হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।
হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১১ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৫ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৬ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ঘণ্টা আগে