বছরের শুরুর দিকেই নিজের বাসভবন সদগুরু শরণে হামলার ঘটনা ঘটে সাইফ আলী খানের ওপর। জানা গেছে, হামলাকারীর লক্ষ্য ছিল সাইফ-কারিনার ছোট সন্তান জেহ। এরপর থেকেই জেহ-তৈমুরকে পাপারাজ্জিদের ক্যামেরার আড়ালে রাখছেন কারিনা। শুধু তাই নয়, ফটোসাংবাদিকদেন কঠোরভাবে সতর্ক করে দেন- যেন বাচ্চার ছবি তোলা না হয়।
এবার মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি রণবীর-আলিয়া দম্পতি।
রণবীর-আলিয়া দম্পতির প্রথম কন্যাসন্তান ‘রাহা’র বছর মাত্র দু বছর। কিন্তু এরই মধ্যে সে রীতিমতো স্টার। ক্যামেরা দেখলেই দিয়ে দেয় পোজ, ছুড়ে দেয় চুমু। এমন মিষ্টি আচরণেই সকলের মন কেড়েছে রাহা। কিন্তু নিরাপত্তার স্বার্থে মেয়েকে বাড়তি ‘স্পটলাইট’ থেকে দূরে রাখতে বড় এ সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।
মিষ্টি রাহাকে দেখতে না পাওয়ার আশঙ্কায় মন খারাপ খারাপের সঙ্গে ভক্তদের মন্তব্য, ‘রাহার ছবি কি আর কখনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাব না?’
সাধুবাদ জানিয়ে অনেকেই লিখেছেন, ‘মা হিসেবে শতভাগ ঠিক কাজ করেছেন।’ কেউ লিখেছেন, ‘মিষ্টি বাচ্চাদের ছবি দেখে অনেকেই কুনজর দেন বা হিংসা করেন।’
বছরের শুরুর দিকেই নিজের বাসভবন সদগুরু শরণে হামলার ঘটনা ঘটে সাইফ আলী খানের ওপর। জানা গেছে, হামলাকারীর লক্ষ্য ছিল সাইফ-কারিনার ছোট সন্তান জেহ। এরপর থেকেই জেহ-তৈমুরকে পাপারাজ্জিদের ক্যামেরার আড়ালে রাখছেন কারিনা। শুধু তাই নয়, ফটোসাংবাদিকদেন কঠোরভাবে সতর্ক করে দেন- যেন বাচ্চার ছবি তোলা না হয়।
এবার মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি রণবীর-আলিয়া দম্পতি।
রণবীর-আলিয়া দম্পতির প্রথম কন্যাসন্তান ‘রাহা’র বছর মাত্র দু বছর। কিন্তু এরই মধ্যে সে রীতিমতো স্টার। ক্যামেরা দেখলেই দিয়ে দেয় পোজ, ছুড়ে দেয় চুমু। এমন মিষ্টি আচরণেই সকলের মন কেড়েছে রাহা। কিন্তু নিরাপত্তার স্বার্থে মেয়েকে বাড়তি ‘স্পটলাইট’ থেকে দূরে রাখতে বড় এ সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।
মিষ্টি রাহাকে দেখতে না পাওয়ার আশঙ্কায় মন খারাপ খারাপের সঙ্গে ভক্তদের মন্তব্য, ‘রাহার ছবি কি আর কখনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাব না?’
সাধুবাদ জানিয়ে অনেকেই লিখেছেন, ‘মা হিসেবে শতভাগ ঠিক কাজ করেছেন।’ কেউ লিখেছেন, ‘মিষ্টি বাচ্চাদের ছবি দেখে অনেকেই কুনজর দেন বা হিংসা করেন।’
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১২ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১২ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
১২ ঘণ্টা আগে