বিনোদন ডেস্ক
ছোটবেলা থেকে হৃতিক রোশন বেশ মেধাবী ছিলেন। তবে একটি সমস্যা তাঁকে ভুগিয়েছে অনেক। স্পষ্ট কথা বলতে পারতেন না। ছিল তোতলামির সমস্যা। অন্তর্মুখী চরিত্রের হৃতিককে আরও চুপসে দিয়েছিল সমস্যাটি। স্কুলে সারাক্ষণ হয়রানির শিকার হতে হতো হৃতিককে। বন্ধুরা তাঁকে ভ্যাঙাত, হেয় করত।
গত মাসে এক সাক্ষাৎকারে বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন হৃতিকের বাবা প্রযোজক ও পরিচালক রাকেশ রোশন। জানান, ছোটবেলা থেকে বেশ বুদ্ধিমান হৃতিক। অনেক কিছু বলতে চাইত, তবে তোতলামির কারণে নিজেকে প্রকাশ করতে পারত না। তার এ সমস্যার কারণে আমাদের সবার অনেক কষ্ট হতো। পরবর্তী সময়ে নিজের অক্লান্ত প্রচেষ্টায় সে সমস্যা কাটিয়ে ওঠে হৃতিক।
কীভাবে? পিঙ্কভিলাকে সম্প্রতি সেটা জানিয়েছেন হৃতিকের বোন সুনয়না রোশন। তিনি বলেন, ‘তোতলামির সমস্যা নিয়ে ছোটবেলায় হৃতিক অনেক ভুগেছে। আমার মনে আছে, সে প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠে স্পিচ ক্লাস করত। এক ঘণ্টা করে ইংরেজি, উর্দু ও হিন্দি সংবাদপত্র পড়ত। এভাবে ধীরে ধীরে এ সমস্যা কাটিয়ে ওঠে সে।’
সুনয়না আরও জানান, শুধু হৃতিকের সময়ে নয়, নিজের অসুস্থতার সময়েও পরিবারের সবার সহযোগিতা পেয়েছেন তিনি। সুনয়না বলেন, ‘অনেকে শুধু সুখের সময়টা একসঙ্গে উপভোগ করে। কিন্তু আমাদের পরিবারে দেখেছি, প্রত্যেকের অসুস্থতায় একে অপরের পাশে থেকেছে সারাক্ষণ, সাহস জুগিয়েছে। যে কারণে আমরা ওই সমস্যাগুলো থেকে দ্রুত বেরিয়ে আসতে পেরেছি।’
দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে অভিনেতা হিসেবে পর্দায় থাকার পর হৃতিক রোশন এবার ক্যামেরার পেছনে। এত দিন ‘কৃষ’ সিরিজের সিনেমাগুলো পরিচালনা করতেন রাকেশ রোশন, ‘কৃষ ফোর’ থেকে এ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হৃতিক। কৃষ ফোরে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করবেন তিনি। এ সিদ্ধান্ত নেওয়ার সময়ও তাঁর পরিবারে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছিল।
সুনয়না বলেন, ‘একদিন বাবা আমাকে জানালেন, তিনি কৃষ ফোরের ঘোষণা দিচ্ছেন। আমি শুভকামনা জানাতেই বললেন, তোমার ভাই এটা পরিচালনা করবে। শুনে আমি আনন্দে কেঁদে ফেলি। আমার বাবাও কাঁদতে থাকেন। এর মাধ্যমে বাবার পরম্পরা এগিয়ে নিচ্ছে হৃতিক। আমার বিশ্বাস, সে ভালো পরিচালনা করবে। কারণ, যখন সে সহকারী পরিচালক ছিল, তখনো বাবাকে অনেক দৃশ্য পরিবর্তন-পরিমার্জনের ব্যাপারে ভালো পরামর্শ দিত।’
ছোটবেলা থেকে হৃতিক রোশন বেশ মেধাবী ছিলেন। তবে একটি সমস্যা তাঁকে ভুগিয়েছে অনেক। স্পষ্ট কথা বলতে পারতেন না। ছিল তোতলামির সমস্যা। অন্তর্মুখী চরিত্রের হৃতিককে আরও চুপসে দিয়েছিল সমস্যাটি। স্কুলে সারাক্ষণ হয়রানির শিকার হতে হতো হৃতিককে। বন্ধুরা তাঁকে ভ্যাঙাত, হেয় করত।
গত মাসে এক সাক্ষাৎকারে বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন হৃতিকের বাবা প্রযোজক ও পরিচালক রাকেশ রোশন। জানান, ছোটবেলা থেকে বেশ বুদ্ধিমান হৃতিক। অনেক কিছু বলতে চাইত, তবে তোতলামির কারণে নিজেকে প্রকাশ করতে পারত না। তার এ সমস্যার কারণে আমাদের সবার অনেক কষ্ট হতো। পরবর্তী সময়ে নিজের অক্লান্ত প্রচেষ্টায় সে সমস্যা কাটিয়ে ওঠে হৃতিক।
কীভাবে? পিঙ্কভিলাকে সম্প্রতি সেটা জানিয়েছেন হৃতিকের বোন সুনয়না রোশন। তিনি বলেন, ‘তোতলামির সমস্যা নিয়ে ছোটবেলায় হৃতিক অনেক ভুগেছে। আমার মনে আছে, সে প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠে স্পিচ ক্লাস করত। এক ঘণ্টা করে ইংরেজি, উর্দু ও হিন্দি সংবাদপত্র পড়ত। এভাবে ধীরে ধীরে এ সমস্যা কাটিয়ে ওঠে সে।’
সুনয়না আরও জানান, শুধু হৃতিকের সময়ে নয়, নিজের অসুস্থতার সময়েও পরিবারের সবার সহযোগিতা পেয়েছেন তিনি। সুনয়না বলেন, ‘অনেকে শুধু সুখের সময়টা একসঙ্গে উপভোগ করে। কিন্তু আমাদের পরিবারে দেখেছি, প্রত্যেকের অসুস্থতায় একে অপরের পাশে থেকেছে সারাক্ষণ, সাহস জুগিয়েছে। যে কারণে আমরা ওই সমস্যাগুলো থেকে দ্রুত বেরিয়ে আসতে পেরেছি।’
দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে অভিনেতা হিসেবে পর্দায় থাকার পর হৃতিক রোশন এবার ক্যামেরার পেছনে। এত দিন ‘কৃষ’ সিরিজের সিনেমাগুলো পরিচালনা করতেন রাকেশ রোশন, ‘কৃষ ফোর’ থেকে এ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হৃতিক। কৃষ ফোরে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করবেন তিনি। এ সিদ্ধান্ত নেওয়ার সময়ও তাঁর পরিবারে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছিল।
সুনয়না বলেন, ‘একদিন বাবা আমাকে জানালেন, তিনি কৃষ ফোরের ঘোষণা দিচ্ছেন। আমি শুভকামনা জানাতেই বললেন, তোমার ভাই এটা পরিচালনা করবে। শুনে আমি আনন্দে কেঁদে ফেলি। আমার বাবাও কাঁদতে থাকেন। এর মাধ্যমে বাবার পরম্পরা এগিয়ে নিচ্ছে হৃতিক। আমার বিশ্বাস, সে ভালো পরিচালনা করবে। কারণ, যখন সে সহকারী পরিচালক ছিল, তখনো বাবাকে অনেক দৃশ্য পরিবর্তন-পরিমার্জনের ব্যাপারে ভালো পরামর্শ দিত।’
চন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
২ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৫ ঘণ্টা আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে