বিনোদন ডেস্ক
মারপিট আর নাচ–গানে ভরা সালমান খানের নতুন সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই।’ ঈদে এক হাজারটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতে এক শটি হলও খোলা নেই। তাই সিনেমা হলে মুক্তির ভাবনা থেকে সরে এসেছেন ‘রাধে’র পরিচালক-প্রযোজক।
সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মই শেষ ভরসা। জি প্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৩ মে। এতে এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে সালমান খানকে। বড় বড় সন্ত্রাসীকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন তিনি। অ্যাকশন দৃশ্যে থাকবে সালমানের নিজস্ব স্টাইল।
দেখুন ‘রাধে’র ট্রেলার:
ভক্তরা হয়ত ভাইজানের সেই স্টাইল দেখতেই ছুটবেন প্রেক্ষাগৃহে, যদি ঈদের পর খোলা থাকে! ‘রাধে’ সিনেমায় রোমান্স, গান বা মসলার কমতি রাখেননি পরিচালক প্রভুদেবা। দিশা পাটানির সঙ্গে রোমান্সে বুঁদ হতে দেখা যাবে পঞ্চাশোর্ধ সালমানকে! আইটেম গার্ল হিসেবে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
তেলুগু সিনেমা ‘লোফার’ দিয়ে শুরু হয় দিশা পাটানির ক্যারিয়ার। এই একটা সিনেমা বাদ দিলে দিশা সাফল্যের বিচারে এক শতে এক শ পাবেন। কারণ তাঁর আগের চারটি হিন্দি সিনেমা ‘এম এস ধোনি—দ্য আনটোল্ড স্টোরি’, ‘বাগি ২’, ‘ভারত’ ও ‘মালাং’ সুপারহিট। ভারত-চীন যৌথ প্রযোজনার ‘কুং ফু ইয়োগা’ও ব্যবসাসফল।
‘রাধে’র ‘সিটি মার’ গানের ভিডিও:
তারপরও দিশা তেমন আলোচনায় থাকেন না। শুধু টাইগার শ্রফের সঙ্গে তাঁর প্রেম নিয়েই যা খবর হয়। এর অন্যতম কারণ, তাঁর মুক্তি পাওয়া সব ছবিই নায়কনির্ভর। অ্যাকশন ধাঁচের সিনেমায় বলতে গেলে তাঁর তেমন কিছু করার থাকে না।
‘সুযোগ পাওয়া তো আমার হাতে নেই। অন্য ধরণের সিনেমায় সুযোগ পেলে নিজের দক্ষতা প্রমাণ করা যায়’, বলেন দিশা। এর আগে ‘ভারত’ এ অভিনয় করলেও সালমানের নায়িকা ছিলেন না। করেছিলেন ছোট্ট একটি চরিত্র। ‘রাধে’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।
জনপ্রিয় কোরিয়ান সিনেমা ‘দ্য আউটলজ’-এর হিন্দি রিমেক ‘রাধে’। ৫৫ বছর বয়সী সালমানের নায়িকা ২৭ বছরের দিশা—এটা নিয়ে অনেক ট্রল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সালমান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কই, পর্দায় তো আমাদের একই বয়সের মনে হয়েছে।’
‘রাধে’র টাইটেল সং:
‘রাধে’ তে এই প্রথম পর্দায় চুমু খেয়েছেন ‘ভাইজান’। তবে সেটা কাগজে-কলমে ‘অনস্ক্রিণ কিস’ হলেও শুটিং হয়েছে অন্য কায়দায়। ‘আরে আমি তো টেপে চুমু খেয়েছি, দিশাকে নয়’, মজা করে বলেন সালমান। সিনেমায় দিশার অভিনয়ে ‘ভাইজান’ খুবই খুশি। শোনা যাচ্ছে, সালমানের পরের সিনেমাতেও দিশাকে দেখা যেতে পারে।
‘রাধে’র ট্রেলারে আলাদা করে নজর কেড়েছেন রণদীপ হুদা। বলিউডের বাঘা বাঘা সব তারকাখ্যাতির আড়ালে চাপা পড়ে যাওয়া শক্তিশালী এই অভিনেতা খলনায়ক হিসেবে লড়বেন ভাইয়ের সঙ্গে। দেখা যাবে জ্যাকি শ্রফ ও মেঘা আকাশকেও।
‘রাধে’র ‘জুম জুম’ গানের ভিডিও:
ঈদে বাংলাদেশের দর্শকরাও চাইলে ‘রাধে’ দেখতে পাবে। কারণ সারা দুনিয়ার প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ‘জিপ্লেক্স’ ও ‘জি-ফাইভ’-এও দেখা যাবে ছবিটি। তবে গুনতে হবে ২৯৯ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪২ টাকা)।
