কদিন আগেই বিয়ে হয়েছে মেয়ে সোনাক্ষীর। এরই মাঝে সিনহা পরিবারে দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহাকে।
শত্রুঘ্ন সিনহা ছেলে লাভ সিনহা সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ভাইরাস জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের সূত্র সংবাদমাধ্যমটিকে আরও জানিয়েছে, জ্বর ছাড়াও অভিনেতার অন্য কোন সমস্যা আছে কি না তা জানতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান, তিনিই সংবাদমাধ্যমকে শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, শত্রু (শত্রুঘ্ন) হাসপাতালে ভর্তি আছে। তবে এখন ভালো আছে। সোমবার বিকেলে ও বাড়ি ফিরবে।’
প্রসঙ্গত, গত ২৩ জুন অভিনেতা জহির ইকবালের সঙ্গে মেয়ে সোনাক্ষীর বিয়ে হয়। এরপর গত ২৫ জুনই শত্রুঘ্ন সিনহার এই পড়ে যাওয়ার ঘটনা ঘটে। গতকাল শনিবার (২৯ জুন) বাবাকে দেখতেই হাসপাতালে পৌঁছেছিলেন সোনাক্ষী সিনহা ও জামাই জহির ইকবাল। তখন একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায় সোনাক্ষী অন্তঃসত্ত্বা।
কদিন আগেই বিয়ে হয়েছে মেয়ে সোনাক্ষীর। এরই মাঝে সিনহা পরিবারে দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহাকে।
শত্রুঘ্ন সিনহা ছেলে লাভ সিনহা সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ভাইরাস জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের সূত্র সংবাদমাধ্যমটিকে আরও জানিয়েছে, জ্বর ছাড়াও অভিনেতার অন্য কোন সমস্যা আছে কি না তা জানতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান, তিনিই সংবাদমাধ্যমকে শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। তিনি বলেন, ‘হ্যাঁ, শত্রু (শত্রুঘ্ন) হাসপাতালে ভর্তি আছে। তবে এখন ভালো আছে। সোমবার বিকেলে ও বাড়ি ফিরবে।’
প্রসঙ্গত, গত ২৩ জুন অভিনেতা জহির ইকবালের সঙ্গে মেয়ে সোনাক্ষীর বিয়ে হয়। এরপর গত ২৫ জুনই শত্রুঘ্ন সিনহার এই পড়ে যাওয়ার ঘটনা ঘটে। গতকাল শনিবার (২৯ জুন) বাবাকে দেখতেই হাসপাতালে পৌঁছেছিলেন সোনাক্ষী সিনহা ও জামাই জহির ইকবাল। তখন একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায় সোনাক্ষী অন্তঃসত্ত্বা।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৮ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৯ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৯ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে