বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিভিন্ন চ্যাট শো—আমিরের দেখা পাওয়া যায় না। ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শোতে সব তারকাকে দেখা গেলেও আমিরের দেখা মেলেনি। এই শোতে আমির খান কোনো দিন আসবেন কি না, তা নিয়ে সঞ্চালকের মনে সংশয় ছিল। কিন্তু প্রথমবার এসে আমির এমন সব কথা বলেছেন যে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
গতকাল প্রকাশ পেয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে আমির খানের পর্বটির প্রমো, যেখানে আমিরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বলিউডের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন উঠে এসেছে। আর আমিরকেও দেখা গেছে সব প্রশ্নের উত্তর দিতে। সেই সব নিয়ে চলছে আলোচনা।
অনুষ্ঠানে আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘কেন তিনি বলিউডের কোনো অ্যাওয়ার্ড শোতে যান না?’ এতে আমিরের উত্তর, ‘সময়ের দাম আছে। তাই ঠিক কাজে সময় ব্যয় করা উচিত।’
বলিউডের অধিকাংশ অ্যাওয়ার্ড শো অর্গানিক নয়—এমন চর্চা চলছে বহু বছর ধরে। তার মধ্যে আমিরের মতো সুপারস্টারের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।
অনুষ্ঠানে আমিরের তৃতীয় বিয়ে সম্পর্কেও জানতে চান কপিল। প্রশ্নটি হেসে উড়িয়ে দেন আমির।
অনুষ্ঠানে আমির এটাও খোলসা করেছেন, বাচ্চারা তাঁর কোনো কথা শোনে না। যেমন এই শোতে সুপারস্টার আসতে চেয়েছিলেন শর্টস পরে। শেষ পর্যন্ত ছেলের পরামর্শে তিনি নাকি ডেনিম পরেছেন বলেই জানান। এ কথায় অনুষ্ঠানের সবাই একসঙ্গে হেসে দেন।
আমিরের কিছু ছবি বক্স অফিসে ভালো ফল করেনি—এমন প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গে সঙ্গে আমির বলেছেন, ‘হ্যাঁ, আমার শেষ দু-দুটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি।’
উল্লেখ, সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথির আসনে থাকবেন আমির খান। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে পর্বটি প্রচার করে হবে।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিভিন্ন চ্যাট শো—আমিরের দেখা পাওয়া যায় না। ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শোতে সব তারকাকে দেখা গেলেও আমিরের দেখা মেলেনি। এই শোতে আমির খান কোনো দিন আসবেন কি না, তা নিয়ে সঞ্চালকের মনে সংশয় ছিল। কিন্তু প্রথমবার এসে আমির এমন সব কথা বলেছেন যে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
গতকাল প্রকাশ পেয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে আমির খানের পর্বটির প্রমো, যেখানে আমিরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বলিউডের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন উঠে এসেছে। আর আমিরকেও দেখা গেছে সব প্রশ্নের উত্তর দিতে। সেই সব নিয়ে চলছে আলোচনা।
অনুষ্ঠানে আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘কেন তিনি বলিউডের কোনো অ্যাওয়ার্ড শোতে যান না?’ এতে আমিরের উত্তর, ‘সময়ের দাম আছে। তাই ঠিক কাজে সময় ব্যয় করা উচিত।’
বলিউডের অধিকাংশ অ্যাওয়ার্ড শো অর্গানিক নয়—এমন চর্চা চলছে বহু বছর ধরে। তার মধ্যে আমিরের মতো সুপারস্টারের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।
অনুষ্ঠানে আমিরের তৃতীয় বিয়ে সম্পর্কেও জানতে চান কপিল। প্রশ্নটি হেসে উড়িয়ে দেন আমির।
অনুষ্ঠানে আমির এটাও খোলসা করেছেন, বাচ্চারা তাঁর কোনো কথা শোনে না। যেমন এই শোতে সুপারস্টার আসতে চেয়েছিলেন শর্টস পরে। শেষ পর্যন্ত ছেলের পরামর্শে তিনি নাকি ডেনিম পরেছেন বলেই জানান। এ কথায় অনুষ্ঠানের সবাই একসঙ্গে হেসে দেন।
আমিরের কিছু ছবি বক্স অফিসে ভালো ফল করেনি—এমন প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গে সঙ্গে আমির বলেছেন, ‘হ্যাঁ, আমার শেষ দু-দুটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি।’
উল্লেখ, সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথির আসনে থাকবেন আমির খান। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে পর্বটি প্রচার করে হবে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে