প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত রোববার (২৩ জুন) মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা। ২৩ জুন বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
সেসব ছবিতে, সোনাক্ষীর পরনে ছিল মায়ের সাদা শাড়ি ও হীরা-মুক্ত খচিত অলংকার। বিশেষ এ দিনের জন্য তিনি ৪৪ বছরের পুরোনো শাড়ি আর অলংকারে বেছে নিয়েছিলেন।
বিয়ের দুই দিন পর আজ ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী। এদিন অভিনেত্রীকে বেনারসি শাড়িতে দেখা গেছে, আর বর জহির ইকবাল পরেছিলেন সাদা পোশাক।
ছবিগুলো শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘কী অসাধারণ একটা দিন ছিল। সব বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী আর ভালোবাসার মানুষদের সমর্থন, উত্তেজনা, উচ্ছ্বাস, উষ্ণতার কোনো কমতি ছিল না।’
সোনাক্ষী আরও লেখেন, ‘বিষয়টা এমন যে দুটি মানুষ প্রেমে পড়ে যা চেয়েছে, প্রার্থনা করেছে, আশা করেছে, পুরো ব্রহ্মাণ্ড তাঁদের সেটা উপহার দিতে এগিয়ে এসেছে, পূর্ণ করেছে।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা সত্যিই সৌভাগ্যবান, আশীর্বাদপ্রাপ্ত। ভালোবাসা আমাদের ঘিরে থাকুক।’
বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছিলেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা।
ইসলাম কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, আইনি বিবাহ সেরেছেন তাঁরা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পশ্চিম বান্দ্রায় অবস্থিত সোনাক্ষীর নিজস্ব অ্যাপার্টমেন্টে এ বিয়ের অনুষ্ঠান হয়।
এদিন রাতেই বিলাসবহুল হোটেল ‘বাস্তিয়ান’তে আয়োজন করা হয় সোনাক্ষী-জাহিরের জমজমাট বিবাহোত্তর সংবর্ধনা। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দেন নবদম্পতি।
রেখা, সালমান খান, কাজল, অদিতি রাও হায়দারিসহ অন্য অভিনেতাসহ বলিউডের সব নামকরা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।
প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত রোববার (২৩ জুন) মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা। ২৩ জুন বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
সেসব ছবিতে, সোনাক্ষীর পরনে ছিল মায়ের সাদা শাড়ি ও হীরা-মুক্ত খচিত অলংকার। বিশেষ এ দিনের জন্য তিনি ৪৪ বছরের পুরোনো শাড়ি আর অলংকারে বেছে নিয়েছিলেন।
বিয়ের দুই দিন পর আজ ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী। এদিন অভিনেত্রীকে বেনারসি শাড়িতে দেখা গেছে, আর বর জহির ইকবাল পরেছিলেন সাদা পোশাক।
ছবিগুলো শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘কী অসাধারণ একটা দিন ছিল। সব বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী আর ভালোবাসার মানুষদের সমর্থন, উত্তেজনা, উচ্ছ্বাস, উষ্ণতার কোনো কমতি ছিল না।’
সোনাক্ষী আরও লেখেন, ‘বিষয়টা এমন যে দুটি মানুষ প্রেমে পড়ে যা চেয়েছে, প্রার্থনা করেছে, আশা করেছে, পুরো ব্রহ্মাণ্ড তাঁদের সেটা উপহার দিতে এগিয়ে এসেছে, পূর্ণ করেছে।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা সত্যিই সৌভাগ্যবান, আশীর্বাদপ্রাপ্ত। ভালোবাসা আমাদের ঘিরে থাকুক।’
বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছিলেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা।
ইসলাম কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, আইনি বিবাহ সেরেছেন তাঁরা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পশ্চিম বান্দ্রায় অবস্থিত সোনাক্ষীর নিজস্ব অ্যাপার্টমেন্টে এ বিয়ের অনুষ্ঠান হয়।
এদিন রাতেই বিলাসবহুল হোটেল ‘বাস্তিয়ান’তে আয়োজন করা হয় সোনাক্ষী-জাহিরের জমজমাট বিবাহোত্তর সংবর্ধনা। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় ধরা দেন নবদম্পতি।
রেখা, সালমান খান, কাজল, অদিতি রাও হায়দারিসহ অন্য অভিনেতাসহ বলিউডের সব নামকরা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৮ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৯ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৯ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে