Ajker Patrika

দুই সিনেমার শুটিংয়ে লক্ষ্ণৌ অমিতাভ বচ্চন

দুই সিনেমার শুটিংয়ে লক্ষ্ণৌ অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। শুটিংয়ের জন্য তিনি গতকাল পৌঁছলেন লক্ষ্ণৌ। এই শহরে দুই বছর আগেই ‘গুলাবো সিতাবো’ সিনেমার শুটিং করেছিলেন বিগ বি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, লক্ষ্ণৌয়ে শিঘ্রই অমিতাভ বচ্চন পরিচালক সুজিত সরকারের পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। এরইমধ্যে তিনি সূরজ বরজাতিয়ার ‘উঁচাই’ সিনেমার শুটিংও শেষ করবেন। বর্তমানে ‘উঁচাই’ সিনেমার শুটিং চলছে।

অমিতাভ বচ্চন নিজের ব্লগে বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লাইট থেকে। ছবির সঙ্গে ক্যাপশনে শুটিং শুরু নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করেন অভিনেতা। যদিও সিনেমার নাম ও শুটিং লোকেশন শেয়ার করেননি তিনি।

‘উঁচাই’ সিনেমার শুটিংয়ে অমিতাভ বচ্চনক্যাপশনে লেখেন, ‘আরও একটা দিন, আরও একটা সফর, আরও একটা নতুন প্রজেক্ট। বিমানবন্দর থেকে সোজা সেটে এবং এখন ফিরলাম। কাল অনেক সকালে কল রয়েছে।’

এই সিনেমার কলাকুশলী থেকে শুরু তরে তাঁদের চরিত্র, মেকআপ সবকিছুতেই থাকবে চমক। অমিতাভ বচ্চনের ব্লগেই আভাস মিলল তার।

ইনস্টাগ্রামেও বেশ কিছু ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে লেখেন, ‘ট্রাভেলড অ্যান্ড পিঙ্কড আপ... নতুন দিন, নতুন ছবি, নতুন শেখা... প্রত্যেক দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত