শাহরুখ খানের ‘পাঠান’-ঝড় এখনো থামেনি। শাহরুখের অনবদ্য পারফরম্যান্স, আর তাঁর সঙ্গে সালমান খানের স্বল্প উপস্থিতি পাঠানকে আরও অপ্রতিরোধ্য করে তুলেছে। শুধু ভারতে সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ৩৬০ কোটি রুপির বেশি। বিশ্বজুড়ে আয় দাঁড়িয়েছে ৬৭০ কোটি রুপি। এখনো দর্শক ‘পাঠান’ দেখতে দলেবলে ছুটছেন হলে। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের আশা, শুধু ভারতেই সিনেমাটি ৫০০ কোটির অঙ্ক পেরিয়ে যাবে। শাহরুখ খানের ‘পাঠান’ বাজার গরম করার পরই বলিউডের বড় তারকারা তাঁদের সিনেমা মুক্তির দিন ঘোষণা করে দিয়েছেন।
ওই চিত্রের দিকে তাকালে তাক লাগবে সবার। শাহরুখ খানেরই আরও দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। ২ জুন মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। আর বছরশেষে বড়দিনে আসবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। অক্ষয় কুমারেরও দুটি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। তাঁর সিনেমা গত বছর একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, তিনি শাহরুখ খানের মতো বিরতি নিতে রাজি নন। এই মাসেই মুক্তি পাবে অক্ষয়ের ‘সেলফি’। বড়দিনে আসবে তাঁর আরেকটি সিনেমা।
আগামী ৮ মার্চ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পাবে। রণবীর অভিনীত আরেকটি সিনেমা ‘অ্যানিমাল’ আসবে আগস্টে। গত বছর রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ তুমুল ব্যবসা করার কারণে এ বছরও তিনি অন্তত একটা ‘হিট’ দখলে রাখবেন, সে আশায় আছেন অনুরাগীরা। অন্যদিকে মার্চের শেষে ‘ভোলা’ নিয়ে আসছেন অজয় দেবগণ। মে মাসের শুরুতে মুক্তি পাবে তাঁর ‘ময়দান’।
সালমান খান এ বছর দুবার বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন। ২১ এপ্রিল থেকে তিনি সিনেমা হল কাঁপাবেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে। নভেম্বরে মুক্তি পাবে সালমানের ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমাটি। তবে এ বছর আমির খান, হৃতিক রোশনের কোনো সিনেমার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
শাহরুখ খানের ‘পাঠান’-ঝড় এখনো থামেনি। শাহরুখের অনবদ্য পারফরম্যান্স, আর তাঁর সঙ্গে সালমান খানের স্বল্প উপস্থিতি পাঠানকে আরও অপ্রতিরোধ্য করে তুলেছে। শুধু ভারতে সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ৩৬০ কোটি রুপির বেশি। বিশ্বজুড়ে আয় দাঁড়িয়েছে ৬৭০ কোটি রুপি। এখনো দর্শক ‘পাঠান’ দেখতে দলেবলে ছুটছেন হলে। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের আশা, শুধু ভারতেই সিনেমাটি ৫০০ কোটির অঙ্ক পেরিয়ে যাবে। শাহরুখ খানের ‘পাঠান’ বাজার গরম করার পরই বলিউডের বড় তারকারা তাঁদের সিনেমা মুক্তির দিন ঘোষণা করে দিয়েছেন।
ওই চিত্রের দিকে তাকালে তাক লাগবে সবার। শাহরুখ খানেরই আরও দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। ২ জুন মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। আর বছরশেষে বড়দিনে আসবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। অক্ষয় কুমারেরও দুটি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। তাঁর সিনেমা গত বছর একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, তিনি শাহরুখ খানের মতো বিরতি নিতে রাজি নন। এই মাসেই মুক্তি পাবে অক্ষয়ের ‘সেলফি’। বড়দিনে আসবে তাঁর আরেকটি সিনেমা।
আগামী ৮ মার্চ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ মুক্তি পাবে। রণবীর অভিনীত আরেকটি সিনেমা ‘অ্যানিমাল’ আসবে আগস্টে। গত বছর রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ তুমুল ব্যবসা করার কারণে এ বছরও তিনি অন্তত একটা ‘হিট’ দখলে রাখবেন, সে আশায় আছেন অনুরাগীরা। অন্যদিকে মার্চের শেষে ‘ভোলা’ নিয়ে আসছেন অজয় দেবগণ। মে মাসের শুরুতে মুক্তি পাবে তাঁর ‘ময়দান’।
সালমান খান এ বছর দুবার বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন। ২১ এপ্রিল থেকে তিনি সিনেমা হল কাঁপাবেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে। নভেম্বরে মুক্তি পাবে সালমানের ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমাটি। তবে এ বছর আমির খান, হৃতিক রোশনের কোনো সিনেমার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১২ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৪ ঘণ্টা আগে