মারপিট আর নাচ–গানে ভরা সালমান খানের নতুন সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই।’ ঈদে এক হাজারটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতে এক শটি হলও খোলা নেই। তাই সিনেমা হলে মুক্তির ভাবনা থেকে সরে এসেছেন ‘রাধে’র পরিচালক-প্রযোজক।
সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মই শেষ ভরসা। জি প্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৩ মে। এতে এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে সালমান খানকে। বড় বড় সন্ত্রাসীকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন তিনি। অ্যাকশন দৃশ্যে থাকবে সালমানের নিজস্ব স্টাইল।
দেখুন ‘রাধে’র ট্রেলার:
ভক্তরা হয়ত ভাইজানের সেই স্টাইল দেখতেই ছুটবেন প্রেক্ষাগৃহে, যদি ঈদের পর খোলা থাকে! ‘রাধে’ সিনেমায় রোমান্স, গান বা মসলার কমতি রাখেননি পরিচালক প্রভুদেবা। দিশা পাটানির সঙ্গে রোমান্সে বুঁদ হতে দেখা যাবে পঞ্চাশোর্ধ সালমানকে! আইটেম গার্ল হিসেবে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
তেলুগু সিনেমা ‘লোফার’ দিয়ে শুরু হয় দিশা পাটানির ক্যারিয়ার। এই একটা সিনেমা বাদ দিলে দিশা সাফল্যের বিচারে এক শতে এক শ পাবেন। কারণ তাঁর আগের চারটি হিন্দি সিনেমা ‘এম এস ধোনি—দ্য আনটোল্ড স্টোরি’, ‘বাগি ২’, ‘ভারত’ ও ‘মালাং’ সুপারহিট। ভারত-চীন যৌথ প্রযোজনার ‘কুং ফু ইয়োগা’ও ব্যবসাসফল।
‘রাধে’র ‘সিটি মার’ গানের ভিডিও:
তারপরও দিশা তেমন আলোচনায় থাকেন না। শুধু টাইগার শ্রফের সঙ্গে তাঁর প্রেম নিয়েই যা খবর হয়। এর অন্যতম কারণ, তাঁর মুক্তি পাওয়া সব ছবিই নায়কনির্ভর। অ্যাকশন ধাঁচের সিনেমায় বলতে গেলে তাঁর তেমন কিছু করার থাকে না।
‘সুযোগ পাওয়া তো আমার হাতে নেই। অন্য ধরণের সিনেমায় সুযোগ পেলে নিজের দক্ষতা প্রমাণ করা যায়’, বলেন দিশা। এর আগে ‘ভারত’ এ অভিনয় করলেও সালমানের নায়িকা ছিলেন না। করেছিলেন ছোট্ট একটি চরিত্র। ‘রাধে’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।
জনপ্রিয় কোরিয়ান সিনেমা ‘দ্য আউটলজ’-এর হিন্দি রিমেক ‘রাধে’। ৫৫ বছর বয়সী সালমানের নায়িকা ২৭ বছরের দিশা—এটা নিয়ে অনেক ট্রল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সালমান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কই, পর্দায় তো আমাদের একই বয়সের মনে হয়েছে।’
‘রাধে’র টাইটেল সং:
‘রাধে’ তে এই প্রথম পর্দায় চুমু খেয়েছেন ‘ভাইজান’। তবে সেটা কাগজে-কলমে ‘অনস্ক্রিণ কিস’ হলেও শুটিং হয়েছে অন্য কায়দায়। ‘আরে আমি তো টেপে চুমু খেয়েছি, দিশাকে নয়’, মজা করে বলেন সালমান। সিনেমায় দিশার অভিনয়ে ‘ভাইজান’ খুবই খুশি। শোনা যাচ্ছে, সালমানের পরের সিনেমাতেও দিশাকে দেখা যেতে পারে।
‘রাধে’র ট্রেলারে আলাদা করে নজর কেড়েছেন রণদীপ হুদা। বলিউডের বাঘা বাঘা সব তারকাখ্যাতির আড়ালে চাপা পড়ে যাওয়া শক্তিশালী এই অভিনেতা খলনায়ক হিসেবে লড়বেন ভাইয়ের সঙ্গে। দেখা যাবে জ্যাকি শ্রফ ও মেঘা আকাশকেও।
‘রাধে’র ‘জুম জুম’ গানের ভিডিও:
ঈদে বাংলাদেশের দর্শকরাও চাইলে ‘রাধে’ দেখতে পাবে। কারণ সারা দুনিয়ার প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ‘জিপ্লেক্স’ ও ‘জি-ফাইভ’-এও দেখা যাবে ছবিটি। তবে গুনতে হবে ২৯৯ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪২ টাকা)।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৯ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৭ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২১ ঘণ্টা আগে