Ajker Patrika

শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিসের নামে প্রতারণা, সতর্কতা জারি

বিনোদন ডেস্ক
Thumbnail image

শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টে’ চাকরির লোভনীয় অফারের ভুয়া বিজ্ঞাপন দিয়ে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। সোশ্যাল মিডিয়াজুড়ে এমন প্রতারণা চোখ এড়ায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির। এবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করল প্রযোজনা সংস্থাটি। জানিয়ে দেওয়া হলো যে চাকরির নামে এমন সব বিজ্ঞাপন একেবারেই ভুয়া।

ইনস্টাগ্রামে ওই বিবৃতিতে রেড চিলিসের তরফে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ভুয়া অফার ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে যে এটা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাতে চাই যে রেড চিলিস এন্টারটেইনমেন্ট কোনো রকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনো কাজের অফার বা সুযোগ বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয় না। তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।’

এই পোস্টে তাঁরা আরও জানান, ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে কোনো অফার একমাত্র আমাদের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করে দেওয়া বা জানানো হয়।’

এখান থেকেই স্পষ্ট যে, শাহরুখ ও তাঁর প্রযোজনা সংস্থার নাম করে মুম্বাইয়ে ভুয়া কারবার চালাচ্ছে একটি চক্র। এবার সেটার বিষয়ে সচেতন করল স্বয়ং রেড চিলিস।

শাহরুখ খান। ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, শাহরুখকে শেষবার দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। বক্স অফিসে ভালোই আয় করেছিল সিনেমাটি। আগামীতে আসছে বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘কিং’। নির্মাতা সুজয় ঘোষের পরিচালনায় এতে থাকছেন শাহরুখকন্যা সুহানা খানও। এটি হতে যাচ্ছে থ্রিলার ঘরানার, যেখানে শাহরুখ থাকছেন ডনের ভূমিকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত