মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে ইতিউতি ঘুরছেন তিনি। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ের সেই অস্থির মুহূর্তও সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। তাঁর পরনে ছিল আনারকলি সালোয়ার কামিজ়। এলোমেলো চুল। নামতে নামতে বলছেন, ‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’ তার পরে রেকর্ডিং স্টুডিওর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’ সে সময় সাংবাদিকরা সাইফ-কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন।
কিছুদিন আগে নিজের দেহরক্ষীকে বকাঝকা করেছিলেন সারা। এক ফটো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নিজের দেহরক্ষীকে ধমকেছিলেন নবাব কন্যা। তা ছাড়া সারার সুনাম রয়েছে তাঁর নম্র স্বভাবের জন্য।
নিজের ফ্যানদের কখনও নিরাশ করেন না সারা। বরং, বলা যায় তাঁদের মাথায় করে রাখেন। কখনো কেউ সেলফি তুললে আসলেও সারা চেষ্টা করেন হাসিমুখে তার সঙ্গ দেওয়ার। সেই আচরণের আভাস ফের পাওয়া যায়। ফ্যান নয়, এক ফটোসাংবাদিকের হয়ে সেদিন কথা বলেন সারা। খুব ধমক দেন তাঁর দেহরক্ষীদের।
মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারে গিয়েছিলেন সারা। ছবির ‘চকাচক’ গানের প্রচার অনুষ্ঠানে সারার ছবি তুলতে ব্যস্ত হয় ফটো সাংবাদিকরা। তাঁদের একজনকে ঠেলা দিয়েছিলেন সারার দেহরক্ষী। যেই না তাঁর নজরে আসে এই ঘটনা, তেলেবেগুনে জ্বলে ওঠেন সারা।
মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে ইতিউতি ঘুরছেন তিনি। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ের সেই অস্থির মুহূর্তও সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। তাঁর পরনে ছিল আনারকলি সালোয়ার কামিজ়। এলোমেলো চুল। নামতে নামতে বলছেন, ‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’ তার পরে রেকর্ডিং স্টুডিওর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’ সে সময় সাংবাদিকরা সাইফ-কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন।
কিছুদিন আগে নিজের দেহরক্ষীকে বকাঝকা করেছিলেন সারা। এক ফটো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য নিজের দেহরক্ষীকে ধমকেছিলেন নবাব কন্যা। তা ছাড়া সারার সুনাম রয়েছে তাঁর নম্র স্বভাবের জন্য।
নিজের ফ্যানদের কখনও নিরাশ করেন না সারা। বরং, বলা যায় তাঁদের মাথায় করে রাখেন। কখনো কেউ সেলফি তুললে আসলেও সারা চেষ্টা করেন হাসিমুখে তার সঙ্গ দেওয়ার। সেই আচরণের আভাস ফের পাওয়া যায়। ফ্যান নয়, এক ফটোসাংবাদিকের হয়ে সেদিন কথা বলেন সারা। খুব ধমক দেন তাঁর দেহরক্ষীদের।
মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারে গিয়েছিলেন সারা। ছবির ‘চকাচক’ গানের প্রচার অনুষ্ঠানে সারার ছবি তুলতে ব্যস্ত হয় ফটো সাংবাদিকরা। তাঁদের একজনকে ঠেলা দিয়েছিলেন সারার দেহরক্ষী। যেই না তাঁর নজরে আসে এই ঘটনা, তেলেবেগুনে জ্বলে ওঠেন সারা।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে