Ajker Patrika

আজই আম আদমি পার্টির নেতা রাঘবের সঙ্গে পরিণীতির বাগদান

বিনোদন ডেস্ক
আপডেট : ১৩ মে ২০২৩, ১১: ৫৪
Thumbnail image

বলিউড পাড়ায় আবার বাজছে সানাই। আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা জুটির বাগদানের অনুষ্ঠান। যদিও এ প্রসঙ্গে দুজনের কেউই এখনো মুখ খোলেননি মিডিয়ার সামনে। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তাঁদের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতিমধ্যে মুম্বাইয়ে অভিনেত্রীর বাড়ির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়েছে। দিল্লির ঐতিহ্যবাহী কাপুর্থালা হাউসে অনুষ্ঠিত হবে পরিণীতি ও রাঘবের বাগদান অনুষ্ঠান। পাঞ্জাবি রীতিতে হবে আংটি বদল। সর্বশেষ খবর অনুসারে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়াও। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে উড়ে আসবেন স্বামী নিক জোনাস ও কন্যা মালতি ম্যারিকে নিয়ে। এ ছাড়া বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর ও টেনিস তারকা সানিয়া মির্জাও উপস্থিত থাকবেন।

বাগদানে পরিণীতি পরবেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। অন্যদিকে রাঘবের পরনে থাকবে পবন সচদেবের নকশায় একটি শেরওয়ানি। এখন শুধু অপেক্ষার পালা, কখন তাঁরা বাগদানের সাজে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাগুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। গত মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?

সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত সপ্তাহে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’

রাঘবের সঙ্গে পরিণীতির পরিচয় বেশ আগে থেকেই। দুজন একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাঁদের পরস্পরের কাছে টেনেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত