্রী? মোটেই না! অভিনেতা থেকে পরিচালক, এমনকি সহকারী পরিচালকের সঙ্গেও প্রেমের গুঞ্জন রয়েছে নায়িকার।
অর্জুন কাপুর
অর্জুন কাপুরের সঙ্গেই বলিউডে নায়িকা হিসাবে অভিষেক হয় পরিণীতির। ২০১২ সালে যশরাজ ফিল্মসের ‘ইশকজাদে’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন অর্জুন ও পরিণীতি। সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল, ক্যামেরার সামনে তো বটেই—ক্যামেরার পেছনেও নাকি একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দুই অভিনেতা। তবে সেই জল্পনায় কখনো মুখ খোলেননি পরিণীত বা অর্জুন কেউই। এখন অবশ্য বেশ ভালো বন্ধু তাঁরা দু’জনে।
আদিত্য রায় কাপুর
২০১৪ সালে ‘দাওয়াত-এ-ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও পরিণীতি। বক্স অফিসে সিনেমাটি বেশি সুবিধা করতে না পারলেও বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল একে অপরের মনে নাকি জায়গা করে নিয়েছিলেন আদিত্য ও পরিণীতি। এমনকি, আদিত্যর কথাতেই নাকি শরীরচর্চায় বেশি করে মন দিয়েছিলেন নায়িকা।
মণীশ শর্মা
২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ হয় পরিণীতির। ওই সিনেমার পরিচালক ছিলেন মণীশ শর্মা। সিনেমাটি মুক্তির পরই গুঞ্জন ছড়িয়েছিল, সিনেমাটিতে কাজ করার সময় থেকেই নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল মণীশ ও পরিণীতির মধ্যে। পরে ২০১৩ সালে মণীশ পরিচালিত ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমাতেও অভিনয় করেছিলেন পরিণীতি। সেই সময় একাধিক বার মণীশ ও পরিণীতিকে একসঙ্গে দেখা গিয়েছিল বলিপাড়ার একাধিক পার্টিতে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো জনসমক্ষে মুখ খোলেননি তাঁদের কেউই।
সুশান্ত সিংহ রাজপুত
২০১৩ সালে মণীশের পরিচালনায় ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমায় সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জুটি বেঁধেছিলেন পরিণীতি। মণীশ ছাড়াও তখন অভিনেতা সুশান্তের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল পরিণীতির। যদিও নিজেদের সম্পর্ককে কখনো বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সংজ্ঞা দেননি সুশান্ত বা পরিণীতি, কেউই। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পরে অভিনেতাকে নিয়ে একাধিক বার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় স্মৃতিচারণ করেছিলেন পরিণীতি।
উদয় চোপড়া
যশরাজ ফিল্মসের হাত ধরে বলিউডে অভিষেক হয় পরিণীতির। সেই সূত্রে উদয় চোপড়ার সঙ্গে অভিনেত্রীর পরিচয় বহু দিনের। বলিউডে গুঞ্জন আছে দু’জনের সেই বন্ধুত্বই গড়িয়েছিল প্রেমের সম্পর্কে। একাধিকবার একসঙ্গে জনসমক্ষে ধরা দিলেও কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি পরিণীতি বা উদয় কেউই।
চরিত দেশাই
সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসাবে বলিউডের অন্যতম পরিচিত মুখ চরিত দেশাই। ‘তিন পাত্তি’, ‘আয়েশা’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘কি অ্যান্ড কা’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চরিতের সঙ্গে বেশ কয়েক বছর ধরে নাকি চুটিয়ে প্রেম করেছেন পরিণীতি। এমনকি, প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাঁকে।
বিনোদন জগতে পরিণীতির পা রাখা বেশ কিছুটা অপ্রত্যাশিতই বলা যায়। মাত্র ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন তিনি। ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিণীতি, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স ও অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেওয়ার পর চলে আসেন ভারতে। সেটা ২০০৯ সালের কথা। ভারতে এসে অবশ্য জড়িয়ে পড়েন সিনেমা–দুনিয়ার সঙ্গে। জনসংযোগ পরামর্শক হিসেবে যোগ দেন যশ রাজ ফিল্মসে।
