Ajker Patrika

এ বছর আসবে শাহরুখ-সালমানের আরও চার সিনেমা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪১
এ বছর আসবে শাহরুখ-সালমানের আরও চার সিনেমা

শাহরুখ খানের ‘পাঠান’-ঝড় এখনো থামেনি। শাহরুখের অনবদ্য পারফরম্যান্স, আর তাঁর সঙ্গে সালমান খানের স্বল্প উপস্থিতি পাঠানকে আরও অপ্রতিরোধ্য করে তুলেছে। শুধু ভারতে সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ৩৬০ কোটি রুপির বেশি। বিশ্বজুড়ে আয় দাঁড়িয়েছে ৬৭০ কোটি রুপি। এখনো দর্শক ‘পাঠান’ দেখতে দলেবলে ছুটছেন হলে। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের আশা, শুধু ভারতেই সিনেমাটি ৫০০ কোটির অঙ্ক পেরিয়ে যাবে। শাহরুখ খানের ‘পাঠান’ বাজার গরম করার পরই বলিউডের বড় তারকারা তাঁদের সিনেমা মুক্তির দিন ঘোষণা করে দিয়েছেন।

ওই চিত্রের দিকে তাকালে তাক লাগবে সবার। শাহরুখ খানেরই আরও দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। ২ জুন মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। আর বছরশেষে বড়দিনে আসবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। অক্ষয় কুমারেরও দুটি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। তাঁর সিনেমা গত বছর একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, তিনি শাহরুখ খানের মতো বিরতি নিতে রাজি নন। এই মাসেই মুক্তি পাবে অক্ষয়ের ‘সেলফি’। বড়দিনে আসবে তাঁর আরেকটি সিনেমা।

সালমান খানআগামী ৮ মার্চ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পাবে। রণবীর অভিনীত আরেকটি সিনেমা ‘অ্যানিমাল’ আসবে আগস্টে। গত বছর রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ তুমুল ব্যবসা করার কারণে এ বছরও তিনি অন্তত একটা ‘হিট’ দখলে রাখবেন, সে আশায় আছেন অনুরাগীরা। অন্যদিকে মার্চের শেষে ‘ভোলা’ নিয়ে আসছেন অজয় দেবগণ। মে মাসের শুরুতে মুক্তি পাবে তাঁর ‘ময়দান’।

সালমান খান এ বছর দুবার বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন। ২১ এপ্রিল থেকে তিনি সিনেমা হল কাঁপাবেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে। নভেম্বরে মুক্তি পাবে সালমানের ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমাটি। তবে এ বছর আমির খান, হৃতিক রোশনের কোনো সিনেমার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত