চার বছরের অপেক্ষা শেষে বড় পর্দায় ফিরছেন বিদ্যা বালান। এবার গোয়েন্দা চরিত্রে দেখা মিলবে তাঁর। ‘নিয়ত’ শিরোনামে অন্নু মেনন পরিচালিত সিনেমায় হত্যা রহস্যের কিনারা করবেন সত্যসন্ধানী বিদ্যা। সর্বশেষ বড়পর্দায় ‘মিশন মঙ্গল’ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে তাঁর একাধিক সিনেমা মুক্তি পেলেও সেভাবে দাগ কাটতে পারেননি তিনি।
প্রকাশ পাওয়া ফার্স্ট লুক পোস্টারে সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামি রঙা ওভারকোটে দেখা মিলল বিদ্যা বালানের।
এর আগে ২০১৪ ‘ববি জাসুস’ সিনেমায়ও গোয়েন্দা চরিত্রে দেখা গেছে বিদ্যাকে। যদিও এটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। তবে এর বাইরেও পর্দায় একাধিকবার সত্য অনুসন্ধান করতে দেখা গেছে বিদ্যাকে। কখনো সুজয় ঘোষের ‘কাহানি’ আবার কখনো রিভু দাশ গুপ্তের ‘তিন’ ছবিতে।
‘নিয়ত’ সিনেমায় বিদ্যার পাশাপাশি অভিনয় করেছেন–রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতারা। পরিচালক অনু মেননের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈতা কালা এবং গির্বাণী ধ্যানী।
চার বছরের অপেক্ষা শেষে বড় পর্দায় ফিরছেন বিদ্যা বালান। এবার গোয়েন্দা চরিত্রে দেখা মিলবে তাঁর। ‘নিয়ত’ শিরোনামে অন্নু মেনন পরিচালিত সিনেমায় হত্যা রহস্যের কিনারা করবেন সত্যসন্ধানী বিদ্যা। সর্বশেষ বড়পর্দায় ‘মিশন মঙ্গল’ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে তাঁর একাধিক সিনেমা মুক্তি পেলেও সেভাবে দাগ কাটতে পারেননি তিনি।
প্রকাশ পাওয়া ফার্স্ট লুক পোস্টারে সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামি রঙা ওভারকোটে দেখা মিলল বিদ্যা বালানের।
এর আগে ২০১৪ ‘ববি জাসুস’ সিনেমায়ও গোয়েন্দা চরিত্রে দেখা গেছে বিদ্যাকে। যদিও এটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। তবে এর বাইরেও পর্দায় একাধিকবার সত্য অনুসন্ধান করতে দেখা গেছে বিদ্যাকে। কখনো সুজয় ঘোষের ‘কাহানি’ আবার কখনো রিভু দাশ গুপ্তের ‘তিন’ ছবিতে।
‘নিয়ত’ সিনেমায় বিদ্যার পাশাপাশি অভিনয় করেছেন–রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতারা। পরিচালক অনু মেননের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈতা কালা এবং গির্বাণী ধ্যানী।
পরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
১ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
৫ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
৫ ঘণ্টা আগেশুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
২০ ঘণ্টা আগে