গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওল আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর ২’। দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। মুক্তির আগেই ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে পৌঁছেছিল।
সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে যায় ‘গদর ২ ’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় প্রমাণ দিল কেন সিনেমাটিকে নিয়ে এই উন্মাদনা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুক্তির প্রথম দিনে গতকাল শুক্রবার ভারতে ৪০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৬০.৮১ শতাংশ দখলে ছিল এই সিনেমার। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের মতে সিনেমাটির আয় প্রথম সপ্তাহান্তে শতকোটি রুপি অতিক্রম করবে।
সিনেমাটি পর্দায় দেখতে দর্শক বেশ উদ্গ্রীব, তার আঁচ মিলেছিল এর অ্যাডভান্স টিকিট বুকিংয়ে। ‘গদর ২’ মাল্টিপ্লেক্সগুলোতে প্রথম দিনে ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি করে। যার মধ্যে পিভিআর (৪৫,২০০), আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)– এর বেশি টিকিট বিক্রি করে শুধু প্রথম দিনেই।’
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওল আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর ২’। দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। মুক্তির আগেই ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে পৌঁছেছিল।
সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে যায় ‘গদর ২ ’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় প্রমাণ দিল কেন সিনেমাটিকে নিয়ে এই উন্মাদনা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুক্তির প্রথম দিনে গতকাল শুক্রবার ভারতে ৪০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৬০.৮১ শতাংশ দখলে ছিল এই সিনেমার। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের মতে সিনেমাটির আয় প্রথম সপ্তাহান্তে শতকোটি রুপি অতিক্রম করবে।
সিনেমাটি পর্দায় দেখতে দর্শক বেশ উদ্গ্রীব, তার আঁচ মিলেছিল এর অ্যাডভান্স টিকিট বুকিংয়ে। ‘গদর ২’ মাল্টিপ্লেক্সগুলোতে প্রথম দিনে ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি করে। যার মধ্যে পিভিআর (৪৫,২০০), আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)– এর বেশি টিকিট বিক্রি করে শুধু প্রথম দিনেই।’
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে