বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে তথ্যপ্রমাণ প্রকাশ করার হুমকি দিয়েছেন কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের। রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছেন, তারকার বিরুদ্ধে একাধিক প্রমাণ আছে তাঁর কাছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় কারাগারে থাকা সুকেশ কারাগার থেকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, সমস্ত চ্যাট, স্ক্রিনশট এবং রেকর্ডিং প্রকাশ করে নিজের বক্তব্যের সত্যতা প্রমাণ করবেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজ দিল্লি পাটিয়ালা কোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে সুকেশ তাঁর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ না করতে পারেন। এরপরই নাম না উল্লেখ করে সুকেশ সাফ জানিয়ে দেন তিনি একটি নতুন চিঠিতে সব প্রকাশ করবেন। সুকেশের আইনজীবী অনন্ত মালিক ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন চিঠিটি জ্যাকুলিনের উদ্দেশ্যে লেখা হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সুকেশের দাবি তিনি সেই তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের রিচ বাড়াতে বিপুল অর্থ খরচ করেছেন, যাতে সেসময় তাঁর প্রতিদ্বন্দ্বী সহকর্মীকে টেক্কা দিতে পারেন তিনি। ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত এদিন তাঁর চিঠিতে লিখেছেন ‘পৃথিবীর সত্যটা জানা উচিত, বাস্তবটাও।’
সুকেশের হুমকি প্রকাশ্যে আসার পরই তিনি ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেনস্ শাখায় গিয়ে আবেদন জানান যে তাঁরা যেন সুকেশকে আর কোনও চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন। তাঁর মতে সুকেশের গত ১৫ অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর ছিল।
উল্লেখ্য, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে এই কেসে নাম জড়িয়েছিল জ্যাকুলিনেরও। এই মামলায় আগেই জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ও নোরা ফাতেহির নাম। দিল্লি পুলিশের ইকোনমিক উইং (ইওডব্লিউ) জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকুলিন ও নোরা ফাতেহিকে। বর্তমানে এই কেসের অন্যতম সাক্ষী জ্যাকুলিন।
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে তথ্যপ্রমাণ প্রকাশ করার হুমকি দিয়েছেন কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের। রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছেন, তারকার বিরুদ্ধে একাধিক প্রমাণ আছে তাঁর কাছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় কারাগারে থাকা সুকেশ কারাগার থেকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, সমস্ত চ্যাট, স্ক্রিনশট এবং রেকর্ডিং প্রকাশ করে নিজের বক্তব্যের সত্যতা প্রমাণ করবেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজ দিল্লি পাটিয়ালা কোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে সুকেশ তাঁর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ না করতে পারেন। এরপরই নাম না উল্লেখ করে সুকেশ সাফ জানিয়ে দেন তিনি একটি নতুন চিঠিতে সব প্রকাশ করবেন। সুকেশের আইনজীবী অনন্ত মালিক ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন চিঠিটি জ্যাকুলিনের উদ্দেশ্যে লেখা হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সুকেশের দাবি তিনি সেই তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের রিচ বাড়াতে বিপুল অর্থ খরচ করেছেন, যাতে সেসময় তাঁর প্রতিদ্বন্দ্বী সহকর্মীকে টেক্কা দিতে পারেন তিনি। ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত এদিন তাঁর চিঠিতে লিখেছেন ‘পৃথিবীর সত্যটা জানা উচিত, বাস্তবটাও।’
সুকেশের হুমকি প্রকাশ্যে আসার পরই তিনি ম্যান্ডলি জেলার সুপার দিল্লি পুলিশের ইকোনমিক অফেনস্ শাখায় গিয়ে আবেদন জানান যে তাঁরা যেন সুকেশকে আর কোনও চিঠি প্রকাশ করতে বা স্টেটমেন্ট দিতে না দেন। তাঁর মতে সুকেশের গত ১৫ অক্টোবর লেখা চিঠির বয়ান অত্যন্ত আপত্তিকর ছিল।
উল্লেখ্য, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে এই কেসে নাম জড়িয়েছিল জ্যাকুলিনেরও। এই মামলায় আগেই জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ও নোরা ফাতেহির নাম। দিল্লি পুলিশের ইকোনমিক উইং (ইওডব্লিউ) জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকুলিন ও নোরা ফাতেহিকে। বর্তমানে এই কেসের অন্যতম সাক্ষী জ্যাকুলিন।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৯ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৯ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৯ ঘণ্টা আগে