বিনোদন ডেস্ক
হৃতিকের সঙ্গে ‘কৃষ’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ জুটির রসায়ন মন কেড়েছিল দর্শকদের। পরের পর্ব ‘কৃষ থ্রি’তেও ছিলেন প্রিয়াঙ্কা। এক যুগ পর এবার পর্দায় আসছে এই সুপারহিরোর গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ফিরছেন সবাই। গতকাল জানা গেল, প্রিয়াঙ্কাও ফিরবেন।
‘কৃষ ফোর’-এ বদলাচ্ছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন তিনি, এবার তাঁকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃতিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। কৃষের আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। গত বছর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন। রাকেশও তাঁর ওপর ভরসা রেখেছেন।
এত কিছুতে পরিবর্তন এলেও নায়িকা বদল হয়নি। নায়িকা হিসেবে তিনি প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। জানা গেছে, হৃতিক বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন। কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে তাঁর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে সেখানে। পিঙ্কভিলা জানিয়েছে, এবার যেহেতু হৃতিক নিজেই পরিচালকের আসনে, তাই এ প্রজেক্ট নিয়ে বেশি উৎসাহী প্রিয়াঙ্কা। কৃষ ফোর নিয়ে হৃতিকের ভাবনা শুনে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তাই সম্মতি দিতে বেশি সময় নেননি। ২০২৬ সালের শুরুর দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।
কৃষ ফোর ছাড়াও এস এস রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন অ্যাডভেঞ্চারে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। এতে তাঁর নায়ক মহেশ বাবু। জানা গেছে, পরিচালক অ্যাটলি তাঁর নতুন সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে প্রিয়াঙ্কাকে চেয়েছিলেন। কিন্তু অ্যাটলির চিত্রনাট্য খুব একটা আকর্ষণ না করায় ফিরিয়ে দিয়েছেন এ প্রস্তাব। প্রিয়াঙ্কার বেশি পছন্দ হয়েছে রাজামৌলির সিনেমার গল্প। তাই এতেই সায় দিয়েছেন অভিনেত্রী।
হৃতিকের সঙ্গে ‘কৃষ’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ জুটির রসায়ন মন কেড়েছিল দর্শকদের। পরের পর্ব ‘কৃষ থ্রি’তেও ছিলেন প্রিয়াঙ্কা। এক যুগ পর এবার পর্দায় আসছে এই সুপারহিরোর গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ফিরছেন সবাই। গতকাল জানা গেল, প্রিয়াঙ্কাও ফিরবেন।
‘কৃষ ফোর’-এ বদলাচ্ছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন তিনি, এবার তাঁকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃতিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। কৃষের আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। গত বছর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন। রাকেশও তাঁর ওপর ভরসা রেখেছেন।
এত কিছুতে পরিবর্তন এলেও নায়িকা বদল হয়নি। নায়িকা হিসেবে তিনি প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। জানা গেছে, হৃতিক বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন। কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে তাঁর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে সেখানে। পিঙ্কভিলা জানিয়েছে, এবার যেহেতু হৃতিক নিজেই পরিচালকের আসনে, তাই এ প্রজেক্ট নিয়ে বেশি উৎসাহী প্রিয়াঙ্কা। কৃষ ফোর নিয়ে হৃতিকের ভাবনা শুনে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তাই সম্মতি দিতে বেশি সময় নেননি। ২০২৬ সালের শুরুর দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।
কৃষ ফোর ছাড়াও এস এস রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন অ্যাডভেঞ্চারে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। এতে তাঁর নায়ক মহেশ বাবু। জানা গেছে, পরিচালক অ্যাটলি তাঁর নতুন সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে প্রিয়াঙ্কাকে চেয়েছিলেন। কিন্তু অ্যাটলির চিত্রনাট্য খুব একটা আকর্ষণ না করায় ফিরিয়ে দিয়েছেন এ প্রস্তাব। প্রিয়াঙ্কার বেশি পছন্দ হয়েছে রাজামৌলির সিনেমার গল্প। তাই এতেই সায় দিয়েছেন অভিনেত্রী।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৩ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৫ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৭ ঘণ্টা আগে