Ajker Patrika

১০ দিনেই ১২৫ কোটি রুপির ক্লাবে আমির খানের ‘সিতারে জমিন পার’

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘সিতারে জমিন পার’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২০ জুন। আরএস প্রসন্ন পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই ৩ বছর পর বড় পর্দায় ফিরেছেন আমির খান। মুক্তির প্রথম সপ্তাহে ভালোই শুরু করেছিল এই স্পোর্টস কমেডি-ড্রামা। এখন সিনেমাটি ১২৫ কোটি রুপির ক্লাবের দিকে এগোচ্ছে।

সিনেমা শিল্প সংশ্লিষ্ট সংস্থা স্যাকনিলকের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর দ্বিতীয় রোববার অর্থাৎ ২৯ জুন, ‘সিতারে জমিন পার’ বক্স অফিসে আয় করেছে ১৪ দশমিক ৫০ কোটি রুপি। এতে করে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২২ দশমিক ৬৫ কোটি রুপি। এতে আরও বলা হয়েছে, মুক্তির দশম দিনে সিনেমাটির হিন্দি শোয়ের গড় দর্শক উপস্থিতি ছিল ৪২ দশমিক ৮৯ শতাংশ।

বিস্তারিত হিসাব অনুযায়ী, সন্ধ্যার শোগুলোতে সবচেয়ে বেশি দর্শক ছিল—প্রায় ৬৪ দশমিক ৩২ শতাংশ। দুপুরের শোয়ে দর্শক উপস্থিতি ছিল ৫০ দশমিক ০৫ শতাংশ। রাতের শোগুলোতে দর্শক ছিল ৩৪ দশমিক ৩২ শতাংশ এবং সকালে সবচেয়ে কম, মাত্র ২২ দশমিক ৮৭ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।

আমির খানের পাশাপাশি সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। এ ছাড়া এই সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে ১০ জন নিউরোডাইভার্জেন্ট (ভিন্ন মানসিক সক্ষমতার) অভিনেতার। তাঁরা হলেন—অরুশ দত্ত, গোপী কৃষ্ণন বর্মা, বেদান্ত শর্মা, নমন মিশ্র, ঋষি শাহানি, ঋষভ জৈন, আশীষ পেন্ডসে, সাম্বিত দেশাই, সিমরন মঙ্গেশকর এবং আয়ুষ ভানসালি।

এর আগে, অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার স্বামী ও অভিনেতা রিতেশ দেশমুখ ইনস্টাগ্রামে সিনেমাটির প্রশংসা করেছিলেন। ‘হাউসফুল ৫ ’—এর অভিনেতা রিতেশ দেশমুখ তাঁর পোস্টে সবাইকে এই সিনেমা দেখার অনুরোধ জানান।

রিতেশ দেশমুখ লিখেছিলেন, ‘নিজের জন্য একটা উপকার করুন, গিয়ে বছরের সেরা সিনেমাটা দেখে আসুন। সিতারে জমিন পার—শুধু একটা সিনেমা নয়, এটা একটা অনুভূতি। হাসায়, কাঁদায়—আর শেষে আপনাকে আরও ভালো মানুষ বানিয়ে দেয়। এই সিনেমার আসল সিতারে হলো শিশুরা—ওদের দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে যায় এবং ভোলা যায় না।’ আমির খানের ‘গভীর, সূক্ষ্ম আর হৃদয় ছুঁয়ে যাওয়া’ অভিনয়েরও তিনি প্রশংসা করেছেন। আর জেনেলিয়া ডি’সুজার স্ক্রিনে উপস্থিতিকে তিনি বলেছেন ‘এক কথায় জাদু।’

উল্লেখ্য, ‘সিতারে জমিন পার’ মূলত আমির খানের ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত