Ajker Patrika

নয় দিনে ১০০ কোটি রুপির মাইলফলকে রণবীর-শ্রদ্ধার সিনেমা

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৭: ১৮
নয় দিনে ১০০ কোটি রুপির মাইলফলকে রণবীর-শ্রদ্ধার সিনেমা

বক্স অফিসে শতকোটির মাইলফলক স্পর্শ করল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। মুক্তির মাত্র ৯ দিনে বিশ্বব্যাপী শতকোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। বলিউড চলচ্চিত্র বিশ্লেষক সাকনিল্কের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন থেকে জানা যায় এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ১০৩.৭৫ কোটি রুপি। গতকাল বৃহস্পতিবার এর আয় ছিল ৪.৭৭ কোটি রুপি। মুক্তির মাত্র দুই দিনেই ২৬ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। প্রথম দিনে ১৫ দশমিক ৭৩ কোটি রুপি আয় দিয়ে শুরু করা সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ১০ দশমিক ৩৪ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে সিনেমাটির আয় ছিল ২৬ দশমিক ০৭ কোটি রুপি।

মুক্তির মাত্র ৯ দিনে বিশ্বব্যাপী শতকোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে প্রায় ৮৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়।

এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত