Ajker Patrika

পর্দায় সৌরভ গাঙ্গুলী হবেন রণবীর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৫১
পর্দায় সৌরভ গাঙ্গুলী হবেন রণবীর

বড়পর্দায় ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবন। আর এতে কে অভিনয় করছেন তা নিয়ে চলেছে অনেক জল্পনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো কয়েক দিন আগেই জানিয়েছিল সৌরভ গাঙ্গুলির ইচ্ছায় রণবীর কাপুরকে দেখা যেতে পারে বায়োপিকটিতে। এবার ভারতের সাবেক এ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সবকিছু ঠিক থাকলে পর্দায় সৌরভ গাঙ্গুলি রূপে হাজির হবেন রণবীর কাপুর। এর আগে শিডিউল সংক্রান্ত জটিলতা থাকলেও বর্তমানে বলিউডের এ তারকা অভিনেতাও নাকি পর্দায় সৌরভ গাঙ্গুলি হয়ে অভিনয় করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে হ্যাঁ বলার পরই কিছুদিনের ভেতর কলকাতায় যেতে পারেন রণবীর। সেখানে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন স্টেডিয়াম, সিএবি কার্যালয় এমনকি সৌরভের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে বলিউড অভিনেতার। সব মিলিয়ে বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের পর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরার সকল প্রস্তুতিই নিচ্ছেন রণবীর।

সম্প্রতি মুম্বাইয়ে সিনেমার প্রযোজকদের সঙ্গে দেখা করেছেন সৌরভ। বহুল আলোচিত বায়োপিকটি নির্মাণের সম্ভাব্য বাজেট ২০০-২৫০ কোটি রুপি হবে বলে জোর গুঞ্জন রয়েছে। চিত্রনাট্য চূড়ান্ত হলেই কলকাতায় শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালে বায়োপিকটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে, এ নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত যেন প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে।

ভারতের সাবেক এই অধিনায়কের বায়োপিক বানাচ্ছেন নির্মাতা লাভ রঞ্জন। চলচ্চিত্রটি পরিচালনার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক লাভ রঞ্জন এক টুইটে জানিয়েছিলেন, ‘লাভ ফিল্মস পরিবারে দাদাকে পাওয়া আমাদের কাছে অনেক সম্মানজনক! আমাদের আপনার জীবনের একটি অংশ করার জন্য ধন্যবাদ দাদা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত