দীপাবলিতে মেয়ের নাম জানালেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। গতকাল ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে নাম প্রকাশ্যে আনেন দীপিকা।
ইনস্টাগ্রামের সেই পোস্টে দীপিকা লেখেন‘দুয়া অর্থ্যাৎ প্রার্থনা। কারণ ও-ই আমাদের সব প্রার্থনর ফল।’ সেখানে মেয়ের একটি ছবি শেয়ার করেন তিনি। তবে সেই ছবিতে দুয়ার মুখ মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। দীপিকার সেই পোস্ট শেয়ার করেছেন রণবীর। এরপর থেকে তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকারা তাঁদের শুভকামনা জানিয়েছেন।
গত ৮ সেপ্টেম্বরে বাবা-মা হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ঘরে করে আসে কন্যাসন্তান। সন্তানের দেখাশোনা করার জন্য অভিনয় থেকে দূরে আছেন অভিনেত্রী। আগামী বছর কাজে ফেরার কথা আছে তাঁর।
এদিকে দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর মুক্তি পেয়েছে সিংহাম অ্যাগেইন। এ সিনেমায় রণবীর ও দীপিকা দুজজনেই অভিনয় করেছেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় সিনেমার প্রচারে দেখা যায়নি দীপিকাকে। তবে প্রচারের সময় রণবীর জানিয়েছিলেন সিংহাম আ্যগেইন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এ সিনেমা দিয়েই যে তাদের সন্তানের অভিষেক হচ্ছে। কারণ শুটিংয়ের সময় দীপিকার গর্ভে ছিল তাদের সন্তান। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় শুটিং করায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দীপিকাকে।
দীপাবলিতে মেয়ের নাম জানালেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। গতকাল ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে নাম প্রকাশ্যে আনেন দীপিকা।
ইনস্টাগ্রামের সেই পোস্টে দীপিকা লেখেন‘দুয়া অর্থ্যাৎ প্রার্থনা। কারণ ও-ই আমাদের সব প্রার্থনর ফল।’ সেখানে মেয়ের একটি ছবি শেয়ার করেন তিনি। তবে সেই ছবিতে দুয়ার মুখ মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। দীপিকার সেই পোস্ট শেয়ার করেছেন রণবীর। এরপর থেকে তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকারা তাঁদের শুভকামনা জানিয়েছেন।
গত ৮ সেপ্টেম্বরে বাবা-মা হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ঘরে করে আসে কন্যাসন্তান। সন্তানের দেখাশোনা করার জন্য অভিনয় থেকে দূরে আছেন অভিনেত্রী। আগামী বছর কাজে ফেরার কথা আছে তাঁর।
এদিকে দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর মুক্তি পেয়েছে সিংহাম অ্যাগেইন। এ সিনেমায় রণবীর ও দীপিকা দুজজনেই অভিনয় করেছেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় সিনেমার প্রচারে দেখা যায়নি দীপিকাকে। তবে প্রচারের সময় রণবীর জানিয়েছিলেন সিংহাম আ্যগেইন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এ সিনেমা দিয়েই যে তাদের সন্তানের অভিষেক হচ্ছে। কারণ শুটিংয়ের সময় দীপিকার গর্ভে ছিল তাদের সন্তান। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় শুটিং করায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দীপিকাকে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
৭ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৭ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১৭ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১৭ ঘণ্টা আগে