হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।
হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।
আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৬ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১১ ঘণ্টা আগে