বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাঁরা প্রেম করছেন বলে জানা গিয়েছিল। এরপর অনেকদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। বছরের শেষ দিনে এসে জানা গেল আগামী বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন তাঁরা। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউ-ই এখন পর্যন্ত মুখ খোলেননি এ ব্যাপারে।
বিয়ে ৬ ফেব্রুয়ারিতে হলেও তাঁদের বিয়ের পূর্বের অনুষ্ঠানগুলো ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেহেদি, হলদি ও সংগীত অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি এবং পরিবারের সঙ্গে সেখানে উদ্যাপন করা হবে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিরাপত্তাকর্মী ও দেহরক্ষীদের একটি দল আগামী ৩ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে পাঠানো হবে। সেখানে আমন্ত্রণে যোগ দিতে যাওয়া ভারতের বিশেষ ব্যক্তিদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হবে। অনুষ্ঠানটি ঘিরে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়সালমির প্যালেস হোটেলটি রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল সম্পত্তি। এই মনোরম লোকেশনে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে একটি দুর্দান্ত আয়োজনই হতে যাচ্ছে বলেই ধারণা পাওয়া যাচ্ছে।
যদিও এর আগে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে না, চণ্ডীগড় নয় বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান।
কয়েক বছর ধরেই নাকি প্রেম করছিলেন সিদ্ধার্থ-কিয়ারার। অথচ এই বিষয়ে কেউই এত দিন মুখ খোলেননি। যদিও তাঁদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না এমন প্রশ্ন জিজ্ঞেস করলেই তাঁরা হেসে উড়িয়ে বলতেন, ‘না না, আমরা স্রেফ ভালো বন্ধু।’ শেষমেশ তাঁদের দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি অনুরাগীরা।
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাঁরা প্রেম করছেন বলে জানা গিয়েছিল। এরপর অনেকদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। বছরের শেষ দিনে এসে জানা গেল আগামী বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন তাঁরা। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউ-ই এখন পর্যন্ত মুখ খোলেননি এ ব্যাপারে।
বিয়ে ৬ ফেব্রুয়ারিতে হলেও তাঁদের বিয়ের পূর্বের অনুষ্ঠানগুলো ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেহেদি, হলদি ও সংগীত অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি এবং পরিবারের সঙ্গে সেখানে উদ্যাপন করা হবে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিরাপত্তাকর্মী ও দেহরক্ষীদের একটি দল আগামী ৩ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে পাঠানো হবে। সেখানে আমন্ত্রণে যোগ দিতে যাওয়া ভারতের বিশেষ ব্যক্তিদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হবে। অনুষ্ঠানটি ঘিরে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়সালমির প্যালেস হোটেলটি রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল সম্পত্তি। এই মনোরম লোকেশনে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে একটি দুর্দান্ত আয়োজনই হতে যাচ্ছে বলেই ধারণা পাওয়া যাচ্ছে।
যদিও এর আগে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে না, চণ্ডীগড় নয় বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান।
কয়েক বছর ধরেই নাকি প্রেম করছিলেন সিদ্ধার্থ-কিয়ারার। অথচ এই বিষয়ে কেউই এত দিন মুখ খোলেননি। যদিও তাঁদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না এমন প্রশ্ন জিজ্ঞেস করলেই তাঁরা হেসে উড়িয়ে বলতেন, ‘না না, আমরা স্রেফ ভালো বন্ধু।’ শেষমেশ তাঁদের দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি অনুরাগীরা।
বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
৬ ঘণ্টা আগেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
৭ ঘণ্টা আগেসংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
৯ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১ দিন আগে