Ajker Patrika

মারা গেলেন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪: ৪৯
মারা গেলেন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। ৯১ বছর বয়সে আজ রোববার মুম্বাইয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরামের এক যৌথ বিবৃতির বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরাম ওই বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রিয় আই স্নেহলতা আর নেই। আজ সকালে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। আজ বেলা ৩টার দিকে তাঁর শেষকৃত্য হবে বলে জানা গেছে।

কয়েক দিন আগেই মায়ের ৯০তম জন্মদিন পারিবারিকভাবে উদ্‌যাপন করেছিলেন মাধুরী। মায়ের সঙ্গে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি তখন লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, লোকে বলে, মা এবং মেয়ে সব থেকে ভালো বন্ধু। এর থেকে সত্যি আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ভালো থেকো, তোমার সুখী জীবন কামনা করি।’

একজন বিখ্যাত ও সফল অভিনেত্রী হওয়ার পরেও তাঁর প্রতি মা স্নেহলতা দীক্ষিতের আচরণ কীভাবে বদলায়নি তা বর্ণনা করে মাধুরী এক সাক্ষাৎকারে ই-টাইমসকে বলেছিলেন, ‘আমি যখন চলচ্চিত্রে কাজ করতাম, তখনো আমার রুম এলোমেলো হলে আমার মা আমাকে বকাঝকা করতেন। আমি এভাবেই বড় হয়েছি। এবং এখনো আমি এভাবেই আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত