Ajker Patrika

বিচ্ছেদের খবর মিথ্যা, জানালেন মালাইকার ম্যানেজার

আপডেট : ০১ জুন ২০২৪, ১৪: ১২
বিচ্ছেদের খবর মিথ্যা, জানালেন মালাইকার ম্যানেজার

মালাইকা অরোরার সঙ্গে প্রেম ভেঙেছে অর্জুন কাপুরের। তাঁদের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা। গতকাল শুক্রবার এই গুঞ্জন ছিল টক অব দ্য বলিউড। কিন্তু মালাইকা অরোরার ম্যানেজার জানিয়েছেন, খবরটি মিথ্যা, তারা একসঙ্গেই আছেন এবং সুখে আছেন।

পিঙ্কভিলা জানিয়েছিল, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান অটুট আছে অর্জুন-মালাইকার। সে কারণেই বিচ্ছেদ নিয়ে কোনোভাবেই প্রকাশ্যে মুখ খুলবেন না তাঁরা।

অর্জুন-মালাইকা। ছবি: সংগৃহীততবে মালাইকার ম্যানেজারকে এই জুটির বিচ্ছেদ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, ‘না, না। এসব মিথ্যা।’ তিনি আরও জানিয়েছেন, গুজব নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের সম্পর্কের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান মালাইকা-অর্জুন।

অর্জুন-মালাইকার সম্পর্কের ব্যাপ্তি প্রায় ছয় বছর। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বয়সের ফারাক থেকে মালাইকার ডিভোর্সি স্ট্যাটাস কোনোটিই বাদ সাধেনি এই প্রেমকাহিনিতে। তবে অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা, এমনই গুঞ্জন বলিউডপাড়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

তৃতীয় দফায় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত