বিনোদন ডেস্ক
দক্ষিণি বাণিজ্যিক ছবির নায়িকা তামান্না। প্রথমবার যখন তাঁকে ওয়েব সিরিজে দেখা যায়, চমকে গিয়েছিলেন অনেকেই। তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। দ্বিতীয়টি ‘ইলেভেন্থ আওয়ার’। দুটি সিরিজই জনপ্রিয় হয়েছে। সেই সুবাদে তামান্না পুরোপুরি মনোযোগী হয়ে উঠেছেন ওটিটিতে। এবার নেটফ্লিক্সের জন্য অভিনয় করছেন একটি ওয়েভ ছবিতে। নাম ‘প্ল্যান এ প্ল্যান বি’। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।
বড় পর্দায়ও থেমে নেই তামান্নার অভিনয়। এরই মধ্যে কাজ করেছেন ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘এফ টু: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’ ছবির সিকুয়েল ‘এফ থ্রি’তে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর তেলুগু ছবি’ ‘সিটিমার’। ছবিতে তাঁকে দেখা যাবে গোপীচাঁদের সঙ্গে। অন্যদিকে বলিউডে তামান্না ভাটিয়ার পরবর্তী ছবি ‘বোলে চুড়িয়া’। এতে তিনি অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে।
এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখাবেন নওয়াজের ভাই শামস নওয়াব সিদ্দিকী। বর্তমানে তামান্না আলোচিত হিন্দি ছবি ‘আন্ধাধুন’-এর রিমেক ‘মায়েস্ত্রো’র শুটিংয়ে ব্যস্ত। ছবিতে আয়ুষ্মান খুরানার চরিত্রটি করবেন নিথিন। টাবুর চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।
গত বছর ওটিটির জন্য ‘আহা’ নামের একটি টক শো উপস্থাপনা করতেও দেখা যায় এই অভিনেত্রীকে। মোটকথা, তামান্না আছেন সব জায়গায়। তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী। বড় বাজেটের ছবিতে শোপিস হয়ে থাকার চেয়ে ছোট বাজেটের ছবিতে নিজের প্রতিভা প্রমাণ করাও উত্তম। আমি সব ধরনের ছবিতেই অভিনয় করতে চাই। তবে অবশ্যই চরিত্রটি গুরুত্বপূর্ণ হতে হবে।’
দক্ষিণি ছবির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তামান্না। দুধে আলতা গায়ের বরণের কারণে তাঁর রূপমুগ্ধ দক্ষিণ ভারত তাঁর নাম দিয়েছে ‘মিল্ক বিউটি’। হীরা ব্যবসায়ীর মেয়ে তামান্না ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে পা রাখেন চলচ্চিত্রে। ব্লকব্লাস্টার ছবি ‘বাহুবলী’তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।
পরে তেলুগু, তামিল ও হিন্দি ভাষার প্রায় ৬৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘আয়ান’, ‘প্রিয়া’, ‘ভীরাম’, ‘দেবী’,‘ওপিরি’, ‘১০০% লাভ’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’, ‘এফ টু’ প্রভৃতি তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে তিনি সব মাধ্যমে কাজ করতে চাইছেন।
দক্ষিণি বাণিজ্যিক ছবির নায়িকা তামান্না। প্রথমবার যখন তাঁকে ওয়েব সিরিজে দেখা যায়, চমকে গিয়েছিলেন অনেকেই। তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। দ্বিতীয়টি ‘ইলেভেন্থ আওয়ার’। দুটি সিরিজই জনপ্রিয় হয়েছে। সেই সুবাদে তামান্না পুরোপুরি মনোযোগী হয়ে উঠেছেন ওটিটিতে। এবার নেটফ্লিক্সের জন্য অভিনয় করছেন একটি ওয়েভ ছবিতে। নাম ‘প্ল্যান এ প্ল্যান বি’। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।
বড় পর্দায়ও থেমে নেই তামান্নার অভিনয়। এরই মধ্যে কাজ করেছেন ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘এফ টু: ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’ ছবির সিকুয়েল ‘এফ থ্রি’তে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর তেলুগু ছবি’ ‘সিটিমার’। ছবিতে তাঁকে দেখা যাবে গোপীচাঁদের সঙ্গে। অন্যদিকে বলিউডে তামান্না ভাটিয়ার পরবর্তী ছবি ‘বোলে চুড়িয়া’। এতে তিনি অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে।
এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখাবেন নওয়াজের ভাই শামস নওয়াব সিদ্দিকী। বর্তমানে তামান্না আলোচিত হিন্দি ছবি ‘আন্ধাধুন’-এর রিমেক ‘মায়েস্ত্রো’র শুটিংয়ে ব্যস্ত। ছবিতে আয়ুষ্মান খুরানার চরিত্রটি করবেন নিথিন। টাবুর চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।
গত বছর ওটিটির জন্য ‘আহা’ নামের একটি টক শো উপস্থাপনা করতেও দেখা যায় এই অভিনেত্রীকে। মোটকথা, তামান্না আছেন সব জায়গায়। তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী। বড় বাজেটের ছবিতে শোপিস হয়ে থাকার চেয়ে ছোট বাজেটের ছবিতে নিজের প্রতিভা প্রমাণ করাও উত্তম। আমি সব ধরনের ছবিতেই অভিনয় করতে চাই। তবে অবশ্যই চরিত্রটি গুরুত্বপূর্ণ হতে হবে।’
দক্ষিণি ছবির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তামান্না। দুধে আলতা গায়ের বরণের কারণে তাঁর রূপমুগ্ধ দক্ষিণ ভারত তাঁর নাম দিয়েছে ‘মিল্ক বিউটি’। হীরা ব্যবসায়ীর মেয়ে তামান্না ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে পা রাখেন চলচ্চিত্রে। ব্লকব্লাস্টার ছবি ‘বাহুবলী’তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।
পরে তেলুগু, তামিল ও হিন্দি ভাষার প্রায় ৬৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘আয়ান’, ‘প্রিয়া’, ‘ভীরাম’, ‘দেবী’,‘ওপিরি’, ‘১০০% লাভ’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’, ‘এফ টু’ প্রভৃতি তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে তিনি সব মাধ্যমে কাজ করতে চাইছেন।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৫ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৯ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৯ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৯ ঘণ্টা আগে