মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে ইতিউতি ঘুরছেন তিনি। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ের সেই অস্থির মুহূর্তও সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। তাঁর পরনে ছিল আনারকলি সালোয়ার কামিজ়। এলোমেলো চুল। নামতে নামতে বলছেন, ‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’ তার পরে রেকর্ডিং স্টুডিওর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’ সে সময় সাংবাদিকরা সাইফ-কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন।
কিছুদিন আগে নিজের দেহরক্ষীকে বকাঝকা করেছিলেন সারা। এক ফটো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নিজের দেহরক্ষীকে ধমকেছিলেন নবাব কন্যা। তা ছাড়া সারার সুনাম রয়েছে তাঁর নম্র স্বভাবের জন্য।
নিজের ফ্যানদের কখনও নিরাশ করেন না সারা। বরং, বলা যায় তাঁদের মাথায় করে রাখেন। কখনো কেউ সেলফি তুললে আসলেও সারা চেষ্টা করেন হাসিমুখে তার সঙ্গ দেওয়ার। সেই আচরণের আভাস ফের পাওয়া যায়। ফ্যান নয়, এক ফটোসাংবাদিকের হয়ে সেদিন কথা বলেন সারা। খুব ধমক দেন তাঁর দেহরক্ষীদের।
মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারে গিয়েছিলেন সারা। ছবির ‘চকাচক’ গানের প্রচার অনুষ্ঠানে সারার ছবি তুলতে ব্যস্ত হয় ফটো সাংবাদিকরা। তাঁদের একজনকে ঠেলা দিয়েছিলেন সারার দেহরক্ষী। যেই না তাঁর নজরে আসে এই ঘটনা, তেলেবেগুনে জ্বলে ওঠেন সারা।
মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে ইতিউতি ঘুরছেন তিনি। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ের সেই অস্থির মুহূর্তও সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। তাঁর পরনে ছিল আনারকলি সালোয়ার কামিজ়। এলোমেলো চুল। নামতে নামতে বলছেন, ‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’ তার পরে রেকর্ডিং স্টুডিওর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’ সে সময় সাংবাদিকরা সাইফ-কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন।
কিছুদিন আগে নিজের দেহরক্ষীকে বকাঝকা করেছিলেন সারা। এক ফটো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নিজের দেহরক্ষীকে ধমকেছিলেন নবাব কন্যা। তা ছাড়া সারার সুনাম রয়েছে তাঁর নম্র স্বভাবের জন্য।
নিজের ফ্যানদের কখনও নিরাশ করেন না সারা। বরং, বলা যায় তাঁদের মাথায় করে রাখেন। কখনো কেউ সেলফি তুললে আসলেও সারা চেষ্টা করেন হাসিমুখে তার সঙ্গ দেওয়ার। সেই আচরণের আভাস ফের পাওয়া যায়। ফ্যান নয়, এক ফটোসাংবাদিকের হয়ে সেদিন কথা বলেন সারা। খুব ধমক দেন তাঁর দেহরক্ষীদের।
মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারে গিয়েছিলেন সারা। ছবির ‘চকাচক’ গানের প্রচার অনুষ্ঠানে সারার ছবি তুলতে ব্যস্ত হয় ফটো সাংবাদিকরা। তাঁদের একজনকে ঠেলা দিয়েছিলেন সারার দেহরক্ষী। যেই না তাঁর নজরে আসে এই ঘটনা, তেলেবেগুনে জ্বলে ওঠেন সারা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৪ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৮ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৯ ঘণ্টা আগে