ইংল্যান্ডে লেখাপড়া করাকালীনই রাঘব চাড্ডার সঙ্গে পরিচয় পরিণীতির। তখন লন্ডন স্কুল অব ইকোনমিকসে লেখাপড়া করতেন রাঘব। সেই সময়ের বন্ধুত্বই বছর খানিক আগে গড়ায় প্রেমে। ইমতিয়াজ আলি পরিচালিত ‘চমকিলা’ ছবিতে অভিনয় করেছেন পরিণীতি। পাঞ্জাবে ওই ছবির শুটিংয়ের সময় ছবির সেটে একাধিক বার গিয়েছিলেন রাঘব। সেখানেই প্রেম রাঘব ও পরিণীতির। প্রেমের বছর খানিকের মধ্যে গাঁটছড়া বাঁধছেন যুগল। তবে এর আগে কি প্রেমে পড়েননি অভিনেত্রী? মোটেই না! অভিনেতা থেকে পরিচালক, এমনকি সহকারী পরিচালকের সঙ্গেও প্রেমের গুঞ্জন রয়েছে নায়িকার।
অর্জুন কাপুর
অর্জুন কাপুরের সঙ্গেই বলিউডে নায়িকা হিসাবে অভিষেক হয় পরিণীতির। ২০১২ সালে যশরাজ ফিল্মসের ‘ইশকজাদে’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন অর্জুন ও পরিণীতি। সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল, ক্যামেরার সামনে তো বটেই—ক্যামেরার পেছনেও নাকি একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দুই অভিনেতা। তবে সেই জল্পনায় কখনো মুখ খোলেননি পরিণীত বা অর্জুন কেউই। এখন অবশ্য বেশ ভালো বন্ধু তাঁরা দু’জনে।
আদিত্য রায় কাপুর
২০১৪ সালে ‘দাওয়াত-এ-ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও পরিণীতি। বক্স অফিসে সিনেমাটি বেশি সুবিধা করতে না পারলেও বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল একে অপরের মনে নাকি জায়গা করে নিয়েছিলেন আদিত্য ও পরিণীতি। এমনকি, আদিত্যর কথাতেই নাকি শরীরচর্চায় বেশি করে মন দিয়েছিলেন নায়িকা।
মণীশ শর্মা
২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ হয় পরিণীতির। ওই সিনেমার পরিচালক ছিলেন মণীশ শর্মা। সিনেমাটি মুক্তির পরই গুঞ্জন ছড়িয়েছিল, সিনেমাটিতে কাজ করার সময় থেকেই নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল মণীশ ও পরিণীতির মধ্যে। পরে ২০১৩ সালে মণীশ পরিচালিত ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমাতেও অভিনয় করেছিলেন পরিণীতি। সেই সময় একাধিক বার মণীশ ও পরিণীতিকে একসঙ্গে দেখা গিয়েছিল বলিপাড়ার একাধিক পার্টিতে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো জনসমক্ষে মুখ খোলেননি তাঁদের কেউই।
সুশান্ত সিংহ রাজপুত
২০১৩ সালে মণীশের পরিচালনায় ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমায় সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জুটি বেঁধেছিলেন পরিণীতি। মণীশ ছাড়াও তখন অভিনেতা সুশান্তের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল পরিণীতির। যদিও নিজেদের সম্পর্ককে কখনো বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সংজ্ঞা দেননি সুশান্ত বা পরিণীতি, কেউই। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পরে অভিনেতাকে নিয়ে একাধিক বার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় স্মৃতিচারণ করেছিলেন পরিণীতি।
উদয় চোপড়া
যশরাজ ফিল্মসের হাত ধরে বলিউডে অভিষেক হয় পরিণীতির। সেই সূত্রে উদয় চোপড়ার সঙ্গে অভিনেত্রীর পরিচয় বহু দিনের। বলিউডে গুঞ্জন আছে দু’জনের সেই বন্ধুত্বই গড়িয়েছিল প্রেমের সম্পর্কে। একাধিকবার একসঙ্গে জনসমক্ষে ধরা দিলেও কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি পরিণীতি বা উদয় কেউই।
চরিত দেশাই
সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসাবে বলিউডের অন্যতম পরিচিত মুখ চরিত দেশাই। ‘তিন পাত্তি’, ‘আয়েশা’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘কি অ্যান্ড কা’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চরিতের সঙ্গে বেশ কয়েক বছর ধরে নাকি চুটিয়ে প্রেম করেছেন পরিণীতি। এমনকি, প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাঁকে।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে