Ajker Patrika

তারকার পছন্দ

বিদ্যা বালানের পছন্দের শো ও সিরিজ

বিনোদন ডেস্ক
বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম
বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ইদানীং কমেডি সিনেমা-সিরিজ বেশি দেখছেন। দুটি সিরিজ ও একটি শো সাজেস্ট করলেন দর্শকদের জন্য। অভিনেত্রীর আশা, এগুলো দেখে তাঁর মতো অন্যদেরও মন ভালো হয়ে যাবে।

love-on-the-spectrum

লাভ অন দ্য স্পেকট্রাম

অটিজমে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এই রিয়েলিটি শো। তাদের ভালোবাসার অনুভূতি, সঙ্গী খোঁজা, প্রেমে পড়া, দাম্পত্য—সব গল্প উঠে এসেছে এতে। লাভ অন দ্য স্পেকট্রাম প্রথম নির্মিত হয় অস্ট্রেলিয়ায়। প্রচারিত হয় এবিসি চ্যানেলে ২০১৯ সালে। পরে ২০২২ সাল থেকে এর আমেরিকান সংস্করণ তৈরি করতে শুরু করে নেটফ্লিক্স। এ পর্যন্ত প্রচারিত হয়েছে তিনটি সিজন। গত মে মাসে প্ল্যাটফর্মটি লাভ অন দ্য স্পেকট্রামের চতুর্থ সিজনের ঘোষণা করেছে। বিদ্যা বালানের পছন্দের অন্যতম পছন্দের শো এটি।

MAAMLA-LEGAL-HAI

মামলা লিগ্যাল হ্যায়

আদালতের ভেতর ও বাইরে আইনজীবীদের জীবন নিয়ে নেটফ্লিক্সের মজাদার সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায়’। ২০২৪ সালের মার্চে এসেছিল প্রথম সিজন; এর মধ্যে দ্বিতীয় সিজনেরও ঘোষণা এসেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রবি কিষাণ। সিরিজটি নিয়ে বিদ্যা বালান বলেন, ‘আইনজীবীদের এক অন্য দুনিয়া দেখানো হয়েছে এতে। ভাবতেই পারিনি সিরিজটি এত মজাদার হতে পারে! দারুণ লেগেছে।’

কলিন ফ্রম অ্যাকাউন্টস

অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজটি বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর তৃতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়েছে। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। একটি সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে বিদ্যা বালানের মন্তব্য, ‘ইদানীং আমি এমন সব সিনেমা-সিরিজ দেখছি, যা দেখলে মন ভালো হয়ে যায়। এটিও তেমন একটা সিরিজ। খুবই ভালো লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত