Ajker Patrika

আম আদমির নেতা রাঘবের সঙ্গে পরিণীতির আংটিবদল

আপডেট : ১৪ মে ২০২৩, ১১: ২২
আম আদমির নেতা রাঘবের সঙ্গে পরিণীতির আংটিবদল

অবশেষে ভালোবেসে বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। দিল্লিতে রাঘবের সরকারি বাসভবনে পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে আংটি বদল করলেন বলিউড সুন্দরী ও ভারতের তরুণ রাজনীতিবিদ।

গতকাল শনিবার থেকেই দিল্লিতে ছিল সাজ সাজ রব। একে একে রাঘবের বাড়িতে এসে পৌঁছান অতিথিরা। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে মণীশ মালহোত্রা। প্রিয়জনদের উপস্থিতিতে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন রাঘনীতি জুটি। ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘যা চেয়েছিলাম তাই পেলাম…আর আমি হ্যাঁ বলে দিয়েছি…ঈশ্বর কল্যাণ করুক।’

আংটিবদল করলেন রাঘনীতি জুটিগুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। গত মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?

আংটিবদল করলেন রাঘনীতি জুটিসব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত সপ্তাহে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’

আংটিবদল করলেন রাঘনীতি জুটিরাঘবের সঙ্গে পরিণীতির পরিচয় বেশ আগে থেকেই। দুজন একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাঁদের পরস্পরের কাছে টেনেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত