Ajker Patrika

‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ

আপডেট : ২৫ মে ২০২৩, ১৫: ০৯
‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ

লম্বা বিরতির পর পরিচালনায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা করণ জোহর। চলতি বছরের শুরুর দিকেই শেষ হয় তাঁর পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার দৃশ্যধারণ। আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। ২০১৬ সালের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার পর করণের পরিচালনায় সিনেমা মুক্তি পেতে চলেছে। করণ জোহরের ৫১ তম জন্মদিন প্রকাশ করা হয় ফার্স্ট লুক পোস্টারটি। 

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে আলিয়া ভাট, রণবীর সিং ছাড়াও আরও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন। ঈশিতা মৈত্রা, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় রচিত, ধর্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটি আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার। ছবি: সংগৃহীতগতকাল সিনেমাটির একঝলকের একটি ভিডিও প্রকাশ করা হয় করণের ইনস্টাগ্রামে। ভিডিওটিতে তাঁর প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘কাভি খুশি কাভি গম’ (২০০১), ‘মাই নেম ইজ খান’ (২০১০) এবং ‘এ দিল হ্যায় মুশকিল’ (২০১৬) সহ বেশ কয়েকটি সিনেমার ঝলকও জুড়ে দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘পরিচালকের চেয়ারে বসার পর ম্যাজিকাল ২৫টা বছর পার হয়ে গেল। আমি শিখেছি, আমি বড় হয়েছি, কেঁদেছি, হেসেছি… আগামীকাল আমার হৃদয়ের আরেকটা টুকরো আপনাদের দেখাব। এমন এক গল্প যার পরেতে পরতে প্রেম। আপনাদের সঙ্গে উদ্‌যাপন করব আমার এবারের জন্মদিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত