বিনোদন ডেস্ক
শাহরুখ খান-কাজল জুটির সবচেয়ে আলোচিত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা এটি। আদিত্য চোপড়া পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালের ২০ অক্টোবর। এ বছর মুক্তির ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে মিউজিক্যাল রোমান্স ডিডিএলজে। এ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্রিটিশ রেলওয়ে।
বলিউডের এই সিনেমা নিয়ে ব্রিটিশ রেলওয়ের মাতামাতির বিশেষ কারণ রয়েছে। যশ রাজ ফিল্মসের এ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হয়েছিল যুক্তরাজ্যে। সিনেমায় দেখা গিয়েছিল লন্ডন, ম্যানচেস্টারের একাধিক রেলস্টেশন। কিংস ক্রস স্টেশনে প্রথম দেখা হয়েছিল রাজ-সিমরানের, সেখানেই প্রথম পরস্পরের প্রতি প্রবল ভালোবাসা অনুভব করে। রেলস্টেশন এ সিনেমার গল্পের পরতে পরতে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দেখা দিয়েছে।
এদিকে এ বছরই ২০০ বছর পার করল ব্রিটেনের আধুনিক রেলপথ ব্যবস্থা। তাই শাহরুখ খান-কাজল অভিনীত প্রেমের সিনেমা ডিডিএলজের হাত ধরে এ বছর ভ্যালেন্টাইনস ডে উদ্যাপন করতে চায় ব্রিটিশ রেলওয়ে। সব মিলিয়ে এই বিশেষ বছরকে উদ্যাপন করতে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ নামে এক আন্তর্দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ রেলওয়ে ও যশ রাজ ফিল্মস।
অনুষ্ঠানে সিনেমাটির গান ও গল্পকে নাটক আকারে মঞ্চস্থ করা হবে। অনুষ্ঠানের জন্য প্রাচ্য ও পাশ্চাত্য সুরের মিশ্রণে তৈরি করা হয়েছে ১৮টি ইংরেজি গান। রাজ-সিমরানের প্রথম দেখার দৃশ্যটিও মঞ্চে দেখানো হবে। জানা গেছে, আগামী ২৯ মে ম্যানচেস্টার অপেরা হাউসে শুরু হবে অনুষ্ঠান, চলবে ২১ জুন পর্যন্ত।
এক বিবৃতিতে ‘রেলওয়ে ২০০’ আয়োজনের নির্বাহী পরিচালক সুজান ডোনেলি বলেন, ‘যুগ যুগ ধরে চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে রেলওয়ে। ফলে যোগাযোগের বাইরে সংস্কৃতিতেও রেলওয়ের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ব্রিটেনে আধুনিক রেলপথ ব্যবস্থার দ্বিশত বর্ষ ও ডিডিএলজের ৩০ বছর পূর্তি একই বিন্দুতে মিলে গেছে। তাই উপলক্ষটি জাঁকজমকভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা।’
শাহরুখ খান-কাজল জুটির সবচেয়ে আলোচিত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা এটি। আদিত্য চোপড়া পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালের ২০ অক্টোবর। এ বছর মুক্তির ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে মিউজিক্যাল রোমান্স ডিডিএলজে। এ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্রিটিশ রেলওয়ে।
বলিউডের এই সিনেমা নিয়ে ব্রিটিশ রেলওয়ের মাতামাতির বিশেষ কারণ রয়েছে। যশ রাজ ফিল্মসের এ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হয়েছিল যুক্তরাজ্যে। সিনেমায় দেখা গিয়েছিল লন্ডন, ম্যানচেস্টারের একাধিক রেলস্টেশন। কিংস ক্রস স্টেশনে প্রথম দেখা হয়েছিল রাজ-সিমরানের, সেখানেই প্রথম পরস্পরের প্রতি প্রবল ভালোবাসা অনুভব করে। রেলস্টেশন এ সিনেমার গল্পের পরতে পরতে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দেখা দিয়েছে।
এদিকে এ বছরই ২০০ বছর পার করল ব্রিটেনের আধুনিক রেলপথ ব্যবস্থা। তাই শাহরুখ খান-কাজল অভিনীত প্রেমের সিনেমা ডিডিএলজের হাত ধরে এ বছর ভ্যালেন্টাইনস ডে উদ্যাপন করতে চায় ব্রিটিশ রেলওয়ে। সব মিলিয়ে এই বিশেষ বছরকে উদ্যাপন করতে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ নামে এক আন্তর্দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ রেলওয়ে ও যশ রাজ ফিল্মস।
অনুষ্ঠানে সিনেমাটির গান ও গল্পকে নাটক আকারে মঞ্চস্থ করা হবে। অনুষ্ঠানের জন্য প্রাচ্য ও পাশ্চাত্য সুরের মিশ্রণে তৈরি করা হয়েছে ১৮টি ইংরেজি গান। রাজ-সিমরানের প্রথম দেখার দৃশ্যটিও মঞ্চে দেখানো হবে। জানা গেছে, আগামী ২৯ মে ম্যানচেস্টার অপেরা হাউসে শুরু হবে অনুষ্ঠান, চলবে ২১ জুন পর্যন্ত।
এক বিবৃতিতে ‘রেলওয়ে ২০০’ আয়োজনের নির্বাহী পরিচালক সুজান ডোনেলি বলেন, ‘যুগ যুগ ধরে চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে রেলওয়ে। ফলে যোগাযোগের বাইরে সংস্কৃতিতেও রেলওয়ের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ব্রিটেনে আধুনিক রেলপথ ব্যবস্থার দ্বিশত বর্ষ ও ডিডিএলজের ৩০ বছর পূর্তি একই বিন্দুতে মিলে গেছে। তাই উপলক্ষটি জাঁকজমকভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা।’
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
২ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
২ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
২ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
২ ঘণ্টা আগে