শাহরুখ খানের ‘পাঠান’-ঝড় এখনো থামেনি। শাহরুখের অনবদ্য পারফরম্যান্স, আর তাঁর সঙ্গে সালমান খানের স্বল্প উপস্থিতি পাঠানকে আরও অপ্রতিরোধ্য করে তুলেছে। শুধু ভারতে সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ৩৬০ কোটি রুপির বেশি। বিশ্বজুড়ে আয় দাঁড়িয়েছে ৬৭০ কোটি রুপি। এখনো দর্শক ‘পাঠান’ দেখতে দলেবলে ছুটছেন হলে। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের আশা, শুধু ভারতেই সিনেমাটি ৫০০ কোটির অঙ্ক পেরিয়ে যাবে। শাহরুখ খানের ‘পাঠান’ বাজার গরম করার পরই বলিউডের বড় তারকারা তাঁদের সিনেমা মুক্তির দিন ঘোষণা করে দিয়েছেন।
ওই চিত্রের দিকে তাকালে তাক লাগবে সবার। শাহরুখ খানেরই আরও দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। ২ জুন মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। আর বছরশেষে বড়দিনে আসবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। অক্ষয় কুমারেরও দুটি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। তাঁর সিনেমা গত বছর একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, তিনি শাহরুখ খানের মতো বিরতি নিতে রাজি নন। এই মাসেই মুক্তি পাবে অক্ষয়ের ‘সেলফি’। বড়দিনে আসবে তাঁর আরেকটি সিনেমা।
আগামী ৮ মার্চ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পাবে। রণবীর অভিনীত আরেকটি সিনেমা ‘অ্যানিমাল’ আসবে আগস্টে। গত বছর রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ তুমুল ব্যবসা করার কারণে এ বছরও তিনি অন্তত একটা ‘হিট’ দখলে রাখবেন, সে আশায় আছেন অনুরাগীরা। অন্যদিকে মার্চের শেষে ‘ভোলা’ নিয়ে আসছেন অজয় দেবগণ। মে মাসের শুরুতে মুক্তি পাবে তাঁর ‘ময়দান’।
সালমান খান এ বছর দুবার বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন। ২১ এপ্রিল থেকে তিনি সিনেমা হল কাঁপাবেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে। নভেম্বরে মুক্তি পাবে সালমানের ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমাটি। তবে এ বছর আমির খান, হৃতিক রোশনের কোনো সিনেমার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
শাহরুখ খানের ‘পাঠান’-ঝড় এখনো থামেনি। শাহরুখের অনবদ্য পারফরম্যান্স, আর তাঁর সঙ্গে সালমান খানের স্বল্প উপস্থিতি পাঠানকে আরও অপ্রতিরোধ্য করে তুলেছে। শুধু ভারতে সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ৩৬০ কোটি রুপির বেশি। বিশ্বজুড়ে আয় দাঁড়িয়েছে ৬৭০ কোটি রুপি। এখনো দর্শক ‘পাঠান’ দেখতে দলেবলে ছুটছেন হলে। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের আশা, শুধু ভারতেই সিনেমাটি ৫০০ কোটির অঙ্ক পেরিয়ে যাবে। শাহরুখ খানের ‘পাঠান’ বাজার গরম করার পরই বলিউডের বড় তারকারা তাঁদের সিনেমা মুক্তির দিন ঘোষণা করে দিয়েছেন।
ওই চিত্রের দিকে তাকালে তাক লাগবে সবার। শাহরুখ খানেরই আরও দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। ২ জুন মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। আর বছরশেষে বড়দিনে আসবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। অক্ষয় কুমারেরও দুটি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। তাঁর সিনেমা গত বছর একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, তিনি শাহরুখ খানের মতো বিরতি নিতে রাজি নন। এই মাসেই মুক্তি পাবে অক্ষয়ের ‘সেলফি’। বড়দিনে আসবে তাঁর আরেকটি সিনেমা।
আগামী ৮ মার্চ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পাবে। রণবীর অভিনীত আরেকটি সিনেমা ‘অ্যানিমাল’ আসবে আগস্টে। গত বছর রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ তুমুল ব্যবসা করার কারণে এ বছরও তিনি অন্তত একটা ‘হিট’ দখলে রাখবেন, সে আশায় আছেন অনুরাগীরা। অন্যদিকে মার্চের শেষে ‘ভোলা’ নিয়ে আসছেন অজয় দেবগণ। মে মাসের শুরুতে মুক্তি পাবে তাঁর ‘ময়দান’।
সালমান খান এ বছর দুবার বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন। ২১ এপ্রিল থেকে তিনি সিনেমা হল কাঁপাবেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে। নভেম্বরে মুক্তি পাবে সালমানের ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমাটি। তবে এ বছর আমির খান, হৃতিক রোশনের কোনো সিনেমার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৯ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১১ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১১ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১ দিন আগে