তারকার পছন্দ
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ইদানীং কমেডি সিনেমা-সিরিজ বেশি দেখছেন। দুটি সিরিজ ও একটি শো সাজেস্ট করলেন দর্শকদের জন্য। অভিনেত্রীর আশা, এগুলো দেখে তাঁর মতো অন্যদেরও মন ভালো হয়ে যাবে।
লাভ অন দ্য স্পেকট্রাম
অটিজমে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এই রিয়েলিটি শো। তাদের ভালোবাসার অনুভূতি, সঙ্গী খোঁজা, প্রেমে পড়া, দাম্পত্য—সব গল্প উঠে এসেছে এতে। লাভ অন দ্য স্পেকট্রাম প্রথম নির্মিত হয় অস্ট্রেলিয়ায়। প্রচারিত হয় এবিসি চ্যানেলে ২০১৯ সালে। পরে ২০২২ সাল থেকে এর আমেরিকান সংস্করণ তৈরি করতে শুরু করে নেটফ্লিক্স। এ পর্যন্ত প্রচারিত হয়েছে তিনটি সিজন। গত মে মাসে প্ল্যাটফর্মটি লাভ অন দ্য স্পেকট্রামের চতুর্থ সিজনের ঘোষণা করেছে। বিদ্যা বালানের পছন্দের অন্যতম পছন্দের শো এটি।
মামলা লিগ্যাল হ্যায়
আদালতের ভেতর ও বাইরে আইনজীবীদের জীবন নিয়ে নেটফ্লিক্সের মজাদার সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায়’। ২০২৪ সালের মার্চে এসেছিল প্রথম সিজন; এর মধ্যে দ্বিতীয় সিজনেরও ঘোষণা এসেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রবি কিষাণ। সিরিজটি নিয়ে বিদ্যা বালান বলেন, ‘আইনজীবীদের এক অন্য দুনিয়া দেখানো হয়েছে এতে। ভাবতেই পারিনি সিরিজটি এত মজাদার হতে পারে! দারুণ লেগেছে।’
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজটি বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর তৃতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়েছে। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। একটি সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে বিদ্যা বালানের মন্তব্য, ‘ইদানীং আমি এমন সব সিনেমা-সিরিজ দেখছি, যা দেখলে মন ভালো হয়ে যায়। এটিও তেমন একটা সিরিজ। খুবই ভালো লেগেছে।’
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ইদানীং কমেডি সিনেমা-সিরিজ বেশি দেখছেন। দুটি সিরিজ ও একটি শো সাজেস্ট করলেন দর্শকদের জন্য। অভিনেত্রীর আশা, এগুলো দেখে তাঁর মতো অন্যদেরও মন ভালো হয়ে যাবে।
লাভ অন দ্য স্পেকট্রাম
অটিজমে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এই রিয়েলিটি শো। তাদের ভালোবাসার অনুভূতি, সঙ্গী খোঁজা, প্রেমে পড়া, দাম্পত্য—সব গল্প উঠে এসেছে এতে। লাভ অন দ্য স্পেকট্রাম প্রথম নির্মিত হয় অস্ট্রেলিয়ায়। প্রচারিত হয় এবিসি চ্যানেলে ২০১৯ সালে। পরে ২০২২ সাল থেকে এর আমেরিকান সংস্করণ তৈরি করতে শুরু করে নেটফ্লিক্স। এ পর্যন্ত প্রচারিত হয়েছে তিনটি সিজন। গত মে মাসে প্ল্যাটফর্মটি লাভ অন দ্য স্পেকট্রামের চতুর্থ সিজনের ঘোষণা করেছে। বিদ্যা বালানের পছন্দের অন্যতম পছন্দের শো এটি।
মামলা লিগ্যাল হ্যায়
আদালতের ভেতর ও বাইরে আইনজীবীদের জীবন নিয়ে নেটফ্লিক্সের মজাদার সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায়’। ২০২৪ সালের মার্চে এসেছিল প্রথম সিজন; এর মধ্যে দ্বিতীয় সিজনেরও ঘোষণা এসেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রবি কিষাণ। সিরিজটি নিয়ে বিদ্যা বালান বলেন, ‘আইনজীবীদের এক অন্য দুনিয়া দেখানো হয়েছে এতে। ভাবতেই পারিনি সিরিজটি এত মজাদার হতে পারে! দারুণ লেগেছে।’
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজটি বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর তৃতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়েছে। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। একটি সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে বিদ্যা বালানের মন্তব্য, ‘ইদানীং আমি এমন সব সিনেমা-সিরিজ দেখছি, যা দেখলে মন ভালো হয়ে যায়। এটিও তেমন একটা সিরিজ। খুবই ভালো লেগেছে।’
দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৩২ মিনিট আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
৫ ঘণ্টা আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
৫ ঘণ্টা আগে