তারকাদের সন্তানদের মধ্যে বাবা কিংবা মায়ের প্রভাব, হাবভাব থাকাটা স্বাভাবিক বিষয়। হলিউড থেকে ঢালিউডে তারকার সন্তান তারকা বনে যাওয়াও বহুল চর্চিত। কিন্তু শিশু বয়সেই ক্যামেরার প্রতি আকর্ষণ ও পোজ দেওয়াতে মাহির হয়ে উঠেছে বলিউড তারকা জুটি রণবীর-আলিয়ার দুই বছরের মেয়ে রাহা। এ কারণে পাপারাজ্জিদেরও ভীষণ পছন্দের সে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকতে আবারও দেখা গেছে ছোট্ট রাহার ক্যামেরার প্রতি তীব্র আকর্ষণ।
ভিডিওতে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে ছোট্ট রাহা। নববর্ষ উদ্যাপনের জন্য বেড়াতে যাচ্ছেন তাঁরা। আর সেখানেই ফের সকলের নজর কেড়েছেন রাহা। তাকে নাম ধরে ডাকতেই একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। শুধু তাই নয়, ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেছে তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তাঁরাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্যামেরার সামনে এমন পোজ় এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদ্যাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গিয়েছিল তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মন হয়েছিল রাহা ভয় পাবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।
৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহার। তবে দীর্ঘদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা। কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। কেউ কেউ বলছে, দাদু ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে সে। তবে যতবারই ক্যামেরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।
তারকাদের সন্তানদের মধ্যে বাবা কিংবা মায়ের প্রভাব, হাবভাব থাকাটা স্বাভাবিক বিষয়। হলিউড থেকে ঢালিউডে তারকার সন্তান তারকা বনে যাওয়াও বহুল চর্চিত। কিন্তু শিশু বয়সেই ক্যামেরার প্রতি আকর্ষণ ও পোজ দেওয়াতে মাহির হয়ে উঠেছে বলিউড তারকা জুটি রণবীর-আলিয়ার দুই বছরের মেয়ে রাহা। এ কারণে পাপারাজ্জিদেরও ভীষণ পছন্দের সে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকতে আবারও দেখা গেছে ছোট্ট রাহার ক্যামেরার প্রতি তীব্র আকর্ষণ।
ভিডিওতে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে ছোট্ট রাহা। নববর্ষ উদ্যাপনের জন্য বেড়াতে যাচ্ছেন তাঁরা। আর সেখানেই ফের সকলের নজর কেড়েছেন রাহা। তাকে নাম ধরে ডাকতেই একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। শুধু তাই নয়, ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেছে তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তাঁরাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্যামেরার সামনে এমন পোজ় এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদ্যাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গিয়েছিল তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মন হয়েছিল রাহা ভয় পাবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।
৬ নভেম্বর ২০২২-এ জন্ম হয় রাহার। তবে দীর্ঘদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা। কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। কেউ কেউ বলছে, দাদু ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে সে। তবে যতবারই ক্যামেরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।
চন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১১ মিনিট আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৪ ঘণ্টা আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে