একটি নয়, স্বামী রণবীর সিংকে নিয়ে দুটি গুরত্বপূর্ণ তথ্য জানালেন বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের কোন স্বভাব দেখে রেগে যান এবং কোনটি বিশেষভাবে ভালো লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘সত্যি কথা বলতে রণবীরের উপর ক্ষেপে যাবো এমন কোনও কিছু ও সাধারণত করে না। তবে হ্যা, খুব তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর অর্ধেক খাওয়াও হয়নি। ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! তাতে বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’
তবে রণবীরের একটা ব্যাপার ভীষণ পছন্দও করেন এই অভিনেত্রী। বলেন, ‘রণবীরের যে ব্যাপারটি আমার সবচেয়ে পছন্দ তা হলো ও আবেগপ্রবণ। আর ভালোবাসার মানুষগুলোর যত্ন প্রতিদিন নিতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওর প্রেমে প্রতিদিন পড়ি।’
অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের প্রশংসা করতে হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও কমতি রাখছেন না রণবীর। বুধবার প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান চালিয়েই গাড়িতে নাচছিলেন রণবীর-দীপিকা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন দীপিকার স্বামী।
পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘সব কুল কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টে কমেন্ট করেছেন দীপিকা। বলেন, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’।
আজ (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।
একটি নয়, স্বামী রণবীর সিংকে নিয়ে দুটি গুরত্বপূর্ণ তথ্য জানালেন বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের কোন স্বভাব দেখে রেগে যান এবং কোনটি বিশেষভাবে ভালো লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘সত্যি কথা বলতে রণবীরের উপর ক্ষেপে যাবো এমন কোনও কিছু ও সাধারণত করে না। তবে হ্যা, খুব তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর অর্ধেক খাওয়াও হয়নি। ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! তাতে বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’
তবে রণবীরের একটা ব্যাপার ভীষণ পছন্দও করেন এই অভিনেত্রী। বলেন, ‘রণবীরের যে ব্যাপারটি আমার সবচেয়ে পছন্দ তা হলো ও আবেগপ্রবণ। আর ভালোবাসার মানুষগুলোর যত্ন প্রতিদিন নিতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওর প্রেমে প্রতিদিন পড়ি।’
অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের প্রশংসা করতে হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও কমতি রাখছেন না রণবীর। বুধবার প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান চালিয়েই গাড়িতে নাচছিলেন রণবীর-দীপিকা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন দীপিকার স্বামী।
পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘সব কুল কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টে কমেন্ট করেছেন দীপিকা। বলেন, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’।
আজ (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে