Ajker Patrika

তিন খানকে টেক্কা, আইএমডিবির ভারতীয় তারকার তালিকার শীর্ষে দীপিকা

আপডেট : ৩০ মে ২০২৪, ১২: ৩০
তিন খানকে টেক্কা, আইএমডিবির ভারতীয় তারকার তালিকার শীর্ষে দীপিকা

২০১৪ থেকে ২০২৪, এক দশক। এই সময়ে ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে? এর ওপর ভিত্তি করে ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এই তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

তালিকার ২ নম্বরে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৩ নম্বরে ঐশ্বরিয়া রাই, ৪ নম্বরে আলিয়া ভাট আর ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। আমির খানের অবস্থান তালিকার ৬ নম্বরে।

৭ নম্বরের নামটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে বেশ আলোচনা। ৭-এ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম দেখে তাঁর অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে স্মরণ করছেন প্রয়াত অভিনেতাকে।

তালিকার ৮ নম্বরে জায়গা পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ৯ নম্বরে আছেন হৃতিক রোশন, ১০ নম্বরে অক্ষয় কুমার।

প্রথম পাঁচে বলিউডের তিন নায়িকা জায়গা করে নেওয়ার কারণে নায়িকাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বলিউড আর দক্ষিণ ভারতের সিনেমার তাবড় নায়কদের টেক্কা দিয়েছেন এই তিন নায়িকা।’

আইএমডিবির ভারতীয় তারকার তালিকার শীর্ষ দশে আছেন যাঁরা। ছবি: সংগৃহীতদক্ষিণ ভারতের নায়ক প্রভাস, রাম চরণ বা আল্লু অর্জুন জায়গা করতে পারেননি প্রথম বিশে। সামান্থা রুথ প্রভু আছেন ১৩ নম্বরে। বলিউডের অমিতাভ বচ্চন আছেন ১২ নম্বরে। রণবীর কাপুর তালিকায় আছেন ১৩ নম্বরে। রণবীর সিং আর অজয় দেবগণ জায়গা পেয়েছেন ১৯ আর ২০ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত