অদ্ভুতুড়ে পোশাক দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এবার নগ্ন ফটোশুট করে একটু বেশিই চর্চায় অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই সব ছবি। প্রশংসার পাশাপাশি বইছে নিন্দার ঝড়ও।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন রণবীর। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো করে পোজ দিয়েছেন। আর সেই সব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় থামছে না।
রণবীরের নগ্ন ছবি সামনে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ বলছেন ‘আগুন’, কেউ আবার লিখেছেন ‘সাহসী’! পাশাপাশি অনেকে নিন্দাও জানাচ্ছেন। কটু মন্তব্য ছুড়ছেন অভিনেতার উদ্দেশে। বলিউডের আর কোনো প্রথম সারির অভিনেতার এমন ফটোশুট সচরাচর দেখা যায়নি।
রণবীর সিং অবশ্য এসব থোড়াই কেয়ার করেন। পেপার ম্যাগাজিনকে রণবীর বলেছেন, ‘ক্যামেরার সামনে শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে অদ্ভুত কিছু না। আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করেছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের প্রয়োজনে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিছুই যায় আসে না। সামনে থাকা মানুষগুলোই বরং অপ্রস্তুত হয়ে পড়বে।’
এর আগে অবশ্য ২০১৭ সালে কিছু নগ্ন ফটোশুটের ছবি ভাইরাল হয়েছিল রণবীরের। বাথটবে শুয়ে পোজ দিয়েছিলেন তিনি। তবে সেই ছবিগুলো খুব একটা আয়োজন করে তোলা ছিল না। এবারের ছবিগুলো অনেক বেশি আর্টিস্টিক। ক্যামেরার সামনে অনায়াস রণবীর।
বিনোদনের খবর সম্পর্কিত আরও পড়ুন:
অদ্ভুতুড়ে পোশাক দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এবার নগ্ন ফটোশুট করে একটু বেশিই চর্চায় অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই সব ছবি। প্রশংসার পাশাপাশি বইছে নিন্দার ঝড়ও।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন রণবীর। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো করে পোজ দিয়েছেন। আর সেই সব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় থামছে না।
রণবীরের নগ্ন ছবি সামনে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ বলছেন ‘আগুন’, কেউ আবার লিখেছেন ‘সাহসী’! পাশাপাশি অনেকে নিন্দাও জানাচ্ছেন। কটু মন্তব্য ছুড়ছেন অভিনেতার উদ্দেশে। বলিউডের আর কোনো প্রথম সারির অভিনেতার এমন ফটোশুট সচরাচর দেখা যায়নি।
রণবীর সিং অবশ্য এসব থোড়াই কেয়ার করেন। পেপার ম্যাগাজিনকে রণবীর বলেছেন, ‘ক্যামেরার সামনে শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে অদ্ভুত কিছু না। আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করেছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের প্রয়োজনে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিছুই যায় আসে না। সামনে থাকা মানুষগুলোই বরং অপ্রস্তুত হয়ে পড়বে।’
এর আগে অবশ্য ২০১৭ সালে কিছু নগ্ন ফটোশুটের ছবি ভাইরাল হয়েছিল রণবীরের। বাথটবে শুয়ে পোজ দিয়েছিলেন তিনি। তবে সেই ছবিগুলো খুব একটা আয়োজন করে তোলা ছিল না। এবারের ছবিগুলো অনেক বেশি আর্টিস্টিক। ক্যামেরার সামনে অনায়াস রণবীর।
বিনোদনের খবর সম্পর্কিত আরও পড়ুন:
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৭ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১২ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১২ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১২ ঘণ্টা আগে