বিনোদন ডেস্ক
কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন সোনাক্ষী সিনহার এই সময়ের ওয়াচলিস্টে। বোম্বে টাইমসকে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে কোন দুই সিরিজে বুঁদ হয়ে আছেন তিনি।
ডাব্বা কার্টেল
ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজটি। কয়েকজন মধ্যবিত্ত নারীর গল্প, যারা খাবারের ব্যবসা করে। বাড়িতে রান্না করে লাঞ্চবক্সে ভরে অর্ডারমাফিক সেই খাবার পাঠানো হয় বিভিন্ন অফিসে। দুর্ঘটনাবশত তারা জড়িয়ে পড়ে মাদক কারবারিতে। তাদের লাঞ্চবক্সে করে মাদক পরিবহন হতে থাকে। নেটওয়ার্ক বিস্তৃত হয়, তাদের পিছু নেয় পুলিশ। এতে অভিনয় করেছেন শাবানা আজমী, জ্যোতিকা, শালিনী পাণ্ডের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। সিরিজটি নিয়ে সোনাক্ষী সিনহার মন্তব্য, ‘সিরিজটি ভীষণ উপভোগ করেছি। নারী চরিত্রদের প্রধান করে অসাধারণ একটা কাজ। অভিনয়ের তো কোনো তুলনা হয় না। সিরিজের গল্প আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রেখেছিল।’
মডার্ন ফ্যামিলি
আলোচিত এই সিটকম সোনাক্ষী সিনহার সব সময়ের প্রিয়। এবিসি চ্যানেলে ২০০৯ সালে শুরু হয়েছিল ‘মডার্ন ফ্যামিলি’র প্রচার। সাফল্যের সঙ্গে ১১টি সিজন পার করে ২০২০ সালে শেষ হয়েছে সিরিজটি। প্রচারিত হয়েছে ২৫০টি পর্ব। লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বসবাসকারী তিনটি ভিন্ন ধরনের পরিবারের গল্প উঠে এসেছে এতে। একক, যৌথ ও সমকামী—তিন পরিবারের প্রতি মুহূর্তের গল্প দেখানো হয়েছে কমেডির মোড়কে। মডার্ন ফ্যামিলি নিয়ে সোনাক্ষী বলেন, ‘ভীষণ হাসির একটি গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি মানুষের আচরণ, বিশ্বাস আলাদা হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যরা কীভাবে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, বোঝার চেষ্টা করে। একটি পরিবার কেমন হওয়া উচিত, সেটা শেখা যায় এ সিরিজ থেকে। অনেক বছর ধরেই মডার্ন ফ্যামিলি আমার অন্যতম পছন্দের সিরিজ। এটা আমি বারবার দেখতেও রাজি।’
কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন সোনাক্ষী সিনহার এই সময়ের ওয়াচলিস্টে। বোম্বে টাইমসকে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে কোন দুই সিরিজে বুঁদ হয়ে আছেন তিনি।
ডাব্বা কার্টেল
ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজটি। কয়েকজন মধ্যবিত্ত নারীর গল্প, যারা খাবারের ব্যবসা করে। বাড়িতে রান্না করে লাঞ্চবক্সে ভরে অর্ডারমাফিক সেই খাবার পাঠানো হয় বিভিন্ন অফিসে। দুর্ঘটনাবশত তারা জড়িয়ে পড়ে মাদক কারবারিতে। তাদের লাঞ্চবক্সে করে মাদক পরিবহন হতে থাকে। নেটওয়ার্ক বিস্তৃত হয়, তাদের পিছু নেয় পুলিশ। এতে অভিনয় করেছেন শাবানা আজমী, জ্যোতিকা, শালিনী পাণ্ডের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। সিরিজটি নিয়ে সোনাক্ষী সিনহার মন্তব্য, ‘সিরিজটি ভীষণ উপভোগ করেছি। নারী চরিত্রদের প্রধান করে অসাধারণ একটা কাজ। অভিনয়ের তো কোনো তুলনা হয় না। সিরিজের গল্প আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রেখেছিল।’
মডার্ন ফ্যামিলি
আলোচিত এই সিটকম সোনাক্ষী সিনহার সব সময়ের প্রিয়। এবিসি চ্যানেলে ২০০৯ সালে শুরু হয়েছিল ‘মডার্ন ফ্যামিলি’র প্রচার। সাফল্যের সঙ্গে ১১টি সিজন পার করে ২০২০ সালে শেষ হয়েছে সিরিজটি। প্রচারিত হয়েছে ২৫০টি পর্ব। লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বসবাসকারী তিনটি ভিন্ন ধরনের পরিবারের গল্প উঠে এসেছে এতে। একক, যৌথ ও সমকামী—তিন পরিবারের প্রতি মুহূর্তের গল্প দেখানো হয়েছে কমেডির মোড়কে। মডার্ন ফ্যামিলি নিয়ে সোনাক্ষী বলেন, ‘ভীষণ হাসির একটি গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি মানুষের আচরণ, বিশ্বাস আলাদা হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যরা কীভাবে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, বোঝার চেষ্টা করে। একটি পরিবার কেমন হওয়া উচিত, সেটা শেখা যায় এ সিরিজ থেকে। অনেক বছর ধরেই মডার্ন ফ্যামিলি আমার অন্যতম পছন্দের সিরিজ। এটা আমি বারবার দেখতেও রাজি।’
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৩ ঘণ্টা আগে