সিংহাম হয়ে আবারও আসছেন অজয় দেবগন। তবে এবার তিনি শুধু একা আসছেন না, সঙ্গে থাকছে পুরো কপ ইউনিভার্স। আছেন সিম্বা চরিত্রের রণবীর সিং ও সূর্যবংশী চরিত্রের অক্ষয় কুমার। ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় তাঁদের সঙ্গে চুলবুল পাণ্ডেরও থাকার কথা ছিল।
তবে সদ্য প্রকাশিত পাঁচ মিনিটের ট্রেলারে সবার দেখা পাওয়া গেলেও ছিল না ‘চুলবুল পাণ্ডে’ সালমান খানের উপস্থিতি। দুদিন আগে যে গান এসেছে, তাতেও অনুপস্থিত সালমান। তবে কি তিনি থাকছেন না সিংহাম অ্যাগেইনে?
অজয়, অক্ষয়, রণবীর, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন সবাইকে এক করতে পারলেও শেষ পর্যন্ত সালমানকে আনতে ব্যর্থ হলেন নির্মাতা রোহিত শেঠি। অবশ্য সালমানকে তিনি রাজি করিয়েছিলেন। শুটিংয়ের শিডিউলও দিয়েছিলেন বলিউড ভাইজান। কিন্তু শেষ মুহূর্তে সব পণ্ড হয়ে গেল।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত ১৪ অক্টোবর সিংহাম অ্যাগেইনের বিশেষ দৃশ্যের শুটিং করার কথা ছিল সালমানের। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ফেলা হয়েছিল সেট। তবে এর দুদিন আগেই হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। তাঁর মৃত্যুর পর সালমানের নিরাপত্তা নিয়েও আশঙ্কা দেখা দেয়।
অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি একাধিকবার আলোচনা করেছেন নিজেদের মধ্যে। শেষ পর্যন্ত তাঁরা সিদ্ধান্ত নেন, এ মুহূর্তে সালমানকে শুটিংয়ে আসতে বলা ঠিক হবে না। তাছাড়া, ভাইজানের নিরাপত্তা নিশ্চিতেরও ব্যাপার ছিল। অজয়-রহিত আরও কিছুদিন অপেক্ষা করতে চেয়েছিলেন। তবে ১৮ অক্টোবরের আগেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার তাড়া ছিল। সব মিলিয়ে তাই সালমানকে ছাড়াই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
তবে সালমানভক্তদের একেবারে নিরাশ করবেন না রোহিত শেঠি। জানা গেছে, সালমানের একটি ব্যাকশট ব্যবহার করা হতে পারে সিংহাম অ্যাগেইনের পোস্ট ক্রেডিট দৃশ্যে।
আগামী ১ নভেম্বর দীপাবলির উপলক্ষে ভারতে মুক্তি পাবে সিংহাম অ্যাগেইন। আগের ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’-এর তুলনায় এবারের পর্ব যে শুধু তারকাসমৃদ্ধ, তা নয়, অ্যাকশনেও ভিন্ন। রামায়ণের সঙ্গে আধুনিক সময়ের সংকট একসূত্রে গেঁথে গল্প সাজানোর চেষ্টা করেছেন পরিচালক রোহিত শেঠি।
‘সিংহাম অ্যাগেইন’ সিনেমার ট্রেলার:
সিংহাম হয়ে আবারও আসছেন অজয় দেবগন। তবে এবার তিনি শুধু একা আসছেন না, সঙ্গে থাকছে পুরো কপ ইউনিভার্স। আছেন সিম্বা চরিত্রের রণবীর সিং ও সূর্যবংশী চরিত্রের অক্ষয় কুমার। ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় তাঁদের সঙ্গে চুলবুল পাণ্ডেরও থাকার কথা ছিল।
তবে সদ্য প্রকাশিত পাঁচ মিনিটের ট্রেলারে সবার দেখা পাওয়া গেলেও ছিল না ‘চুলবুল পাণ্ডে’ সালমান খানের উপস্থিতি। দুদিন আগে যে গান এসেছে, তাতেও অনুপস্থিত সালমান। তবে কি তিনি থাকছেন না সিংহাম অ্যাগেইনে?
অজয়, অক্ষয়, রণবীর, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন সবাইকে এক করতে পারলেও শেষ পর্যন্ত সালমানকে আনতে ব্যর্থ হলেন নির্মাতা রোহিত শেঠি। অবশ্য সালমানকে তিনি রাজি করিয়েছিলেন। শুটিংয়ের শিডিউলও দিয়েছিলেন বলিউড ভাইজান। কিন্তু শেষ মুহূর্তে সব পণ্ড হয়ে গেল।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত ১৪ অক্টোবর সিংহাম অ্যাগেইনের বিশেষ দৃশ্যের শুটিং করার কথা ছিল সালমানের। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ফেলা হয়েছিল সেট। তবে এর দুদিন আগেই হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। তাঁর মৃত্যুর পর সালমানের নিরাপত্তা নিয়েও আশঙ্কা দেখা দেয়।
অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি একাধিকবার আলোচনা করেছেন নিজেদের মধ্যে। শেষ পর্যন্ত তাঁরা সিদ্ধান্ত নেন, এ মুহূর্তে সালমানকে শুটিংয়ে আসতে বলা ঠিক হবে না। তাছাড়া, ভাইজানের নিরাপত্তা নিশ্চিতেরও ব্যাপার ছিল। অজয়-রহিত আরও কিছুদিন অপেক্ষা করতে চেয়েছিলেন। তবে ১৮ অক্টোবরের আগেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার তাড়া ছিল। সব মিলিয়ে তাই সালমানকে ছাড়াই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
তবে সালমানভক্তদের একেবারে নিরাশ করবেন না রোহিত শেঠি। জানা গেছে, সালমানের একটি ব্যাকশট ব্যবহার করা হতে পারে সিংহাম অ্যাগেইনের পোস্ট ক্রেডিট দৃশ্যে।
আগামী ১ নভেম্বর দীপাবলির উপলক্ষে ভারতে মুক্তি পাবে সিংহাম অ্যাগেইন। আগের ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’-এর তুলনায় এবারের পর্ব যে শুধু তারকাসমৃদ্ধ, তা নয়, অ্যাকশনেও ভিন্ন। রামায়ণের সঙ্গে আধুনিক সময়ের সংকট একসূত্রে গেঁথে গল্প সাজানোর চেষ্টা করেছেন পরিচালক রোহিত শেঠি।
‘সিংহাম অ্যাগেইন’ সিনেমার ট্রেলার:
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে