ছোট্ট জাহ্নবীর মিষ্টি হাসির প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। রীতিমতো ভাইরাল বলি তারকার ছোটবেলার ছবিটি। গতকাল মঙ্গলবার ছবিটি পোস্ট করেছেন স্বয়ং জাহ্নবী কাপুরের বাবা বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব বনি কাপুর।
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে বনি কাপুর পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে ‘খুশি’ সিনেমার শুটিং-এর সময় তোলা ছবি এটি। ছবির ক্যাপশনে বনি লিখেছেন, ‘আমাদের “খুশি” সিনেমার শুটিংয়ের সময় বার্লিংটনে (ভারমন্ট, যুক্তরাষ্ট্র) অর্জুন ও জাহ্নবীর মজার মুহূর্ত।
হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, জাহ্নবীর ছোটবেলার ছবিটি ভাইরাল নেট দুনিয়ায়। অনেকে শেয়ার করে লিখেছেন, ‘এখন তিনি সবাইকে কাত করছেন রূপে। আর ছোটবেলায় কাত করতেন মিষ্টি হাসিতে।’ কেউ আবার লিখেছেন, ‘দুই সময়েই তিনি সুন্দর। তবে চেহারার পরিবর্তন অবাক করা।’
শুধু জাহ্নবী নয়, ছবিতে রয়েছেন তাঁর তারকা ভাই অর্জুন কাপুরও। ভাই ও বোনের মধ্যে ছোট থেকেই খুনসুটির সম্পর্ক, তা ধরা পড়েছে ছবিতে। অনেকে মন্তব্য করেছেন, ভাই-বোনের মধ্যে যে ছোট থেকেই এমন দারুণ সম্পর্ক তা জানা ছিল না। বড় হয়েও অর্জুন-জাহ্নবীর সেই সম্পর্ক একই রকম মিষ্টি রয়ে গেছে।
উল্লেখ্য, বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান অর্জুন কাপুর আর অনশুলা কাপুর। অন্যদিকে দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
ছোট্ট জাহ্নবীর মিষ্টি হাসির প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। রীতিমতো ভাইরাল বলি তারকার ছোটবেলার ছবিটি। গতকাল মঙ্গলবার ছবিটি পোস্ট করেছেন স্বয়ং জাহ্নবী কাপুরের বাবা বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব বনি কাপুর।
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে বনি কাপুর পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে ‘খুশি’ সিনেমার শুটিং-এর সময় তোলা ছবি এটি। ছবির ক্যাপশনে বনি লিখেছেন, ‘আমাদের “খুশি” সিনেমার শুটিংয়ের সময় বার্লিংটনে (ভারমন্ট, যুক্তরাষ্ট্র) অর্জুন ও জাহ্নবীর মজার মুহূর্ত।
হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, জাহ্নবীর ছোটবেলার ছবিটি ভাইরাল নেট দুনিয়ায়। অনেকে শেয়ার করে লিখেছেন, ‘এখন তিনি সবাইকে কাত করছেন রূপে। আর ছোটবেলায় কাত করতেন মিষ্টি হাসিতে।’ কেউ আবার লিখেছেন, ‘দুই সময়েই তিনি সুন্দর। তবে চেহারার পরিবর্তন অবাক করা।’
শুধু জাহ্নবী নয়, ছবিতে রয়েছেন তাঁর তারকা ভাই অর্জুন কাপুরও। ভাই ও বোনের মধ্যে ছোট থেকেই খুনসুটির সম্পর্ক, তা ধরা পড়েছে ছবিতে। অনেকে মন্তব্য করেছেন, ভাই-বোনের মধ্যে যে ছোট থেকেই এমন দারুণ সম্পর্ক তা জানা ছিল না। বড় হয়েও অর্জুন-জাহ্নবীর সেই সম্পর্ক একই রকম মিষ্টি রয়ে গেছে।
উল্লেখ্য, বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান অর্জুন কাপুর আর অনশুলা কাপুর। অন্যদিকে দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৯ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৮ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৯ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৯ ঘণ্টা আগে