Ajker Patrika

সাংবাদিকদের প্রতি বিরক্ত সারা

সাংবাদিকদের প্রতি বিরক্ত সারা

মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে ইতিউতি ঘুরছেন তিনি। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ের সেই অস্থির মুহূর্তও সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। তাঁর পরনে ছিল আনারকলি সালোয়ার কামিজ়। এলোমেলো চুল। নামতে নামতে বলছেন, ‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’ তার পরে রেকর্ডিং স্টুডিওর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’ সে সময় সাংবাদিকরা সাইফ-কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন।

কিছুদিন আগে নিজের দেহরক্ষীকে বকাঝকা করেছিলেন সারা। এক ফটো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নিজের দেহরক্ষীকে ধমকেছিলেন নবাব কন্যা। তা ছাড়া সারার সুনাম রয়েছে তাঁর নম্র স্বভাবের জন্য।

সারা আলী খাননিজের ফ্যানদের কখনও নিরাশ করেন না সারা। বরং, বলা যায় তাঁদের মাথায় করে রাখেন। কখনো কেউ সেলফি তুললে আসলেও সারা চেষ্টা করেন হাসিমুখে তার সঙ্গ দেওয়ার। সেই আচরণের আভাস ফের পাওয়া যায়। ফ্যান নয়, এক ফটোসাংবাদিকের হয়ে সেদিন কথা বলেন সারা। খুব ধমক দেন তাঁর দেহরক্ষীদের।

মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারে গিয়েছিলেন সারা। ছবির ‘চকাচক’ গানের প্রচার অনুষ্ঠানে সারার ছবি তুলতে ব্যস্ত হয় ফটো সাংবাদিকরা। তাঁদের একজনকে ঠেলা দিয়েছিলেন সারার দেহরক্ষী। যেই না তাঁর নজরে আসে এই ঘটনা, তেলেবেগুনে জ্বলে ওঠেন সারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত