রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এক মাসব্যাপী শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিগগিরই শুটিংয়ের জন্য সার্বিয়ায় পাড়ি জমাবে সিনেমার পুরো টিম। সেখানেই চলবে মাসব্যাপী শুটিং।
নিজের প্রথম ওয়েব সিরিজ ‘সিটাডেল’ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ জানান, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই আমার জন্য বিস্ময়কর। সার্বিয়ায় শুটিং করতে যাচ্ছি পুরো টিম। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। এমন কিছুই আসছে, যা ভারতের দর্শকেরা আগে দেখেননি।’
সিরিজটি পরিচালনা করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন।
গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’-এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছয় পর্বের এই সিরিজটির প্রথম দুই পর্ব গত মাসে মুক্তি পেলেও এখন পর্যন্ত মোট ছয়টি পর্বই মুক্তি পেয়েছে।
বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায়। আর শেষবার সামান্থাকে গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে, যা মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।
রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এক মাসব্যাপী শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিগগিরই শুটিংয়ের জন্য সার্বিয়ায় পাড়ি জমাবে সিনেমার পুরো টিম। সেখানেই চলবে মাসব্যাপী শুটিং।
নিজের প্রথম ওয়েব সিরিজ ‘সিটাডেল’ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ জানান, ‘সিরিজটিতে কাজ করা সত্যিই আমার জন্য বিস্ময়কর। সার্বিয়ায় শুটিং করতে যাচ্ছি পুরো টিম। সেখানে আমাদের প্রচুর অ্যাকশনসহ এক মাসব্যাপী শুটিং চলবে। এমন কিছুই আসছে, যা ভারতের দর্শকেরা আগে দেখেননি।’
সিরিজটি পরিচালনা করছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন।
গত মাসে মুক্তি পাওয়া আমেরিকান সংস্করণ ‘সিটাডেল’-এ স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছয় পর্বের এই সিরিজটির প্রথম দুই পর্ব গত মাসে মুক্তি পেলেও এখন পর্যন্ত মোট ছয়টি পর্বই মুক্তি পেয়েছে।
বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমায়। আর শেষবার সামান্থাকে গুণশেখর পরিচালিত পৌরাণিক গল্পনির্ভর সিনেমা ‘শকুন্তলমে’ দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘কুসি’তে দেখা যাবে, যা মুক্তি পাবে ১ সেপ্টেম্বর।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৫ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৭ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৮ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৯ ঘণ্টা আগে