Ajker Patrika

হৃতিক রোশানের গ্রিক দেবতার মতো শরীরের পেছনে রহস্য কী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৪
হৃতিক রোশানের গ্রিক দেবতার মতো শরীরের পেছনে রহস্য কী

বলিউডের ‘হ্যান্ডসাম হাংক’ হৃতিক রোশন। ৫০ বছর বয়সেও এমন সুদর্শন চেহারা আর সুঠাম দেহ তিনি ধরে রেখেছেন। পঞ্চাশের গণ্ডি পার করলেও শরীর দেখে বোঝার উপায় নেই। সম্প্রতি ‘ফাইটার’ সিনেমার দৃশ্যে তাঁর শরীর দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। এবার হৃতিক রোশনের গ্রিক দেবতার মতো শরীরের  গোপন রহস্য ফাঁস করেছেন ফিটনেস ট্রেনার ক্রিস গেথিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতার ফিটনেস রুটিন সম্পর্কে জানিয়েছেন গেথিন।

বলিউডের ব্যবসাসফল পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক অভিনয় করেছেন ভারতীয় বিমানবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। আর এর জন্য এইট প্যাক অ্যাবস তৈরি করেছেন হৃতিক।

বলিউড ‘হ্যান্ডসাম হাঙ্ক’ হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রামএইট প্যাক অ্যাবস তৈরি করতে সপ্তাহে পাঁচ দিন সকাল সকাল জিমে যান হৃতিক। সপ্তাহে পাঁচ দিন ওয়েট লিফ্টিং করেন এই অভিনেতা। ক্রিস গেথিন জানিয়েছেন, ‘হৃতিকের ওয়ার্কআউটের ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করছে অভিনেতা দিনে নাকি রাতে শুটিং করছেন তার ওপর। তিনি যদি দিনের বেলায় শুটিং করেন, তাহলে অভিনেতা-প্রশিক্ষক জুটি ভোর ৫-৬টার মধ্যেই কাজ শুরু করে দেন। হৃতিক তাঁর সকালের নাশতা করেন এবং এর ৪৫ মিনিট পর জিমে যান।’

ক্রিস গেথিন আরও জানান, কখনো কখনো বক্সিং, কেটলবেল ওয়ার্ক, ব্যাটল রোপস এবং প্লায়োমেট্রিকের মতো প্রায় ৩০ মিনিটের জন্য বিভিন্ন ওয়ার্কআউট করেন হৃতিক। এর সঙ্গে দিনে একবার বা কখনো কখনো দিনে দুবার কার্ডিও করেন, এটি নির্ভর করে যে তিনি কীভাবে কোন চরিত্রে অভিনয় করতে চান। কখনো কখনো রানিং, এলিপটিকাল, স্টেয়ারমাস্টার রোভার এবং সুইমিংও করেন।

‘ফাইটার’ সিনেমার জন্য ২ মাসেই এইট প্যাকে ফিরেছেন হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রামঅভিনেতার ডায়েট চার্ট সম্পর্কে ক্রিস গেথিন জানান, অভিনেতার ডায়েটে ডিমের সাদা অংশ, মুরগি, হাই প্রোটিন এবং মাছের পাশাপাশি ওটস, কুইনোয়া, ভাত ও মিষ্টি আলুর মতো কার্বোহাইড্রেট অবশ্যই থাকে। আর দিনে হৃতিক ছয় থেকে সাত বার খাবার খান। খাবার খাওয়ার সময় না থাকলে শেক আকারে পান করেন, তবে সাধারণত যখনই সম্ভব সম্পূর্ণ খাবার খাওয়ার চেষ্টা করেন তিনি।

প্রসঙ্গত, ‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

ফিটনেস ট্রেনার ক্রিস গেথিনের সঙ্গে ওয়ার্কআউটে হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রামউল্লেখ্য, ‘ফাইটার’ই হতে চলেছে হৃতিক আর দীপিকা জুটির প্রথম সিনেমা। তাই এর ঘোষণার পর থেকেই কাজ করছে উন্মাদনা। সিদ্ধার্থের সঙ্গে ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’-এর মতো হিট আগেও উপহার দিয়েছেন হৃতিক। এবারও আরেকটা ব্যবসাসফল সিনেমার অপেক্ষায় আছেন ভক্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত