২০১৪ থেকে ২০২৪, এক দশক। এই সময়ে ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে? এর ওপর ভিত্তি করে ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এই তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তালিকার ২ নম্বরে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৩ নম্বরে ঐশ্বরিয়া রাই, ৪ নম্বরে আলিয়া ভাট আর ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। আমির খানের অবস্থান তালিকার ৬ নম্বরে।
৭ নম্বরের নামটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে বেশ আলোচনা। ৭-এ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম দেখে তাঁর অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে স্মরণ করছেন প্রয়াত অভিনেতাকে।
তালিকার ৮ নম্বরে জায়গা পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ৯ নম্বরে আছেন হৃতিক রোশন, ১০ নম্বরে অক্ষয় কুমার।
প্রথম পাঁচে বলিউডের তিন নায়িকা জায়গা করে নেওয়ার কারণে নায়িকাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বলিউড আর দক্ষিণ ভারতের সিনেমার তাবড় নায়কদের টেক্কা দিয়েছেন এই তিন নায়িকা।’
দক্ষিণ ভারতের নায়ক প্রভাস, রাম চরণ বা আল্লু অর্জুন জায়গা করতে পারেননি প্রথম বিশে। সামান্থা রুথ প্রভু আছেন ১৩ নম্বরে। বলিউডের অমিতাভ বচ্চন আছেন ১২ নম্বরে। রণবীর কাপুর তালিকায় আছেন ১৩ নম্বরে। রণবীর সিং আর অজয় দেবগণ জায়গা পেয়েছেন ১৯ আর ২০ নম্বরে।
২০১৪ থেকে ২০২৪, এক দশক। এই সময়ে ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে? এর ওপর ভিত্তি করে ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এই তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তালিকার ২ নম্বরে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৩ নম্বরে ঐশ্বরিয়া রাই, ৪ নম্বরে আলিয়া ভাট আর ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। আমির খানের অবস্থান তালিকার ৬ নম্বরে।
৭ নম্বরের নামটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে বেশ আলোচনা। ৭-এ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম দেখে তাঁর অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে স্মরণ করছেন প্রয়াত অভিনেতাকে।
তালিকার ৮ নম্বরে জায়গা পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ৯ নম্বরে আছেন হৃতিক রোশন, ১০ নম্বরে অক্ষয় কুমার।
প্রথম পাঁচে বলিউডের তিন নায়িকা জায়গা করে নেওয়ার কারণে নায়িকাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বলিউড আর দক্ষিণ ভারতের সিনেমার তাবড় নায়কদের টেক্কা দিয়েছেন এই তিন নায়িকা।’
দক্ষিণ ভারতের নায়ক প্রভাস, রাম চরণ বা আল্লু অর্জুন জায়গা করতে পারেননি প্রথম বিশে। সামান্থা রুথ প্রভু আছেন ১৩ নম্বরে। বলিউডের অমিতাভ বচ্চন আছেন ১২ নম্বরে। রণবীর কাপুর তালিকায় আছেন ১৩ নম্বরে। রণবীর সিং আর অজয় দেবগণ জায়গা পেয়েছেন ১৯ আর ২০ নম্বরে।
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৬ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৮ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
১২ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
১২ ঘণ্টা আগে