Ajker Patrika

যে কারণে পিছিয়ে গেল রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমার মুক্তি

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ৩৮
যে কারণে পিছিয়ে গেল রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমার মুক্তি

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে না সিনেমাটি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১ ডিসেম্বর। ফলে রাফ অ্যান্ড টাফ লুকে রণবীরকে দেখার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

সিনেমাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিএফএক্সের আরও কিছু কাজ বাকি রয়েছে। তাই এখনই মুক্তি পাবে না এটি। প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির মাধ্যমে পরিচালক বিশ্বমানের ভিএফএক্স উপহার দিতে চান দর্শকদের। আর সেটার জন্যই কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না তিনি। তাই আগস্টে কোনোভাবেই এই ছবি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণেই ছবিটি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরে।

১ ডিসেম্বরকে এই সিনেমার নতুন মুক্তির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ঠিক তিন সপ্তাহ আগেই মুক্তি পাবে ‘টাইগার ৩’। ফলে আশা করা হচ্ছে বক্স অফিসে প্রভাব ফেলতে বিশেষ অসুবিধা হবে না রণবীরের ছবির। একই সঙ্গে বড়দিনে মুক্তি পাবে শাহরুখ ও রাজকুমার হিরানির ‘ডানকি’। তার মানে, ব্যবসা করার জন্য দুই দিকেই ভালো সময় পেয়ে যাবে এই ছবি।

কয়েক বছরের ব্যর্থতার পর সাফল্যে ফিরেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। গত বছরের শেষের দিকে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান–শিবা’ ও চলতি বছরের প্রথম দিকে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার মাধ্যমে ফের নিজেকে ফিরে পেয়েছেন রণবীর। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ‘অ্যানিমেল’ ছবির পোস্টার। মাথায় লম্বা চুল, মুখভর্তি দাড়ি-গোঁফ, ঠোঁটে সিগারেট, রক্তমাখা রণবীর। রক্তমাখা হাতেই দিচ্ছেন সিগারেটে আগুন। সঙ্গে রয়েছে রক্তমাখা কুড়াল। রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুকে এমন রূপে দেখা গিয়েছিল তাঁকে।

এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও ববি দেওল। যদিও সিনেমাটিতে পরিণীতি চোপড়ার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে সরে আসেন তিনি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার এই সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত