Ajker Patrika

আজ থেকে ঢাকায় ‘নো টাইম টু ডাই’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ থেকে ঢাকায় ‘নো টাইম টু ডাই’

আজ থেকে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের পর্দায় মুক্তি পাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’। একই সঙ্গে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে ড্যানিয়েল ক্রেইগ অভিনীত শেষ জেমস বন্ড ছবি। দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে পরের বন্ড হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ সুন্দরী। নাম লাশানা লিঞ্চ।

‘নো টাইম টু ডাই’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত ছবি। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ইউনিভার্সাল পিকচার্সের এই ছবির গল্পে পুরোনো এক বন্ধু সহযোগিতা চাইতে যায় বন্ডের কাছে। বন্ধুর আহ্বানে সাহায্যের হাত বাড়িয়ে অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধারের অভিযানে নামে বন্ড। কিন্তু মিশনে বাধা হয়ে দাঁড়ায় রামি মালেক, যার কাছে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এ ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়ে যায়। ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে এবারের বন্ডকন্যা হয়েছেন আনা ডি আরমাস।

যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ছবির পর ‘নো টাইম টু ডাই’ ছবিটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত