অমিতাভ বচ্চন নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। শুটিংয়ের জন্য তিনি গতকাল পৌঁছলেন লক্ষ্ণৌ। এই শহরে দুই বছর আগেই ‘গুলাবো সিতাবো’ সিনেমার শুটিং করেছিলেন বিগ বি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, লক্ষ্ণৌয়ে শিঘ্রই অমিতাভ বচ্চন পরিচালক সুজিত সরকারের পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। এরইমধ্যে তিনি সূরজ বরজাতিয়ার ‘উঁচাই’ সিনেমার শুটিংও শেষ করবেন। বর্তমানে ‘উঁচাই’ সিনেমার শুটিং চলছে।
অমিতাভ বচ্চন নিজের ব্লগে বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লাইট থেকে। ছবির সঙ্গে ক্যাপশনে শুটিং শুরু নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করেন অভিনেতা। যদিও সিনেমার নাম ও শুটিং লোকেশন শেয়ার করেননি তিনি।
ক্যাপশনে লেখেন, ‘আরও একটা দিন, আরও একটা সফর, আরও একটা নতুন প্রজেক্ট। বিমানবন্দর থেকে সোজা সেটে এবং এখন ফিরলাম। কাল অনেক সকালে কল রয়েছে।’
এই সিনেমার কলাকুশলী থেকে শুরু তরে তাঁদের চরিত্র, মেকআপ সবকিছুতেই থাকবে চমক। অমিতাভ বচ্চনের ব্লগেই আভাস মিলল তার।
ইনস্টাগ্রামেও বেশ কিছু ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে লেখেন, ‘ট্রাভেলড অ্যান্ড পিঙ্কড আপ... নতুন দিন, নতুন ছবি, নতুন শেখা... প্রত্যেক দিন।’
অমিতাভ বচ্চন নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। শুটিংয়ের জন্য তিনি গতকাল পৌঁছলেন লক্ষ্ণৌ। এই শহরে দুই বছর আগেই ‘গুলাবো সিতাবো’ সিনেমার শুটিং করেছিলেন বিগ বি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, লক্ষ্ণৌয়ে শিঘ্রই অমিতাভ বচ্চন পরিচালক সুজিত সরকারের পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। এরইমধ্যে তিনি সূরজ বরজাতিয়ার ‘উঁচাই’ সিনেমার শুটিংও শেষ করবেন। বর্তমানে ‘উঁচাই’ সিনেমার শুটিং চলছে।
অমিতাভ বচ্চন নিজের ব্লগে বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লাইট থেকে। ছবির সঙ্গে ক্যাপশনে শুটিং শুরু নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করেন অভিনেতা। যদিও সিনেমার নাম ও শুটিং লোকেশন শেয়ার করেননি তিনি।
ক্যাপশনে লেখেন, ‘আরও একটা দিন, আরও একটা সফর, আরও একটা নতুন প্রজেক্ট। বিমানবন্দর থেকে সোজা সেটে এবং এখন ফিরলাম। কাল অনেক সকালে কল রয়েছে।’
এই সিনেমার কলাকুশলী থেকে শুরু তরে তাঁদের চরিত্র, মেকআপ সবকিছুতেই থাকবে চমক। অমিতাভ বচ্চনের ব্লগেই আভাস মিলল তার।
ইনস্টাগ্রামেও বেশ কিছু ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে লেখেন, ‘ট্রাভেলড অ্যান্ড পিঙ্কড আপ... নতুন দিন, নতুন ছবি, নতুন শেখা... প্রত্যেক দিন।’
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে