কান ফিল্ম ফেস্টিভ্যালে দীর্ঘদিন ধরেই ভারতকে প্রতিনিধিত্ব করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবছরই কানের লাল গালিচায় দ্যুতি ছড়ান সাবেক এই মিস ওয়ার্ল্ড। তাঁর বেশির ভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়ে আসছে।
এ বছর কালো ও রুপালি গাউনে একটি বিশাল হুডে দেখা গেছে ঐশ্বরিয়াকে। সোফি কাউসারের তৈরি পোশাকটিতে রয়েছে বিশেষত্ব। পোশাকটির হুড অ্যালুমিনিয়াম পাইলেট এবং স্ফটিক দিয়ে বানানো হয়েছে। আর গাউনটি কালো ধনুকের মতো কাপড় দিয়ে তৈরি, যা ঐশ্বরিয়ার কোমরে যুক্ত রয়েছে।
পোশাকটিতে ঐশ্বরিয়াকে সুন্দর ও বেশ আকর্ষণীয় দেখিয়েছে। ২১ বছর আগে তিনি প্রথম রেড কার্পেটে হাঁটার পর থেকে কানে তাঁর প্রতিটি উপস্থিতি ও পোশাক বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়ে এসেছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন ইন্ডিয়ানা জোন্স ও হ্যারিসন ফোর্ড অভিনীত পঞ্চম ইন্ডিয়ানা জোনস ফিল্ম ‘দ্য ডায়াল অব ডেসটিনি’র প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটেন। অ্যাশ প্রায় দুই দশক ধরে কানে প্রসাধনী জায়ান্ট ল’রিয়ালের প্রতিনিধিত্ব করেছেন।
ঐশ্বরিয়া ছাড়াও কানের লাল গালিচায় ভারতীয় তারকাদের মধ্য এবার হেঁটেছেন সারা আলি খান, ম্রুণাল ঠাকুর, উর্বশী রাউতেলা, এশা গুপ্তা ও মানুষী ছিল্লার।
কান ফিল্ম ফেস্টিভ্যালে দীর্ঘদিন ধরেই ভারতকে প্রতিনিধিত্ব করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতিবছরই কানের লাল গালিচায় দ্যুতি ছড়ান সাবেক এই মিস ওয়ার্ল্ড। তাঁর বেশির ভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়ে আসছে।
এ বছর কালো ও রুপালি গাউনে একটি বিশাল হুডে দেখা গেছে ঐশ্বরিয়াকে। সোফি কাউসারের তৈরি পোশাকটিতে রয়েছে বিশেষত্ব। পোশাকটির হুড অ্যালুমিনিয়াম পাইলেট এবং স্ফটিক দিয়ে বানানো হয়েছে। আর গাউনটি কালো ধনুকের মতো কাপড় দিয়ে তৈরি, যা ঐশ্বরিয়ার কোমরে যুক্ত রয়েছে।
পোশাকটিতে ঐশ্বরিয়াকে সুন্দর ও বেশ আকর্ষণীয় দেখিয়েছে। ২১ বছর আগে তিনি প্রথম রেড কার্পেটে হাঁটার পর থেকে কানে তাঁর প্রতিটি উপস্থিতি ও পোশাক বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়ে এসেছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন ইন্ডিয়ানা জোন্স ও হ্যারিসন ফোর্ড অভিনীত পঞ্চম ইন্ডিয়ানা জোনস ফিল্ম ‘দ্য ডায়াল অব ডেসটিনি’র প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটেন। অ্যাশ প্রায় দুই দশক ধরে কানে প্রসাধনী জায়ান্ট ল’রিয়ালের প্রতিনিধিত্ব করেছেন।
ঐশ্বরিয়া ছাড়াও কানের লাল গালিচায় ভারতীয় তারকাদের মধ্য এবার হেঁটেছেন সারা আলি খান, ম্রুণাল ঠাকুর, উর্বশী রাউতেলা, এশা গুপ্তা ও মানুষী ছিল্লার।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১৪ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৭ ঘণ্টা আগে