Ajker Patrika

ছোট্ট জাহ্নবীর ছবি ভাইরাল নেট দুনিয়ায়

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ৪৭
ছোট্ট জাহ্নবীর ছবি ভাইরাল নেট দুনিয়ায়

ছোট্ট জাহ্নবীর মিষ্টি হাসির প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। রীতিমতো ভাইরাল বলি তারকার ছোটবেলার ছবিটি। গতকাল মঙ্গলবার ছবিটি পোস্ট করেছেন স্বয়ং জাহ্নবী কাপুরের বাবা বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব বনি কাপুর। 

ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে বনি কাপুর পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে ‘খুশি’ সিনেমার শুটিং-এর সময় তোলা ছবি এটি। ছবির ক্যাপশনে বনি লিখেছেন, ‘আমাদের “খুশি” সিনেমার শুটিংয়ের সময় বার্লিংটনে (ভারমন্ট, যুক্তরাষ্ট্র) অর্জুন ও জাহ্নবীর মজার মুহূর্ত। 

ছবিতে অর্জুন, জাহ্নবী, রিয়া ও অনশুলাহিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, জাহ্নবীর ছোটবেলার ছবিটি ভাইরাল নেট দুনিয়ায়। অনেকে শেয়ার করে লিখেছেন, ‘এখন তিনি সবাইকে কাত করছেন রূপে। আর ছোটবেলায় কাত করতেন মিষ্টি হাসিতে।’ কেউ আবার লিখেছেন, ‘দুই সময়েই তিনি সুন্দর। তবে চেহারার পরিবর্তন অবাক করা।’ 

বাবা বনি কাপুর ও মা শ্রীদেবীর সঙ্গে জাহ্নবীশুধু জাহ্নবী নয়, ছবিতে রয়েছেন তাঁর তারকা ভাই অর্জুন কাপুরও। ভাই ও বোনের মধ্যে ছোট থেকেই খুনসুটির সম্পর্ক, তা ধরা পড়েছে ছবিতে। অনেকে মন্তব্য করেছেন, ভাই-বোনের মধ্যে যে ছোট থেকেই এমন দারুণ সম্পর্ক তা জানা ছিল না। বড় হয়েও অর্জুন-জাহ্নবীর সেই সম্পর্ক একই রকম মিষ্টি রয়ে গেছে। 

উল্লেখ্য, বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান অর্জুন কাপুর আর অনশুলা কাপুর। অন্যদিকে দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত