আবারও কারাগার জ্যাকুলিনকে চিঠি প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। নিজের জন্মদিনের পর এবার ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জ্যাকুলিনকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে জ্যাকুলিনকে তিনি আশ্বস্ত করেছেন কঠিন এই সময় কেটে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী আছেন সুকেশ।
চিঠিতে জ্যাকুলিনকে সিংহলি ভাষায় ‘বম্মা’ বলে উল্লেখ করেছেন সুকেশ। যার অর্থ সুন্দর পুতুল। ইস্টার সানডে জ্যাকুলিনের সবচেয়ে প্রিয় উৎসব বলেই জানিয়েছেন সুকেশ। অতীতের কথা স্মরণ করেছে সুকেশ লিখেছেন, ‘আমার ভালোবাসা তোমার কোনও ধারণা নেই তুমি কতটা সুন্দর। এ বিশ্বে তোমার থেকে সুন্দর আর কেউ নয়। আমার মিষ্টি খরগোশ তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধুই আমার।’
পরের ইস্টার জ্যাকুলিনের জীবনের সবচেয়ে আনন্দের হতে চলেছে বলেও আশ্বাস দেন সুকেশ। পাশাপাশি কঠিন এই সময় কেটে যাবে বলেও জানায় সে।
মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।
যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন।
আবারও কারাগার জ্যাকুলিনকে চিঠি প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। নিজের জন্মদিনের পর এবার ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জ্যাকুলিনকে চিঠি লিখলেন তিনি। চিঠিতে জ্যাকুলিনকে তিনি আশ্বস্ত করেছেন কঠিন এই সময় কেটে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী আছেন সুকেশ।
চিঠিতে জ্যাকুলিনকে সিংহলি ভাষায় ‘বম্মা’ বলে উল্লেখ করেছেন সুকেশ। যার অর্থ সুন্দর পুতুল। ইস্টার সানডে জ্যাকুলিনের সবচেয়ে প্রিয় উৎসব বলেই জানিয়েছেন সুকেশ। অতীতের কথা স্মরণ করেছে সুকেশ লিখেছেন, ‘আমার ভালোবাসা তোমার কোনও ধারণা নেই তুমি কতটা সুন্দর। এ বিশ্বে তোমার থেকে সুন্দর আর কেউ নয়। আমার মিষ্টি খরগোশ তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধুই আমার।’
পরের ইস্টার জ্যাকুলিনের জীবনের সবচেয়ে আনন্দের হতে চলেছে বলেও আশ্বাস দেন সুকেশ। পাশাপাশি কঠিন এই সময় কেটে যাবে বলেও জানায় সে।
মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।
যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে